নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখ আসার আগেই বেশ গরম পরতে শুরু করেছে। গরমে তরুণীদের প্রথম পছন্দ সূতি কাপড়ের পোশাক, তা সেটা সেলোয়ার কামিজ হোক, টপস হোক কিংবা হোক স্কার্ট। সূতি কাপড়ে নানা ধরণের নকশা যেমন জ্যামিতিক, গ্রামীণ মোটিফ এক সময় বেশ জনপ্রিয় হলেও ইদানিং সবাই পছন্দ করছে ফুলেল মোটিফ। দেখে নেওয়া যাক কিভাবে সূতি কাপড়ের ফুলেল মোটিফের পোশাকে আপনি হয়ে উঠতে পারেন ট্রেন্ডি।
গরমকাল বলেই হালকা রঙের কাপড় বাছাই করাই বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, গোলাপি, আকাশী কিংবা হলুদের মোট রঙ চলতে পারে। তবে ফুলেল মোটিফ যেন একটু বেশী উজ্জ্বল হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। ফুলেল মোটিফে রাখা যেতে পারে লাল, বেগুনী, কমলা অথবা নীলের মত রংগুলি।
বাজারে ছোট-বড় নানা আকারের ফুলেল মোটিফের পোশাক থাকলেও বড় ফুলেল মোটিফের পোশাকই বেশী চলছে। তবে কেউ চাইলে ছোট ফুলের মোটিফ সম্বলিত পোশাক পরতে পারে কিন্তু সে ক্ষেত্রে কাপড়টা যেন উজ্জ্বল রঙের হয় এবং আবহাওয়ার সাথে মানানসই হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সেলোয়ার কামিজের ক্ষেত্রে কামিজ যদি ফুলেল মোটিফের হয় তবে সেলোয়ার এক রঙা হওয়াটা বাঞ্ছনীয়। আবার কেউ যদি ভিন্নতা আনতে সেলোয়ারে ফুলেল মোটিফ প্রিন্টের কাপড় পরতে চান তবে সে ক্ষেত্রে উল্টোটা অনুসরণ করতে হবে, অর্থাৎ কামিজ এক রঙা হতে হবে। স্কার্ট-এর ক্ষেত্রেও এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। স্কার্ট ফুলেল মোটিফের হলে টপস এক রঙা আবার উল্টোটা করলে টপস একরঙা হতে হবে।
ফুলেল মোটিফের টপস ইদানিং কিশোরীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। টপসের সাথে প্যান্ট পরলে একটা বিষয় মাথায় রাখতে হবে। যেহেতু গরমে হালকা রঙের টপস পরা হবে সেহেতু জেগিংস কিংবা ক্যাপ্রি প্যান্টের রঙ একটু গাঢ় হলে ভালো লাগবে।
গরমে ফুলেল মোটিফের সূতি কাপড়ের ম্যাক্সি ড্রেস, স্যুট কিংবা গাউনও বেশ আরামদায়ক হবে, সেই সাথে হবে ট্রেন্ডিও।
চাইলে পরা যেতে পারে ফুলেল মোটিফের শাড়ি। ব্লাউজটা এক্ষেত্রে এক রঙা হতে হবে। ইদানিং আবার এক রঙা শাড়ির সাথে বিভিন্ন ধরণের প্রিন্টের ব্লাউজ পরার ট্রেন্ড চালু হয়েছে। ফুলেল মোটিফের ব্লাউজও বেশ ভালো লাগবে এক রঙা শাড়ির সাথে।
বিভিন্ন জমকালো অনুষ্ঠান কিংবা দাওয়াতেও ফুলেল মোটিফের পোশাক পরা যেতে পারে। তবে সেক্ষেত্রে সাজটা জমকালো হতে হবে এবং অন্যান্য অনুষঙ্গিক জিনিষ যেমন গহনা, ব্যাগ, স্যান্ডেল কিংবা জুতা যেন জমকালো হয়।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০
আলভী রহমান শোভন বলেছেন: হিহিহি ! আমার আগের লাইফস্টাইল ব্লগগুলো কিন্তু ছেলেদের নিয়ে ছিল।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬
বিজন রয় বলেছেন: দারুন।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: হায় হায় কি বলো!!!!!!!!
আমি তো ফুলেল কিনিনি!!!!!!!!!
আমি তো এইটা কিনলাম......হায় হায় কি বলো!!!!!!!!
আমি তো ফুলেল কিনিনি!!!!!!!!!
আমি তো এইটা কিনলাম......
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
আলভী রহমান শোভন বলেছেন: হিহিহি ! শায়মাপু, ফুলেলটা বেশী চলে কিন্তু তার মানে কিন্তু এইটা না অন্যান্য ডিজাইনের পোশাক পরা যাবে না।
যাই হোক, আপনার শাড়িটা সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬
গেম চেঞ্জার বলেছেন: সব তো কনেদের জন্য!!