নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

টুকটাক ফুডোগ্রাফিঃ পর্ব-০৩ (১০০তম পোস্ট) :) =p~

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৪

আগের পর্বগুলো-

টুকটাক ফুডোগ্রাফি- পর্বঃ ০১

টুকটাক ফুডোগ্রাফি- পর্বঃ ০২

১) পেরি চিকেন প্লাটার উইদ লাইম জুস



২) ফ্রায়েড রাইস উইদ বিফ সিজলিং, সুইট অ্যান্ড সাওয়ার প্রন, চিকেন অনিয়ন



৩) পরিবারের সাথে একদিন ডিনারে; চিকেন, বান, ফ্রেঞ্চ ফ্রাই এবং সফট ড্রিংক



৪) পড়াশোনার ফাঁকে ক্যাডবেরি খাই। গবেষণায় দেখা গেছে, চকলেট লেখাপড়ায় মনোযোগী হতে সাহায্য করে



৫) ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি



৬) হাওয়াইয়ান পিজ্জা



৭) মাসালা দুধ চা



৮) নিজেদের গাছের কমলা



৯) মটরশুঁটি



১০) ওরিও শেক



১১) ক্রাশার চকো পিনাট বোলট



১২) গাজর



১৩) ফ্রায়েড রাইস উইদ চিজি চিকেন, ফিশ অরিগানো, ফ্রেঞ্চ ফ্রাই, কোলস্লো এবং মিনট লেমন জুস



১৪) ওয়াটার মেলন ফ্লেভারের চুইংগাম (চুইংগাম কি খাবার?)



১৫) ক্রিসপি চিকেন চিজ বার্গার (অর্ধেক খাওয়ার পর মনে পড়ছে, আরে ! ছবি তো তোলা হইলো না)



১৬) ফ্রায়েড রাইস উইদ ফ্রায়েড চিকেন



১৭) ডিম মামলেট বানাই



১৮) কুড়মুড়ে পেঁয়াজু; আমি বানাইছি



১৯) শীতকালীন সবজি দিয়ে সালাদ (ক্যাপসিকাম, টমেটো, গাজর আর সেদ্ধ ফুলকপির সাথে অলিভ ওয়েল, লবণ আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে বানাইছি)



২০) এইটার কি নাম দিবো বুঝতেছি না; বাঙ্গি আর খেজুরের সাথে মধু

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: চমৎকার খাবার। ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। :)

২| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯

গেম চেঞ্জার বলেছেন: সেঞ্চুরীর শুভেচ্ছা!! :)

কিছু পার্সেল পাঠাইলে খুশি হইতাম ;)

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৬

আলভী রহমান শোভন বলেছেন: শুভেচ্ছা জানাইছো কিন্তু আমার তো তোমারে ধন্যবাদ দিতে মানা। :(

আর এইগুলা সব খাইয়া সেই কবে হজম হইয়া গেসে, তয় টেনশন নিয়ো না,
কোন একদিন আমার হাতের রান্না করা কিছু খাওয়াইতেও পারি। ;)

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০১

নীলপরি বলেছেন: দারুন পোষ্ট । চকলেট লেখাপড়ায় মনোযোগী হতে সাহায্য করুক বা না করুক আমার প্রিয় ।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৮

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি। :)

চকলেট প্রিয় বলে বেশী বেশী খেয়োনা আবার। ওজন বেড়ে যাবে। ;)

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: এই রাতের বেলা এমন খাবার দেখে পেটটা মোচড় দিয়ে উঠলো :( যাই ফ্রিজ খুলে দেখি পানির বোতল ছাড়া আর কিছু আছে কিনা।

বাই দ্যা ওয়ে, লোভনীয় পোস্ট!

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৯

আলভী রহমান শোভন বলেছেন: আহারে ! সরি ভাইয়ু, খিদে বাড়ায় দেবার জন্য। যাও, ফ্রিজ খুলে কিছু খেয়ে নাও। ;)

থেঙ্কু ! :)

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৬

মিলন হোসেন বলেছেন: ভাই জিভে জল এসে গেল

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৪

আলভী রহমান শোভন বলেছেন: আহারে ! ;)

৬| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: খাওনের ফটোগ্রাফি দেখলে খালি খাইতাম্মুন্চায় :D

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৪

আলভী রহমান শোভন বলেছেন: ;)

৭| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন:
শততম পোষ্টের জন্য শুভেচ্ছা, নেন তরমুজ খান

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৩

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু। :)

৮| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৭

অসিত কর্মকার সুজন বলেছেন: শততম পোস্ট একদম খাবারে স্বয়ংসম্পূর্ণ। লোভনীয় ও সুস্বাদু সব খাবার। আপনি ভালোই ভোজনরসিক বোঝা যায় :)

২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৬

আলভী রহমান শোভন বলেছেন: ;) :)

৯| ২৬ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৪২

সোহানী বলেছেন: আপনিতো দেখি কেএফসি দিয়াই জীবন চালান !!!!!!!!!!!!!

২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭

আলভী রহমান শোভন বলেছেন: কই আপুনি? ২০ টা ছবির মধ্যে মাত্র দুইটা ছবি কেএফসির । :)

১০| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

মানিজার বলেছেন: খালি খাওন আর খাওন!

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

আলভী রহমান শোভন বলেছেন: ;)

১১| ২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:২২

মাদিহা মৌ বলেছেন: ইসসসস … !

কিছু কমু না!

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০

আলভী রহমান শোভন বলেছেন: :)

১২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ক্ষুধা লাগছে এম্নিতেই। তার উপর এইসব।

অত্যাচার।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৯

আলভী রহমান শোভন বলেছেন: আহারে ! ;)

১৩| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৭

বিজন রয় বলেছেন: চমৎকার সব দৃশ্য।
আপনি এত জানেন কি করে?

না জানি খেতে কত টেস্ট!!!

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩

আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা ! ধন্যবাদ বিজনদা। তবে এবারের পর্বের বেশীরভাগ ছবি কিন্তু বাইরের খাবার নিয়ে। আগের পর্বগুলোতে নিজের রান্নার ছবি তুলনামূলক ভাবে বেশী রয়েছে।

শুভেচ্ছা নিবেন। :)

১৪| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩২

মনিরা সুলতানা বলেছেন: ওরে কত্ত কত্ত খাবার রে ...
প্লাসায়িত পোস্ট :)

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৩

আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা ! শেষের কথাটা মজার ছিল আপুনি। :)

১৫| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১০

অগ্নি সারথি বলেছেন: ক্ষুধা লাগায়া দিলেন তো?

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪২

আলভী রহমান শোভন বলেছেন: আহারে ! ;) আপনার রান্নাঘরে যান, না হয় ফ্রিজ খুইলা দেখেন। খাওয়ার কিছু অবশ্যই পাবেন। :)

১৬| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: শততম পোস্টে শুভেচ্ছা । খাবার-দাবারে ভালো লাগা!

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ, ভাইয়ু। :)

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০১

কালীদাস বলেছেন: উলসসস.... :P

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৬

আলভী রহমান শোভন বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.