নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বর্ণলতা হতে চাইনি,
চেয়েছিলাম তোমার সমকক্ষ হতে
চেয়েছিলাম মহীরুহ হতে।
তুমি আমায় দাবিয়ে রেখেছ।
আমি ধ্বংস হতে চাইনি
চেয়েছিলাম তোমার মত বেঁচে থাকতে
তোমায় আঁকড়ে ধরে জীবনের প্রতিটি পরমাণু স্বপ্নকে লালন করতে চেয়েছি।
কিন্তু পারিনি।
আমি পারিনি।
আমি ব্যর্থ ।
আমি মরিনি,
বেঁচে আছি,
আজও আমি নিঃশ্বাস নেই।
তবে জীবিত থেকেও আমি মৃত ।
আমার মৃত্যুপুরীতে শুধু আমার একার রাজত্ব।
কখনো কখনো আমার রাজত্বে হানা দেয় তোমার সৃতিগুলো।
চলে যেতে চেয়েছ, যেতে দিয়েছি ।
তবে মন যে বড় বেসামাল।
হৃদয়ক্ষরণ চলছে,
হয়তো চলবে অনন্তকালের মত।
আর আমিও নশ্বর হতে যেয়েও হবোনা।
ঠিকই টিকে থাকবো তুমিহীন তুমিকে নিয়ে।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৯
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৪
মিজানুর রহমান মিরান বলেছেন: আমি মরিনি,
বেঁচে আছি,
আজও আমি নিঃশ্বাস নেই।
তবে জীবিত থেকেও আমি মৃত ।
আমার মৃত্যুপুরীতে শুধু আমার একার রাজত্ব।
কখনো কখনো আমার রাজত্বে হানা দেয়
তোমার সৃতিগুলো।
পুরো কবিতা জুড়েই ভালোলাগা।
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
৩| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮
বিজন রয় বলেছেন: কবিতা ভাল লাগল।
ছবিটি ভাল লাগেনি। চবিটি পরিবর্তন করুন প্লিজ।
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩
আলভী রহমান শোভন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
৪| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৯
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ।
৫| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৩
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!