নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সাথে তোমার কথা বলার ধরণ ঘৃণা করি আমি,
ঘৃণা করি যখন আমার মন পড়ে ফেলো তুমি।
অনেক ঘৃণা করি তোমায়, যেটা আমাকে অসুস্থ করে তোলে-
কখনো বানিয়ে দেয় কবি।
ঘৃণা করি যখন তুমি আমাকে হাসাও
কিংবা কাঁদাও।
তোমায় ঘৃণা করি, যখন তুমি আশেপাশে থাকো না
অথবা ফোন দাওনা।
তবে সবচেয়ে বেশী ঘৃণা করি-
যখন তোমায় ঘৃণা করতে পারিনা,
ঘৃণার কাছাকাছিও যেতে পারিনা।
কারণ তোমায় তো আমি ভালবাসি।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৫
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: outstanding poetry, অসাধারণ,
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪২
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩১
রাফা বলেছেন: এপিঠ - ওপিঠ দু'টোতেই আছেন।বেশ ভালো -তবে এটাকে কি কবিতা বলা চলে?
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১১
আলভী রহমান শোভন বলেছেন: আহামরি কোন লেখক বা কবি নই আমি। মাথায় যা আসে বা মন থেকে যা উৎসারিত হয় তাই লেখার চেষ্টা করি।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ভালবাসার বিপরীত শব্দ
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০
আলভী রহমান শোভন বলেছেন: :'(
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৫
রুদ্র জাহেদ বলেছেন: স্ববিরোধী চিন্তার মতো লাগল কথামালাগুলো
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০
আলভী রহমান শোভন বলেছেন:
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২১
রাবেয়া রাহীম বলেছেন: তবে সবচেয়ে বেশী ঘৃণা করি-
যখন তোমায় ঘৃণা করতে পারিনা,
ঘৃণার কাছাকাছিও যেতে পারিনা।
কারণ তোমায় তো আমি ভালবাসি।
অসাধারণ বলেছেন এই লাইনে ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু।
৭| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:৩৪
অসিত কর্মকার সুজন বলেছেন: খুব ভালোই লিখেছেন ঘৃণা নিয়ে । ঘৃণা পাওয়ারও যোগ্যতা লাগে , সবাই পারে না ।
২৩ শে মে, ২০১৭ রাত ১০:৩০
আলভী রহমান শোভন বলেছেন: অনেক ধন্যবাদ আমার পুরাতন কবিতাটি পড়ার জন্য। শুভেচ্ছা নিবেন, অসিতদা।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১১
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে