নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ- Me Before You (যেখানে ভালোবাসা কখনো মরে না)

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৫



রোম্যান্টিক উপন্যাসিক হিসেবে বেশ নাম ডাক জোজো ময়েসের। ২০১২ সালে তারই লেখা উপন্যাস Me Before You কে ২০১৩ সালে চলচ্চিত্রে রূপান্তরের ঘোষণা দেন প্রযোজক মাইকেল ওয়েবার। এ বছরের ২৩ মে মুক্তি পাওয়া ছবিটির পরিচালক ছিলেন থিয়া শারক। পরিচালকের প্রথম ছবি এটি।

১১০ মিনিট ব্যাপ্তি ছবিটির কাহিনী আবর্তিত হয় এক সম্ভ্রান্ত পরিবারের পুত্র উইলিয়াম ট্রেনরকে ঘিরে যে তিন বছর আগে এক সড়ক দুর্ঘটনায় অচল হয়ে পড়ে। আবার এদিকে দুর্ঘটনার জন্য সে মৃত্যুর কাছাকাছি সময়ে চলে আসে। হাতে আছে আর মাত্র ছয় মাস। এদিকে উইলিয়ামের দেখাশোনার জন্য তার মা লুইসা ক্লার্ককে ঠিক করে। এমনিতেও লুইসাকে প্রথম প্রথম সহ্য করতে পারে না উইলিয়াম কারণ তার হাঁটাচলার অক্ষমতার ব্যাপারটা সে পছন্দ করে না, তার উপর কেউ তার সাহায্য করুক এটাও চায় না উইলিয়াম। কিন্তু ধীরে ধীরে লুইসার যত্ন আর পাগলামির প্রেমে পড়ে যায় উইলিয়াম। এ দিকে উইলিয়াম যেহেতু মরণের দিকে ধাবিত হচ্ছে সেহেতু তার মা চায় মৃত্যুটা যেন আনন্দের সাথে হয়। তাই ছেলেকে সুইজারল্যান্ডে পাঠাতে চায় তার মা। কিন্তু উইলিয়াম কিছুতেই রাজী হয় না। ব্যাপারটা কোন ভাবে জেনে যায় লুইসা। আর এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নেয় লুইসা।

অসাধারণ এই ছবিতে উইলিয়াম চরিত্রে অভিনয় করেছেন শ্যাম ক্লাফিন যাকে আমরা হাঙ্গার গেইমস, দি হান্টসম্যান, পাইরেটস অব দি ক্যারাবিয়ানের মত অ্যাকশনধর্মী সিরিজের ছবিতে দেখে অভ্যস্ত। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘লাভ,রোজি’ ছবির পর এটাই শ্যামের দ্বিতীয় রোম্যান্টিক ছবি। লুইসা চরিত্রে অভিনয় করেছেন এমিলিয়া ক্লার্ক যে কিনা সচারচর ভিন্ন ধারার ছবিতে অভিনয় করেন। তাই এক দিক থেকে এমিলিয়ারও এটা প্রথম রোম্যান্টিক ঘরনার ছবি বলতে হবে। উইলিয়ামের চরিত্রে শ্যামের অভিনয় ভালো লেগেছে। একজন পঙ্গুর চরিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে লুইসার চরিত্র ধারণ করা এমিলিয়ার অভিনয়ও নজর কাড়ার মত। তার ছটফটে ব্যবহার, সেই সাথে উইলিয়ামকে ভালোবেসে যত্ন আদ্যির ব্যাপারগুলো অনেক দিন চোখে লেগে থাকবে দর্শকের। এ ছাড়াও অন্যান্য চরিত্রগুলোর অভিনয়ও ছিল দশে দশ পাবার মত।

ছবির আরেকটি উল্লেখ করার মত বিষয় হল আবহ সঙ্গীত। বিশেষ করে এড শ্যারনের ‘ফটোগ্রাফ’ শিরোনামের গানটা অসাধারণ লেগেছে।

২০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি এ পর্যন্ত আয় করেছে প্রায় ১৮৫ মিলিয়ন ডলার।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৯

সুমন কর বলেছেন: রিভিউ এবং কাহিনী ভালো লাগল। সময় মতো দেখে নেবো। ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! ভালো লাগবে আশা করি, সুমনদা। :)

২| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: কাহিনী তো বেশি সুবিধার লাগলো না। টিপিক্যাল। /:)

