নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ - ঘুরে এলাম নারায়ণগঞ্জ

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫০

বন্ধুর বিয়েতে গিয়েছিলাম নারায়ণগঞ্জ। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর সেলফির ফাঁকে ফাঁকে টুকটাক প্রাকৃতিক ছবিও তোলা হয়েছে। সেখান থেকে বাছাইকৃত কিছু ছবি নিয়ে এই ব্লগ।

১) যাও পাখি বলো হাওয়া ছলছল,
আবছায়া জানালার কাঁচ



২) বেগুনী রঙের প্রতি আমার অন্যরকম দুর্বলতা আছে, তা সে পোশাক হোক কিংবা ফুল



৩) দীঘির জলে কার ছায়া গো....



৪) বাস থেকে নেমে মুক্তিযোদ্ধাদের এই সৃতিস্তম্ভ চোখে পড়লো। শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকাও উল্লেখ আছে এতে।



৫) আধো আলো ছায়াতে



৬) আধো আলো ছায়াতে (২য় পত্র)



৭) একাকী বালক ( সিঙ্গেল বালকটি কিন্তু মিঙ্গেল হবার অপেক্ষায় আছে) ;)



৮) শুন্যতা



৯) শুভ্রতার পবিত্রতায়



১০) শুভ্রতার পবিত্রতায় (২য় পত্র)



১১) আশা



১২) বন্ধুত্ব



১৩) দোল দোল দুলুনি



১৪) এই ভদ্র লোকটি প্রথমে একটু পার্টে ছিলেন। তারপর এক জায়গা থেকে কচি প্যাপিরাস গাছ এনে তার মুখের সামনে ধরতেই সেটা কুটকুট করে খেতে শুরু করলেন। খাঁচার ভেতরে হলেও আমার সাথে তার ভালোই বন্ধুত্ব হল। যাই হোক, এই ছবিটা ব্লগার গেম চেঞ্জার ওরফে গেমু ভাইয়ুকে উৎসর্গ করলাম। এমনিতেও উনার খরগোশ আর বিড়ালকে এত্তগুলা ভালো লাগে। ;)



বিঃ দ্রঃ পোস্টের ফুলগুলো সেই ছেলেবেলা থেকে দেখে আসছি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে একটারও নাম জানি না। কেউ জেনে থাকলে কমেন্টে জানাতে কার্পণ্য করবেন না কিন্তু। :)

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:০৬

অরুনি মায়া অনু বলেছেন: অনেকদিন চার দেয়ালের বাইরে যাইনা, আপনার ভ্রমণ চিত্র দেখে আমারো বেড়াবার ইচ্ছে হল :) |
বেগুনী ফুলটার নাম ওয়াইল্ড পিটুনিয়া বা রুয়েলিয়া,এর পরের দুটি টগর ও রঙ্গন |

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:২০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি ফুলের নামগুলার জন্য। :)

বেগুনী ফুলের নামটা আগে কখনো শুনিনি। তবে টগরের নাম শুনেছি। কিন্তু এটাই যে টগর ফুল তা জানতাম না, যদিও এই ফুলের সাথে আমার সখ্যতা সেই ছোটবেলার (ফুল চোর ছিলাম কিনা ;) )। আর রঙ্গন আমি চিনি কিন্তু সারাজীবন লাল আর কমলা রঙ্গন দেখেছি, সাদা রঙ্গন হয় জানতাম না। আর এটার পাতাও কিন্তু লাল- কমলা রঙ্গনের চেয়ে কিছুটা ভিন্ন।

২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:২৩

গাজী বুরহান বলেছেন: ছবি ব্লগ সব সময়ই ভাল লাগে।


বুঝাই যাচ্ছে ছবি গুলো খুব যত্ন করে তোলা। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৩২

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ছবি ব্লগ থেকে ঘুরে যাবার জন্য। :)

