নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্যাটম্যানের ব্যানারে নির্মিত ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটির নাম রাজত্ব। পরিচালকের চতুর্থ ছবি এটি। ২০১৪ সালের ৭ মার্চ মুক্তিপ্রাপ্ত ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, ববি, প্রবির মিত্র, রেবেকা প্রমুখ।
দুই ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট ব্যাপ্তি ছবিটির কাহিনী আবর্তিত হয় শহরের নতুন পুলিশ কমিশনার সম্রাটকে(শাকিব খান) নিয়ে যে কিনা আন্ডার মাফিয়া ডনকে ধরতে নিজের পরিচয় গোপন করে নিজেকে নতুন ডন বলে পরিচয় দেয়। শহরের চাঁদাবাজি বন্ধ করতেও তৎপর থাকে সম্রাট।
নিজের মাকে বাবার পুরনো বাইকে করে গ্রামের বাড়ি রেখে এসে ফেরার পথে দুর্ভাগ্যবশত বাইক নষ্ট হয়ে যায়। গভীর রাতে আশেপাশে কোন গ্যারাজ না পেয়ে একটা বাড়ি দেখতে পেয়ে সেখানে রাতটা আপাতত বাইকটা রাখার সিদ্ধান্ত নেয় সম্রাট। সেই বাড়িতেই দেখা হয় রিহানার(ববি) সাথে। ডাক্তার রিহানার বাবা আর ছোট বোনকে নিয়ে ছোট্ট পরিবার। সেই রাতেই রিহানার বোনের জন্মদিন থাকে। বাইকটা রাখার পর জন্মদিনে সামিল হতে অনুরোধ জানায় সবাই। কেক কাটার পর সম্রাট ফিরে যায় তার শহরে। যাবার আগে রিহানার সাথে একটু আলাপ করে যায়। সেই সাথে বলে যায় পরে এসে বাইকটা নিয়ে যাবে সে। দুদিন বাদে সম্রাট যখন বাবার সৃতি বিজড়িত বাইকটা ফেরত নিতে রিহানার বাসায় আসে তখন দেখা যায় অন্য দৃশ্য। রিহানা এবং রিহানার বাবা সম্রাটকে না চেনার ভান করে চলে যেতে বলে। এমনকি বাইক রাখার কথাও অস্বীকার করে সে। কাহিনী মোড় নেয় অন্য দিকে।
এবার আসি মূল রিভিউয়ে। ছবির কাহিনী মোটামুটি মানের হলেও জাত মেরেছে অভিনয়টা। কেন্দ্রীয় চরিত্রগুলো ভালো অভিনয় করলেও পার্শ্ব চরিত্রগুলোর অভিনয় একদম ভালো ছিল না। শাকিব খানের কিছু কিছু দৃশ্যে মাত্রাতিরিক্ত মেয়েলীপনা দেখা গেছে। একজন পুরুষ পুলিশ কমিশনার কিভাবে মায়ের সাথে এইভাবে মেয়েলী ঢং করে তা আমার বোধগম্য হয় না। আবার নায়িকাকে প্রথম দেখে শাকিব নিজের মুখে নিজে সেক্সি স্টাইলে কেন হাত বুলালো তাও বুঝলাম না। এত ওভার অ্যাকটিং না করলেও পারতো। প্রথম দেখায় প্রেমে পড়ার দৃশ্য নানা উপায়ে পুরুষালি ভাবে প্রকাশ করা যায়। আরেকটি গানের দৃশে যখন নায়ক নায়িকাকে বাথ ট্যাবে দেখা গেল তখন শাকিবের মেয়েলী ভাবে বাবলে ফুঁ দেওয়াটাও দৃষ্টিকটু লেগেছে। নায়িকা হিসেবে ববি ভাল করেছে কিন্তু বোনের জন্মদিনে ববি ডাক্তার হয়েও এমন গ্লামারাস খোলামেলা গাউন কেন পরলো তা বুঝলাম না। নিজেকে ডাক্তার নায়লা নাইমের মত প্রকাশ না করে সাধারণ ডাক্তার রূপে প্রকাশ করলেই ভাল হত। ববির ছোট বোনের চরিত্রে অভিনয়কারীরও মাত্রাতিরিক্ত ন্যাকামি ভাল লাগেনি।
ছবির দৃশ্যায়ন ভাল লেগেছে। সেই সাথে গান গুলোও ছিল শ্রুতি মধুর। অদিতের সংগীতায়জনে ছবিটিতে রাখা হয়েছে পাঁচটি গান। সবচেয়ে ভাল লেগেছে হাসিব আর দোলার কণ্ঠে ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি। গানটির জন্য দোলা মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়নও পেয়েছিল।
সবশেষে বলবো ছবিটি থেকে শিক্ষণীয় কিছু হয়ত পাবেন না তবে পরিপূর্ণ বিনোদন পাবেন সেই ব্যাপারে গ্যারান্টি দিতে পারি।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: তবুও আশায় থাকি, একদিন উন্নতি হবেই।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০
প্রামানিক বলেছেন: চমৎকার রিভিউ।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: সুন্দর চিন্তাধারা
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
অন্ধবিন্দু বলেছেন:
গান, দৃশ্যায়ন সবই ভাল হচ্ছে। কিন্তু গল্প আর অভিনয়ে খাচ্ছে মার। শোভন, আমাদের দেশে কি ভাল অভিনেতা, গল্পকারের অভাব! কি মনে হয় আপনার ?