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:১৩

আলভী রহমান শোভন বলেছেন: পুরা দুনিয়ার সব রোম্যান্টিক ছবিতে কোন না কোন ভাবে কোনটা না কোনটার সাথে মিল পাবেনই। এ আর নতুন কি? ;) তবে ছবির ইমোশনাল ব্যাপারগুলো ভালো ছিল, সেই সাথে অনবদ্য অভিনয়। :)

৩| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

সিগনেচার নসিব বলেছেন: সুন্দর রিভিউ

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৫০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু। :)

৪| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬

জেন রসি বলেছেন: এই টাইপ মুভি দেখতে মাঝেমাঝে ভালোই লাগে। রিভিউর জন্য ধন্যবাদ।


০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:১০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকেও ভাইয়ু। :)

৫| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ভাইজান এটা দেখে ফেলেছি..'মাদার অব ড্রাগন' যেখানে আছে সেখান থেকে কি আমি দূরে থাকতে পারি?

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩

আলভী রহমান শোভন বলেছেন: :)

৬| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আলভী আপনি কি বলতে পারবেন কি করলে 'বিষয় ভিত্তিক ব্লগ' এর 'মুভি রিভিউ'তে আমার কোন লেখা দেখা যাবে? আমি একটা মুভি রিভিউ দিলাম কিন্তু সেটা ওখানে গেল না।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০৯

আলভী রহমান শোভন বলেছেন: এই ব্যাপারগুলো সম্পূর্ণ মডারেশনের উপর নির্ভর করে বোধ হয়। আমার অনেক লেখা যেমন মুভি রিভিউ, ছবি ব্লগ, কবিতা সব সময়ই কিন্তু 'বিষয় ভিত্তিক ব্লগে' স্থান পায় না। আবার অনেক সময় এই লেখাগুলো নির্বাচিত পোস্টে যায় কিন্তু বিষয় ভিত্তিকে যায় না। :)

৭| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: ভাইয়ু!! কাহিনী এমন জায়গায় থামালেন যে লোভ হচ্ছে পরেরটুকু জানার। আচ্ছা আমার মুভিপাগল ভাইটার জ্বালাতনে এই মুভিটাও দেখে ফেলব নাহয়। :)

আমার ভাইয়ুটা অনেক ভালো থাকুক আপুনির এই দোয়া।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:১৮

আলভী রহমান শোভন বলেছেন: আমার কাছে এইটা এই বছরের সেরা হলিউড রোম্যান্টিক মুভি মনে হইছে।

দেখে ফেলো সময় করে, ভালো লাগবে আশা করি।

ভালো থাকো সব সময়, আপুনি। :)

৮| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৬

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: সেদিন খানিকটা দেখেছি(মেয়েটার বাসায় ডিনারের নিমন্ত্রণ পর্যন্ত )। পরে ব্যস্ততায় শেষ করা হয়নি। খালিসি অসাধারণ অভিনয় করেছে। এক কথায় দুর্দান্ত! রিভিউ ভালো হয়েছে। ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩২

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু। :)

৯| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রিভিউ ভালো হয়েছে। ছবিটা দেখার ইচ্ছা আছে। ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩২

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। সময় করে দেখে ফেলুন তবে ছবিটা। :)

১০| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭

মৌমুমু বলেছেন: খুব সুন্দর মুভিটা। যারা রোমান্টিক মুভি পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবেই। যদিও শেষের অংশটা গতানুগতিক। তবুও সুন্দর।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৬

আলভী রহমান শোভন বলেছেন: সহমত প্রকাশ করছি, আপুনি। :)

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

আশিকুর রহমান গালিব বলেছেন: মুভিটা অনেক দিন আগেই ডাউনলোড করে রেখেছিলাম
কিন্তু দেখা হয় নাই
রিভিউটা পড়ে মনে হচ্ছে দেখতেই হবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! দেখে ফেলুন সময় করে। :)

১২| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:১৫

লিওনাডাইস বলেছেন: সুন্দর রিভিউ

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:১১

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

১৩| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩১

আল ইফরান বলেছেন: দেখার পরে মনে হইছে একটা বাংলা সিনেমার হলিউডি ভার্সন দেখলাম।
তবে দুঃখ একটাই রাজ্জাক-শাবানার মত মধুর মিলন হয় না :(( B-))
এড শিরানের গানটা অনেকদিন টপ চার্টে ছিলো যেইটা এই মুভিতে ব্যবহার করছে, গানটারে ভালা পাই :D

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:১২

আলভী রহমান শোভন বলেছেন: ;) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.