নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

কবিতা: মেঘ-আকাশ-দুঃখ-তুমি-আমি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২


আকাশটা মেঘলা হয়ে আছে,
মেঘলাচ্ছন্ন আমার মনটাও।

আজ ঝরঝর করে কাঁদছে আকাশ,
কাঁদছি আমিও।

মেঘমালা চিৎকার করছে তার আপন ধ্বনিতে।
চিৎকার করছি আমিও
তবে নীরবে নিভৃতে।

আকাশকে আজ দেখছে সবাই,
দেখছে তার বেদনাকে।
শুধু দেখছে না আমায় কেউ।
দেখছে না সে।
দেখছে না তারা।

আজ আমি একা।
দুঃখই আমায় কুরে কুরে খাচ্ছে।
তবুও নিজেকে জিয়িয়ে রেখেছি,
এক ফালি রোদ দেখবো বলে।
তোমার হাসির আলোক ছটায় নিজেকে হারাবো বলে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর হয়েছে কবিতা। *কুরে কুরে * হবে বোধহয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেবার জন্য। শুভেচ্ছা রইলো। :)

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

জ্যোস্নার ফুল বলেছেন: চিৎকার করছি আমিও
তবে নীরবে নিভৃতে।


ভালো লাগা :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া। :)

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তবুও নিজেকে জিয়িয়ে রেখেছি,
এক ফালি রোদ দেখবো বলে।
তোমার হাসির আলোক ছটায় নিজেকে হারাবো বলে।




এইলাইনগুলো ভালো লাগল বেশি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। :)

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

কল্লোল পথিক বলেছেন: আজ ঝরঝর করে কাঁদছে আকাশ,
কাঁদছি আমিও।

মেঘমালা চিৎকার করছে তার আপন ধ্বনিতে।
চিৎকার করছি আমিও
তবে নীরবে নিভৃতে।


অসাধারন কবিতা।
কবিতায়+++++++++++++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

মহা সমন্বয় বলেছেন: আমিও নীরবে নিভৃতে চিৎকার করছি। :)

মেঘলা দিনের মেঘলা কবিতা এত্তগুলো ভাল লাগল। !:#P

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার চিৎকার করার কারণটা জানতে পারি? ;)

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: তোমাকে নিয়ে দারুন কবিতা।
++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

আলভী রহমান শোভন বলেছেন: :)

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার লিখেছেন! আজ আকাশটা সত্যিই মেঘলা। ভালই লাগছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

তার আর পর নেই… বলেছেন: চার নাম্বার স্তবক ছাড়া পুরোটা ভাল লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটা পড়ার জন্য আর গঠনমূলক সমালোচনার জন্য। :)

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: তবুও নিজেকে জিয়িয়ে রেখেছি,
এক ফালি রোদ দেখবো বলে।
ইয়েস দুর্দান্ত ।

খুবই ভাল লাগল ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.