নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

২০১৬ সালের সেরা বাংলা মিউজিক ভিডিও

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:১৪

এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নির্মিত হয়েছে অসংখ্য মিউজিক ভিডিও। সেগুলোর মধ্য থেকে সেরা কাজগুলো নিয়ে এবারের আয়োজন।

১) ছিপ নৌকো



প্রিন্স মাহমুদের অসাধারণ লিরিক এবং কম্পোজিশনে ‘ছিপ নৌকো’ গানে কণ্ঠ দিয়েছেন তাহসান এবং কনা। মিউজিক ভিডিওর কাহিনী গড়ে উঠেছে দুই বাড়ির দুই ভাড়াটিয়া ছেলে মেয়ের প্রেম এবং বেকার ছেলেটার জন্য মেয়েটার ডেডিকেশনকে ঘিরে। ভিডিওতে ক্যামেরার কাজটা ছিল অসাধারণ।

২) ইচ্ছে মানুষ



আমজাদ হোসেনের কম্পোজিশন এবং তুষার হাসানের লিরিকে ‘ইচ্ছে মানুষ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা। সুন্দর গানের সাথে ভিডিওটাও ছিল নজরকারার মত। নতুন সংসার শুরু করা এক দম্পতির সারাদিনের বিষয়গুলো উঠে এসেছে ভিডিওতে। নবদম্পতির চরিত্রে ছিলেন ফারহান আহমেদ জোভান এবং সাহলা নাদিয়া। শাহরিয়ার পলকের পরিচালনায় ভিডিওটির শিল্প নির্দেশনাও ভালো ছিল।

৩) জানালার গ্লাস



বাপ্পা মজুমদারের অসাধারণ কণ্ঠে গাওয়া ‘জানালার গ্লাস’ গানের কথা লিখেছেন শাহান কাবন্ধ। ইমরান কবির হিমেলের পরিচালনায় ভিডিওতে অভিনয় করেছেন বাপ্পা মজুমদার নিজেই, সাথে ছিলেন লাক্স তারকা প্রসূন আজাদ। এক হিন্দু দম্পতির মান অভিমান নিয়েই ভিডিওটি। একাধারে শিল্প নির্দেশনা এবং ক্যামেরার কাজ ছিল মনে রাখার মত।

৪) ঝুম



কণ্ঠের পাশাপাশি মিনার রহমানের ‘ঝুম’ গানটির লিরিক এবং সুর শিল্পীর নিজেরই। তানিম রহমান অংশুর পরিচালনায় গানের ভিডিওটি এক বর্ষায় পরিচয় হওয়া ছেলে মেয়ের ভালবাসা এবং চড়াই উৎরাইয়ের পর হ্যাপি এন্ডিং নিয়ে।

৫) রেশমি চুড়ি



প্রিয় চট্টোপাধ্যায়ের মজার লিরিকে ‘রেশমি চুড়ি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা। শিবরাম শর্মার পরিচালনায় ভিডিওতে ছিলেন খোদ কণা। ভিডিওর অসাধারণ শিল্প নির্দেশনা আর পরিচ্ছন্ন ক্যামেরার কাজ তো ছিলই, সেই সাথে ভালো ছিল গানের সাথে কণার নাচের পারফরমেন্স।

৬) ফিরে তো পাবো না



গুঞ্জন রহমানের লিরিকে ‘ফিরে তো পাবো না’ গানে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। আয়েশ উইযেরাৎনির পরিচালনায় গানের মিউজিক ভিডিওতে নারী মডেলের সাথে হৃদয় খান নিজেই অভিনয় করেছেন। অসাধারণ এই গানের ভিদিওর কাহিনী স্ত্রীর মৃত্যু এবং তার পূর্বের প্রেমিকের বিষয় নিয়ে।

৭) এভাবেই চাই



শিল্পী শাওন গানওয়ালার ‘এভাবেই চাই’ গানের লিরিক লিখেছেন আনোয়ার হোসেন আদর। সাজিদ সরকারের সঙ্গীতায়জনে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এত শত ব্রেকআপের মাঝেও যে সত্যি ভালবাসা আসলেই আছে এবং এই প্রজন্ম থেকেও যে বড়দের শেখার অনেক কিছু আছে সেটাই ভিডিওর মূল বিষয়।

৮) তুমি আসবা নাকি



আসিফ ইকবালের লিরিক এবং আহমেদ রাজীবের কম্পোজিশনে ‘তুমি আসবা নাকি’ শিরোনামের সফট মেলোডিয়াস গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা। গানের ভিডিওটির পরিচালনায় ছিলেন তানিম রহমান অংশু। ভিডিওতে অভিনয় করেছেন সুজানা এবং রানা। সুজানাকে ভিন্ন রূপে দেখা গেছে এতে।

৯) আসো মামা হে



শিল্পী প্রীতম হাসান কুদ্দুস বয়াতিকে নিয়ে করলেন ‘আসো মামা হে’ গানটি। মজার এই গানটির লিরিক লিখেছেন শমেশ্বার অলি। লিরিকের সাথে মজার ছিল ভিডিওটিও। ভিডিওর পরিচালনায় ছিলেন তানিম রহমান অংশু।

১০) ময়না



‘ময়না’ শিরোনামের গানটি গেয়েছেন শেখ মোহসিন। লিরিক এবং সুরও করেছেন শিল্পী নিজেই। সফট মেলোডিয়াস ধাঁচের এই গানের মিউজিক ভিডিওতে ছিলেন লাক্স তারকা নীলাঞ্জনা নীলা। গ্রামীণ প্রেক্ষাপটের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সুব্রত সরকার।

