নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ তুমিহীন

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯


আরও কিছুটা মুহূর্ত অপেক্ষা করো,
অথবা আবার ফিরে আসো।
কিন্তু কখনো বিদায় বোলোনা
আবার ফিরে তাকাও।

আমার মন এখনও খুঁজে ফেরে তোমায়।
তুমি ছাড়া জীবনের মানে কি বলো আমায়?

কতই না প্রতিজ্ঞা করেছিলাম দুজন
এক মুহূর্তে সব ভেঙে দিলে
মিথ্যা আর তিক্ততায় ভরা জীবনে সুখ খুঁজে ফিরি আজও।

এই মাটি কিংবা আকাশের মধ্যকার কিছুই ভালো লাগেনা
শুধু তুমি পাশে নেই বলে।
আমাকে একা ফেলে যেওনা,
সাথে নিয়ে চল
যেখানে তুমি যেতে চাও।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

কল্লোল পথিক বলেছেন: আরও কিছুটা মুহূর্ত অপেক্ষা করো,
অথবা আবার ফিরে আসো।
কিন্তু কখনো বিদায় বোলোনা
আবার ফিরে তাকাও।
কবিতায়++++++++++++++++++++

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাই। শুভেচ্ছা নিবেন। :)

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: খুব বেশি ভালো লাগে নি। কাব্যরস কম ছিল।

যেমন,
আমার মন এখনও খুঁজে ফেরে তোমায়।
তুমি ছাড়া আর জীবনের মানে কি?


আমার মন এখনও খুঁজে ফেরে তোমায়।
তুমি ছাড়া জীবনের মানে কি বলো আমায়।।


০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

আলভী রহমান শোভন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আরও ভালো লেখার চেষ্টা করবো। শুভেচ্ছা নিবেন। :)

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *কবি যদি পুরুষ হয়ে লিখে থাকে তবে "তুমিহীনা" শিরনাম ভূল হয়েছে কারন ওটা স্ত্রীবাচক শব্দ ।

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

আলভী রহমান শোভন বলেছেন: ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ আপনাকে।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

রাবেয়া রাহীম বলেছেন: আরও কিছুটা মুহূর্ত অপেক্ষা করো,
অথবা আবার ফিরে আসো।
কিন্তু কখনো বিদায় বোলোনা
আবার ফিরে তাকাও===============

=====খুব সুন্দর কথা , আমিও তাই বলি । শুভেচ্ছা রইল ।

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আপু। :)

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ কিন্তু কবিতার গভীরতা বাড়াতে হবে

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাজেশনের জন্য। ভবিষ্যতে আরও ভালো লেখার চেষ্টা করবো। শুভেচ্ছা নিবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.