নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

২০১৬ সালের সেরা বাংলা শর্ট ফিল্মস : পর্ব- ২

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১২

আগের পর্ব- ২০১৬ সালের সেরা বাংলা শর্ট ফিল্মস : পর্ব - ০১



২০১৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নির্মিত সেরা শর্ট ফিল্মস নিয়ে আলোচনার পর এবারের আয়োজন আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত নির্মিত শর্ট ফিল্মস নিয়ে।

১) মায়া – বছরের প্রথমার্ধে ‘মোমেন্টস’ নামের একটি শর্ট ফিল্ম বানিয়ে আলোচনায় আসেন ভিকি জাহিদ। তারই ধারাবাহিকতায় টাইগার মিডিয়ার ব্যানারে নির্মাণ করেন ‘মায়া’ নামের শর্ট ফিল্মটি। একটি শারীরিক প্রতিবন্ধী মেয়ে, তার প্রেম এবং পরিনতিকে ঘিরেই ছবির কাহিনী। ৩৩ মিনিট ব্যাপ্তি ছবিটিতে অভিনয় করেছেন এ সময়ের হার্টথ্রব জোভান এবং নাদিয়া। সুন্দর কাহিনী এবং দৃশ্যায়নের সাথে সাথে অসাধারণ ছিল ছবির গানগুলোও।



২) বখাটে – টাইগার মিডিয়ার ব্যানারে নির্মিত ১৫ মিনিট ব্যাপ্তি ‘বখাটে’ নামের ছবিটি পরিচালনা করেছেন সরোজ দেব। ছবিটির কাহিনীকারও পরিচালক নিজেই। এলাকার এক বখাটের প্রেমকে ঘিরে এগিয়েছে ছবির কাহিনী। অসাধারণ এই ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং মুমতাহিনা টয়া। ‘চলনা সুজন’ শিরোনামের সুন্দর একটি গানও রয়েছে ছবিটিতে।



৩) দেয়াল – মুক্তিযুদ্ধের প্রাক্কালে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছোট্ট এক কাহিনী নিয়ে ২৬ মিনিট ব্যাপ্তি ‘দেয়াল’ ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন ভিকি জাহিদ। গল্প এবং সংলাপের নেপথ্যেও ছিলেন পরিচালক নিজেই। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং সাফা কবির। ছবির সংগীতায়জনও ছিল অসাধারন।



৪) অবিশ্বাস- ভিকি জাহিদের পরিচালনায় ‘অবিশ্বাস’ ছবিটিতে অভিনয় করেছেন স্পর্শীয়া এবং শামীম হাসান সরকার। ৫ মিনিট দৈর্ঘ্যের এ ছবির কাহিনী এক গৃহবধূ এবং তার পরকীয়া নিয়ে।



৫) অপেক্ষা – হতদরিদ্র নামের প্রোডাকশন থেকে নির্মিত ‘অপেক্ষা’ নামের ছবিটি পরিচালনা করেছেন হায়াত মাহমুদ রাহাত। প্রেমিকা ফিরে আসার অপেক্ষায় থাকা এক প্রেমিকের গল্প নিয়ে নির্মিত ৫ মিনিট ব্যাপ্তি ছবিটিতে অভিনয় করেছে অমিত, সোনিয়া, অপূর্ব এবং সিয়াম।



৬) টিল দ্যা এন্ড – আপেল আহমেদের গল্পে ‘টিল দ্যা এন্ড’ ছবিটি পরিচালনা করেছেন পার্থ ফলিয়া। ফিল্ম ষ্ট্রীট প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির কাহিনী একটি প্রেমিক জুটিকে ঘিরে যেখানে দেখা যায় প্রেমিকা তার মানসিক রোগের দরুণ সৃতিশক্তি হারিয়ে ফেলে এবং প্রেমিকটি তাকে আবার নতুন করে প্রেমের টানে ধাবিত করে। ১২ মিনিট ব্যাপ্তি ছবিটিতে অভিনয় করেছেন আপেল আহমেদ এবং আফরোজ রিমু।