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
আলভী রহমান শোভন বলেছেন: ভাল অভিনেতা আছে কিন্তু সুন্দর গল্পের বড়ই অভাব। সেই এক ছাঁচে গড়া গল্প সব। কাহিনীতে কোন টুইস্ট থাকে না। আগেই বোঝা যায় কাহিনী শেষ অবধি কই গিয়ে ঠেকবে।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
আবু শাকিল বলেছেন: ব্লগে বাংলা মুভি নিয়ে রিভিউ খুব কম আসে ।বাংলা মুভির রিভিউ লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।
বাংলা মুভিতে শিক্ষনীয় পরে হবে । বিনোদন পাইলেই হইব ।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
ডি মুন বলেছেন: ছবির কাহিনী মোটামুটি মানের হলেও জাত মেরেছে অভিনয়টা।
ধন্যবাদ রিভিউ লেখার জন্যে।
কখনো সুযোগ হলে ছবিটা দেখার ইচ্ছে রইল। আর কিছু না হোক বিনোদন তো পাওয়া যাবে
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া রিভিউ পড়ার জন্য।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
গাধা মানব বলেছেন: ধন্যবাদ রিভিউ লেখার জন্যে। বাংলা মুভির রিভিউ লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫
আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ রিভিউটি পড়ার জন্য।
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
বর্নিল বলেছেন: সিনেমাটা হলে দেখেছিলাম। রিভিউ পরে ভাল লাগল।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
শাহাদাত হোসেন বলেছেন: শাকিবের অন্যান্য মুভির ছেয়ে এটা একটু জাতের ছিলো
১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
আলভী রহমান শোভন বলেছেন: পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এবং সুভা নামের ছবি দুটিও দেখতে পারেন। ভালই।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবির কাহিনী মোটামুটি মানের হলেও জাত মেরেছে অভিনয়টা।
যা হোক কাহিনী ভালো হইছে সেটাই অনেক।
সাকিবের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা বোকামি। ট্যালেন্টেড অভিনেতার অভাব আমাদের চলচিত্রে অনেকদিন থেকেই। ছোটপর্দায় এ সমস্যা নেই। গল্পও স্ট্যান্ডার্ড।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
আলভী রহমান শোভন বলেছেন: শাকিবের প্রায় সব ছবি ফালতু হলেও কিছু কিছু ছবি আছে ভালোই। রবি ঠাকুরের গল্প নিয়ে নির্মিত সুভা ছবিটি দেখতে পারেন। আর ছোট পর্দার বর্তমান অবস্থা নিশ্চিত করেই কি বলছেন যে গল্প স্ট্যান্ডার্ড?
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
অবেলার পানকৌড়ি বলেছেন: চমৎকার রিভিউ বাট ছবিটা চমৎকার না, পুরাই ন্যাকামী কারন বউ খোজার জন্য এত নেকামী কেউ করেনা।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬
আলভী রহমান শোভন বলেছেন:
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: না বর্তমানের কথা বলি নি। '১১ বা তার আগের কথা বলেছি।
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩
Akaki Mon বলেছেন: !!..bai pore balo laklo.bangla movie nea aro
review deven..!!
২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে। সামনে আরও বাংলা মুভির রিভিউ দেওয়ার চেষ্টা করবো।
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯
নাজমুস সাকিব রহমান বলেছেন: শাকিব অভিনেতা হিসেবে ভালো। ডিরেক্টররা তাকে ব্যবহার করতে পারে না। তারকা হিসেবে ছাড় দেয়, যার কারণে ওভার এক্টিং হয়।
২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
আলভী রহমান শোভন বলেছেন: নিজের অভিনয় প্রতিভা নিজে বের করতে না পারলে ডিরেক্টর ধুয়ে পানি খাওয়াইলেও প্রতিভা বের হবে না।
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
আমি যাযাবর বলিছ বলেছেন: ভাই মুভি downlode করার জন্য ভাল wepsite কোনটা?
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২০
রানার ব্লগ বলেছেন: রিভিউ পড়ে বুঝলাম কাহিনী ঠিক ঠাক আছে, কিন্তু সমস্যা হল আপনি ছাকিব কান এর কাছে অভিনয় দেখতে চাইছেন, ব্যাপারটা অনেক টা মামা বাড়ির আবদার হয়ে গেল না ?? !! আমড়া গাছে উঠে আম চাইলেইতো আর আম পাবেন না, তাই না !
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
আলভী রহমান শোভন বলেছেন: সাকিব খান একদমই অভিনয় পারে না এটা কিন্তু আমি বলি নি। তার অভিনীত রবি ঠাকুরের "সুভা" ছবিটি দেখলে বুঝবেন। আসল ব্যাপারটা হল নিজের সুপার স্টার খেতাব এবং খুব কম প্রতিদ্বন্দ্বী থাকায় নিজের অভিনয়ে মনযোগী নয় সে। যদি একটু চেষ্টা করত তবে অভিনয়ে আরেকটু ভাল করতে পারত সে।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
ভ্রমরের ডানা বলেছেন: নেই, কিছুই নেই, কবে যে উন্নতি হবে।