নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ন্ত বিকেল,
ব্যস্ত শহর,
যানজটে ভরা নগরী।
ফ্লাইওভারে দাঁড়িয়ে এক জুটি।
এক রাশ বাতাস স্পর্শ করলো তাদের।
অদূরের সাদা-গোলাপি বাগানবিলাস
যেন হেসে উঠলো।
স্বল্পভাষী জুটি তারা।
মুখের ভাষা নয়,
চোখের ভাষাই যেন তাদের
একমাত্র সম্বল।
মিলিয়ে যায় ভানু
দিগন্তের সীমানায়।
অতঃপর পথ ধরে
এগিয়ে যায় তারা।
হাতে হাত রেখে,
ধীর গতিতে।
তাদের হাতের স্পর্শ
মনকেও স্পর্শ করে ফেলে।
শিহরিত করে তোলে প্রতিটি কোষ।
কংক্রিটের ব্যস্ত পথে
হেঁটে চলে তারা।
সেই সাথে স্বপ্নের
জালও বুনে চলে।
পথের যেন শেষ না হয়।
শেষ যেন না হয় ভালবাসার।
২৩ শে জুন, ২০১৬ রাত ১২:৫৬
আলভী রহমান শোভন বলেছেন: হুম ! এমনই চলুক।
২| ২৩ শে জুন, ২০১৬ রাত ১২:৫৫
কালনী নদী বলেছেন: অননাত ভালোবাসার কবিতা। অসাধারণ লেগেছে পাঠান্তে।
২৩ শে জুন, ২০১৬ রাত ১২:৫৭
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ২৩ শে জুন, ২০১৬ রাত ৩:৩১
বনলতা-সেন বলেছেন: মধ্যরাতের মিষ্টিকথন।
ভালো লাগলো
২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:০২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি।
৪| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:৫৭
ইমরান আল হাদী বলেছেন: মিষ্টি প্রেমের গল্প......
২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:০৩
আলভী রহমান শোভন বলেছেন:
৫| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৩
কল্লোল পথিক বলেছেন:
কবিতা ভালো লেগেছে।
২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:০৪
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৬| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:০১
বিজন রয় বলেছেন: এটা কি হাতিরঝিলের কোন ফ্লাইওভার?
ভালবাসার স্পর্শ পেলাম কবিতায়।
++++
২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:০৫
আলভী রহমান শোভন বলেছেন: হিহিহি ! না বিজনদা, এইটা মহাখালী ফ্লাইওভার।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৬ রাত ১২:৫১
রায়হানুল এফ রাজ বলেছেন: এমন অনন্ত ভালোবাসা বিরাজ করুক সবার মনে।