১১) অপেক্ষার পর



রবিউল ইসলাম জীবনের লিরিক এবং সাজিদ সরকারের সুরে ‘অপেক্ষার পর’ শিরোনামের মিউজিক ভিডিওতে কণ্ঠ দিয়েছেন শোয়েব এবং পূজা। ফজলে রাব্বির পরিচালনায় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ইফতেখার এবং অন্নেষা। নতুন বিবাহিত দম্পতির জীবন এবং তাদের অদৃশ্যমান ভালোবাসাকে ঘিরেই মিউজিক ভিডিওটির গল্পটি।

১২) পরাণের বন্ধু



কবির বকুলের লিরিক এবং শওকত আলি ইমনের সঙ্গীতায়জনে ‘পরাণের বন্ধু’ গানে কণ্ঠ দিয়েছেন সালমা। গানের সাথে সাথে ভিডিওতে শিল্পী সালমার উপস্থিতিও ছিল নজরকারার মত। ভিডিওটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।

মন্তব্য ৩১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৪

মোঃ মোমেন মিয়া বলেছেন: নাইচ

১৮ ই জুলাই, ২০১৬ রাত ২:০৩

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ২:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: ভাইয়ু একটা জব্বর কাজ করেছ। প্রায় সবগুলোই দেখা, দু একটা নতুন দেখে নেব।
প্রথমটার নায়ককে দেখে আমি তো শেষ হয়ে গিয়েছিলাম, হাহা।

ভালো থেকো ভাইয়ু।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ২:৩২

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি ! :)

এই পোস্ট ছাড়াও সেরা শর্ট ফিল্ম নিয়ে একটা পোস্ট করেছিলাম, ওটাও দেখো। ফিল্মগুলা সুন্দর। Click This Link

তুমিও ভালো থেকো।

৩| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৫

সাদা মনের মানুষ বলেছেন: একটাও দেখি নাই :-B

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩১

আলভী রহমান শোভন বলেছেন: তবে দেখে ফেলুন সময় করে। :)

৪| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৮

সিগনেচার নসিব বলেছেন: দেখে ফেলেছি ভাই !!

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩১

আলভী রহমান শোভন বলেছেন: ওয়াও !! ;) :)

৫| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪২

সাদা মনের মানুষ বলেছেন: দেখা শুরু করলাম :-B

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৬

আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা । :)

৬| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ১ম দুইটা দেখলাম, সতয়িই অনেক ভালো লেগেছে, বাকীগুলোও দেখে নেবো।

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! :)

৭| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: প্রিয় তালিকায়...

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

আলভী রহমান শোভন বলেছেন: ওকে । :)

৮| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০১

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ভিডিও লিংক দিন...

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: ভাইয়া, ইউটিউবে সব পাওয়া যাবে। গানের নামের সাথে শিল্পীর নাম লিখে সার্চ দিন। :)

৯| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২১

শায়মা বলেছেন: এই পোস্ট তো প্রিয়তেই রাখতে হবেই!:)

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:১২

আলভী রহমান শোভন বলেছেন: উফ ! শায়মাপু, তুমি এত্তগুলা জোস । :)

১০| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

গেম চেঞ্জার বলেছেন: ভালো পোস্টু তবে শেষেরটা ছাড়া সবগুলাই দেখা আছে। :)

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৭

আলভী রহমান শোভন বলেছেন: ওয়াও ! :) গেমু ভাইয়ু এমন গান পাগলা সেইটা আগে জানা ছিল না। ;)

১১| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২০

মাদিহা মৌ বলেছেন: রেশমি চুড়ি ভাল্লাগেনাই আমার কাছে। কিছু কিছু দেখা হয়নাই, ওগুলি দেখা শুরু করব। পোস্টে প্লাস।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:২০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি। :)

১২| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ পোষ্ট । +++

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৮

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাইয়ু। :)

১৩| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৮

হাসান মাহবুব বলেছেন: লিংক দেন না কেন ভাই? হ বুঝলাম খুঁজলে পাওয়া যাইবো, কিন্তু কী দরকার এই খাটনিটা করানোর!

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪২

আলভী রহমান শোভন বলেছেন: এইবারের মত একটু কষ্ট কইরা সার্চ দিয়া দেইখা ফেলেন, ভাই। সামনের পোস্টগুলাতে লিংক দিয়া দিমুনে। ;)

১৪| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪০

মহা সমন্বয় বলেছেন: একটু ফাঁকিবাজি করছেন ভিডিও লিংকু দেন নাই। :(
সবগুলোই কমবেশী দেখেছি তয় কোনটা সবচেয়ে বেশী ভালা লাগছে তাহা কওন যাইবো না। :-P

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! ফাঁকিবাজি হইয়া গেছে। ;) তয় এরপর থেকে এই টাইপের পোস্ট দিলে লিংক দিয়া দিমু নে। :)

১৫| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫০

আমি তুমি আমরা বলেছেন: ১,২,৭,৯ আগেই দেখেছি। ভাল লেগেছে।

৩,৫,৬,৮ ভাল লাগেনি।

বাকিগুলো দেখতে হবে।

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩২

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! বাকি ৪টাও দেখে ফেলুন। :)

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৩

কালীদাস বলেছেন: কুদ্দুস বয়াতির পুটু মারত এরচেয়ে, এত কুৎসিত একটা গানে বয়াতিকে রাজি করাল কিভাবে?
কিছু মনে করবেন না, বয়াতিরটা ছাড়া কোনটাই ট্রাই করিনি, করার ইচ্ছাও নেই; এই গানগুলো ঠিক আমার টাইপের না। বয়াতির গান ছোটবেলা থেকেই ভাল লাগত বলে ট্রাই করেছিলাম গরমকালে, মেজাজ খারাপ হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ড দেখেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.