৩| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৯

অসিত কর্মকার সুজন বলেছেন: ভালো লাগলো ছবি গুলো ও তার ক্যাপশন গুলো । আধো আলো ছায়াতে , যাও পাখি বলো হাওয়া ছলছল,
আবছায়া জানালার কাঁচ বেগুনী রঙের প্রতি আমার অন্যরকম দুর্বলতা আছে, তা সে পোশাক হোক কিংবা ফুল দীঘির জলে কার ছায়া গো. এই ছবি গুলো মনে ভালো করে দেবার ক্ষমতা রাখে । হয়তো আপনার কাছেও সব ছবি ভালো লেগেছে । ধন্যবাদ

২৩ শে জুলাই, ২০১৬ রাত ২:০২

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে ব্লগটা পড়ার জন্য। :)

৪| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ২:৪৮

বলেছেন: :) সুন্দর ভাইয়া!

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। :)

৫| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৩:৩২

মহা সমন্বয় বলেছেন: বন্ধুর বিয়ে!! হে হে B-) মজা হয়েছে নিশ্চই? :D
খরগোশের ছবি আহা কি সুন্দর । !:#P

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৭

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! সেই মজা হইছে, ভাইয়ু। :)

৬| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৪

সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি।

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৯

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ সুমনদা। :)

৭| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪০

গেম চেঞ্জার বলেছেন: বিয়েতে মজা কেমুন হইয়াসিলো? ;) আর একাকী ছবির মিংগেল হবার কিসসুই হয় নাই? বিয়ায় যাইয়া? :P


খরগোশের ছবি ডেডিকেট করায় দারুণ প্রীত হইয়াসি! ;) B-)

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৫

আলভী রহমান শোভন বলেছেন: হিহিহি ! বিয়েতে সেই মাপের মজা হইছে।

আর আমার শুধু বিভিন্ন জনের সাথে চোখাচোখি হইছে। ঐ টুকুই, আর কিছু না। ;)

আপনারে প্রীত হইতে দেইখা আমিও পুলকিত হইলাম। :)

৮| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৮

গেম চেঞ্জার বলেছেন: ০ থেকেই কিন্তু গণনা শুরু করতে হয়। B-)

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! আপনি তো এইসব ব্যাপারে চরম অভিজ্ঞ। ;)

৯| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৬

গেম চেঞ্জার বলেছেন: আরেহ!! মোটেও না........। :>

আমি হাবাগোবা মানুষ রে ভাউ!!!!!!! B-))

২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২২

আলভী রহমান শোভন বলেছেন: থাক থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না।

বুঝি বুঝি সবই বুঝি, ছোটবেলায় খাইছি সুজি। ;)

১০| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭

ইন্দ্রনাথ বলেছেন: ভালো পোস্ট প্রতিভাবান! প্রকৃতিকে সময় দেন ।

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:০১

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

১১| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৪

মাদিহা মৌ বলেছেন: বেগুনি আমারো খুব প্রিয়।

ছবির ক্যাপশনগুলি দারুণ হইছে …

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:০২

আলভী রহমান শোভন বলেছেন: ওয়াও !
ধন্যবাদ আপুনি। :)

১২| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:০১

সামু পাগলা০০৭ বলেছেন: ৭) একাকী বালক ( সিঙ্গেল বালকটি কিন্তু মিঙ্গেল হবার অপেক্ষায় আছে) ;)

ও ও তাই নাকি? আমার ভাইয়ুটার জন্যে মেয়ে খুঁজতে হয় তাহলে। ভাবী পাওয়ার অপেক্ষায় তো আমিও আছি! :)

ছবিগুলো ভালো হয়েছে রে, সুন্দর ছবি ব্লগের জন্যে ধন্যবাদ।

যেতে যেতে দোয়া করি আমার ভাইয়ুর অপেক্ষা জলদি ফুরোক, সে অনেক সুখে থাকুক।

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৩

আলভী রহমান শোভন বলেছেন: উফ ! তুমি এত্তগুলা কিউট করে মন্তব্য করো যে মনই ভালো হয়ে যায়।

ধন্যবাদ আপুনি। :)

১৩| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৩০

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছবি ব্লগ, ভালোলাগা জানিয়ে গেলাম

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৮

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.