নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জ্বলন্ত বরফ টুকরো।
প্রতিনিয়ত দুঃখ-হতাশার সঙ্গম কুরে কুরে খায় আমায়,
অন্তরমহলে দাবানলের লেলিহান শিখায় দগ্ধ হতে থাকি।
পোড়া হৃদয়ের উৎকট গন্ধ আসে।
নিজেকে পৃথিবীর ছাঁচে ফেলে গড়ে নিতে শিখেছি,
শিখেছি বিষণ্ণতাকে কবর দিয়ে অনবদ্য অভিনয়,
শিখেছি মন খুলে হাসির মায়ার কাপড় জড়াতে।
অনন্তকালের দহনের পর আজ আমি মুখোশধারী,
বাহিরে আমার বরফের প্রলেপ।
অন্তরমহলের খবর আর নেওয়ার প্রয়োজন বোধ করে না ডাকপিয়নরূপী পায়রা,
আমিও বরফরূপেই আত্মপ্রকাশ করে উজার করে দেই নিজেকে।
অন্তরমহলের দহনে গলতে থাকে বরফের আস্তরণ,
আমিও ব্যস্ত রাখি নিজেকে পুনঃ পুনঃ বরফের আস্তরণে ঢাকতে
কিংবা প্রতিনিয়ত নিখুঁত অভিনয়ের চেষ্টা করতে।
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
আলভী রহমান শোভন বলেছেন: :'(
২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫
কল্লোল আবেদীন বলেছেন:
মানুষের জীবনটাই এমন।
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১
আলভী রহমান শোভন বলেছেন: হুম !
৩| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩
আহমেদ রাতুল বলেছেন: ভাল বলেছেন
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
গেম চেঞ্জার বলেছেন: দারুণস!!
(মর্মার্থ যদিও ধরতে পারিনি)
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
জীবনে বিশেষ কিছু না পাওয়ার বেদনা কিংবা বিশেষ কেউ জীবন থেকে হারিয়ে যাওয়ার পর নিজের অনুভূতি এবং নিজেকে নতুন করে গড়ে তোলা কিংবা সব কিছু ঠিকঠাক (যদিও কিছুই ঠিক নেই) টাইপের ভাব ধরে থাকাই এই কবিতার মর্মার্থ।
আমি বোধ হয় সেইভাবে গুছিয়ে লিখতে পারিনি।
৫| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭
কানিজ রিনা বলেছেন: জীবনে বিশেষ কিছু হাড়িয়ে, বিশেষ ভূত
সেজে বসে আছেন। দারুন
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
আলভী রহমান শোভন বলেছেন: শুধু আমি নই, ভালো থাকার অভিনয় করা মানুষ অনেক আছে।
৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৩
ডার্ক ম্যান বলেছেন: পুরো কবিতা নষ্ট করে দিয়েছে ভুল ছবি
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৪
আলভী রহমান শোভন বলেছেন: আমার কাছে ছবিটা যথাযথ মনে হয়েছে।
৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১
রিদওয়ান হাসান বলেছেন: তবু্ও নিখুঁত অভিনয় করেই কাটাতে হবে নির্লিপ্ত প্রহর। জানি না, এ পুরুস্কারের এ্যাওয়ার্ড পাবো কবে?
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪
আলভী রহমান শোভন বলেছেন:
৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব ভাল লেগেছে, পাঠে মুগ্ধ হলাম কবি,শুভ কামনা রইল,,,
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৯| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ সুমন দা।
১০| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫
মো: ইমরান আল হাদী বলেছেন: ভাবনার নতুন বিষয়।
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭
আলভী রহমান শোভন বলেছেন:
১১| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২
জনৈক অচম ভুত বলেছেন: আমরা সবাই-ই এক একটা জ্বলন্ত বরফ।
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭
আলভী রহমান শোভন বলেছেন: হুম !
১২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮
উল্টা দূরবীন বলেছেন: অন্তরমহলের দহনে গলতে থাকে বরফের আস্তরণ,
আমিও ব্যস্ত রাখি নিজেকে পুনঃ পুনঃ বরফের আস্তরণে ঢাকতে
কিংবা প্রতিনিয়ত নিখুঁত অভিনয়ের চেষ্টা করতে।
ভালো লিখেছেন।
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৩| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১০
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
বুরহানউদ্দীন শামস বলেছেন: ভাল লাগল ।
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
১৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
আমিই মিসির আলী বলেছেন: অনন্তকালের দহনের পর আজ আমি মুখোশধারী,
বাহিরে আমার বরফের প্রলেপ।
অন্তরমহলের খবর আর নেওয়ার প্রয়োজন বোধ করে না ডাকপিয়নরূপী পায়রা,
আমিও বরফরূপেই আত্মপ্রকাশ করে উজার করে দেই নিজেকে।
ভাল লাগলো কবিতা!
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩
কালনী নদী বলেছেন: অনন্তকালের দহনের পর আজ আমি মুখোশধারী,
বাহিরে আমার বরফের প্রলেপ। আসলেই বাধ্য হয়েই অনেক সময় বহুরুপি হতে হয়।
সুন্দর বাস্তবিক কবিতা ভাই! +++++++++
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২২
অতঃপর হৃদয় বলেছেন: বেশ !!!!!!!!
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
১৯| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:১০
রুদ্র জাহেদ বলেছেন: আসলেই অদ্ভুত!ভাঙা-গড়া আর গড়ে নেওয়া আবার ভাঙা।কত কত অভিনয়ের ভেতর দিয়ে সময় অতিবাহিত করা।ভাল্লাগছে কবিতা
২৩ শে মে, ২০১৬ রাত ৯:২৪
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২০| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেকসময় না বরং সবসময়ই বহুরূপী। নিখুঁত অভিনয়। তাই লজ্জিত হই না।
১১ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫১
আলভী রহমান শোভন বলেছেন: হুম !
অনেকদিন পর সামুতে পেয়ে ভালো লাগলো ভাইয়ু !
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১
বিজন রয় বলেছেন: প্রতিনিয়ত দুঃখ-হতাশার সঙ্গম কুরে কুরে খায় আমায়,
অন্তরমহলে দাবানলের লেলিহান শিখায় দগ্ধ হতে থাকি।
পোড়া হৃদয়ের উৎকট গন্ধ আসে।
হৃদয়ে কষ্টের বহ্নিশিখা!!!
++++