নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতীতকে প্রায় ভুলেই গিয়েছিলাম,
বর্তমানকে নিয়েও ছিলাম বেশ,
তারপর উল্কার গতিতে তুমি এলে।
তোমার একটু বেশীই তাড়া ছিল,
সেই সাথে সন্দিহান ছিলাম আমি।
তারপর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে-
মিলিত হলাম এক বিন্দুতে।
সেই ধূমকেতু তোমাকেই
আপন ভাবতে শুরু করলাম,
ভালবাসতে শুরু করলাম নতুন করে।
শুধু এক মুহূর্তের দূরত্ব,
ক্রমশ বেড়ে যায় সেই দূরত্ব।
ভালবাসা আর দূরত্বের দিগন্ত-
মিলিত হয় এক প্রান্তে।
এক সময় মিলিয়ে যায় সব।
আবার সেই আলিঙ্গনের মুহূর্ত
ফিরে পেতে চাই,
ফিরে পেতে চাই সেই পুরনো তুমিকে।
কানে কানে ফিসফিসিয়ে আবার বেজে উঠুক
ভালবাসি, ভালবাসি, ভালবাসি।
২২ শে জুন, ২০১৬ সকাল ১১:১৩
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
তবে পুরোটাই ভালবাসাময় ছিল না কিন্তু, দূরে সরে যাওয়ার ব্যাপারও কিন্তু ছিল।
২| ২২ শে জুন, ২০১৬ রাত ৩:২৫
বনলতা-সেন বলেছেন: অবশ্যই আবার ভেসে উঠবে। শুভকামনা
২২ শে জুন, ২০১৬ সকাল ১১:০৪
আলভী রহমান শোভন বলেছেন: আশাবাদী আমি। ধন্যবাদ, আপুনি। ভালো থাকবেন।
৩| ২২ শে জুন, ২০১৬ ভোর ৪:১৫
গেম চেঞ্জার বলেছেন: আহঃ ফাটাফাটি হইসে!!
আবার সেই আলিঙ্গনের মুহূর্ত
ফিরে পেতে চাই,
ফিরে পেতে চাই সেই পুরনো তুমিকে।
কানে কানে ফিসফিসিয়ে আবার বেজে উঠুক
ভালবাসি, ভালবাসি, ভালবাসি।
(+)
২২ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৮
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ গেমু ভাইয়ু।
৪| ২২ শে জুন, ২০১৬ সকাল ৭:৪১
ডঃ এম এ আলী বলেছেন: তোমার একটু বেশীই তাড়া ছিল,
সেই সাথে সন্দিহান ছিলাম আমি।
তারপর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে-
মিলিত হলাম এক বিন্দুতে।
এই মিলিত হওয়াটাই সুন্দর । কবিতার
লক্ষই হওয়া উচিত সুন্দের প্রতি, মিলনের
প্রতি ।
অনেক ধন্যবাদ ।
২২ শে জুন, ২০১৬ সকাল ১১:০৬
আলভী রহমান শোভন বলেছেন: মিলন যেমন মধুর ঠিক তেমনি দূরে সরে যাওয়াটাও কিন্তু বিষময়।
ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ২২ শে জুন, ২০১৬ সকাল ৮:২৩
জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: সব জল্পনা কল্পনা মিটিয়ে একবিন্দুতে মিলিত হওয়াটাই আনন্দের, ভালবাসার। ভাল থাক ভালবাসা।শুভকামনা রইল।
২২ শে জুন, ২০১৬ সকাল ১১:১১
আলভী রহমান শোভন বলেছেন: মিলন যেমন মধুর ঠিক তেমনি দূরে সরে যাওয়াটাও কিন্তু বিষময়। তবুও আশাবাদী আমি।
ধন্যবাদ আপনাকে।
৬| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:২০
কল্লোল পথিক বলেছেন:
বেশ হইছে।
২২ শে জুন, ২০১৬ সকাল ১১:০২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:৪০
বিজন রয় বলেছেন: কানে কানে ফিসফিসিয়ে আবার বেজে উঠুক
ভালবাসি, ভালবাসি, ভালবাসি।
দারুন। চিরন্তন সত্য।
++++
২২ শে জুন, ২০১৬ সকাল ১১:০৭
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ বিজনদা।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৬ রাত ৩:১৬
অশ্রুকারিগর বলেছেন: ভালোবাসা ভালো লেগেছে।