৭) হিয়া – ওয়ান্ডার অব দ্যা ফ্রেমের ব্যানারে নির্মিত ‘হিয়া’ শিরোনামের ছবিটি দুটি জুটির তুলনামূলক অবস্থান থেকে তুলে ধরা হয়েছে যাদের মধ্যে একটি হতদরিদ্র এবং আরেকটি উচ্চবিত্ত পরিবারের ভালোবাসার আপেক্ষিক বিষয় তুলে ধরা হয়েছে। ১৭ মিনিট ব্যাপ্তি ছবিটি পরিচালনা করেছেন মাহবুব মোরশেদ রিফাত এবং আবদুল্লাহ আল নোমান।



৮) সিম কার্ড – ফারহান শাহরিয়ার প্রিয়মের পরিচালনায় ‘সিম কার্ড’ ছবির কাহিনী এক প্রেমিক জুটি এবং তাদের ব্রেক আপ নিয়ে। ২০ মিনিট দৈর্ঘ্যের ছবিটি নির্মিত হয়েছে রেড কলার এন্টারটেইনমেন্টের ব্যানার থেকে।



৯) লাভ গেইম – ১৩ মিনিট দৈর্ঘ্যের ‘লাভ গেইম’ ছবিটি পরিচালনা করেছেন শতাব্দী জাহিদ। বিবাহ পরবর্তী জীবনের পরকীয়া এবং প্রেম নিয়ে গেইম খেলা নিয়েই এই ছবির কাহিনী।



১০) আমি – মাহি আল রশিদের পরিচালনায় ‘আমি’ ছবিটির কাহিনী এক কিশোরকে ঘিরে যে কিনা তার পছন্দের মানুষটির সাথে নিজেকে কল্পনা করে। ৮ মিনিট দৈর্ঘ্যের ‘আমি’ পরিচালকের প্রথম ছবি।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: এতোগুলো দেখা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, ৬ নং টিল দ্যা এন্ড দেখলাম, বেশ ভালো।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে। মূলত ফিল্মগুলোর মান অনুযায়ী পোস্টটা সাজিয়েছি আমি। প্রথমদিকেরগুলো দেখলে আরো বেশী ভালো লাগবে আশা করি। :)

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

সাহসী সন্তান বলেছেন: বেশ কয়েকটা দেখেছি! সব গুলোই মোটামুটি ভাল! তবে 'অবিশ্বাস'টা ভাল লাগে নাই! একদম ফালতু একটা কাহিনী বলে মনে হয়েছে! বিশেষ করে সন্দেহের শুরুটা খুবই বাজে!

আপনার উপস্থাপনা ভাল হইছে! শুভ কামনা জানবেন!

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। :)

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইদানীং রাতের বেলা ঘুমানোর আগে বাংলা মুভি দেখা হচ্ছে। আপনার দুই পর্বে দেয়া ছবিগুলো দেখার ইচ্ছে রইল। ধন্যবাদ শেয়ার করার জন্য। ভাল থাকুন সবসময়।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

আলভী রহমান শোভন বলেছেন: সময় করে দেখে নিয়েন তবে, ভালো লাগবে আশা করি। অনেক অনেক শুভেচ্ছা। :)

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

জেন রসি বলেছেন: একটাও দেখা হয়নি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

আলভী রহমান শোভন বলেছেন: সময় করে দেখে ফেলুন তবে। শুভকামনা। :)

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো লেখা। এমন লেখা পড়তে ভালো লাগে।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩০

এডওয়ার্ড মায়া বলেছেন: পোষ্টে অনেক ভাল লাগা শোভন ।
আমি অনেকদিন ধরেই বাংলা শর্ট ফিল্ম খোজছি ।আজ একসাথে অনেক গুলা পেয়ে গেলাম ।
এর মধ্যে ২টা দেখছি ।
আগে পোষ্টে অনেকে বিদেশি শর্ট ফিল্ম এর পোষ্ট দিত ।এইবার প্রথম পূর্ণাজ্ঞ বাংলা শর্ট ফিল্মের লিস্ট পেলাম ।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৮

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আশা করি ছবিগুলো ভালো লাগবে। অনেক অনেক শুভেচ্ছা। :)

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

আবিদা সিদ্দিকী বলেছেন: একটাও দেখা হয়নি। তালিকা পেলাম। এখান থেকে কয়েকটা দেখার ইচ্ছা আছে। ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৯

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! সময় করে দেখে নিবেন। ভালো লাগবে আশা করি। :)

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৭

সায়েদা সোহেলী বলেছেন: দুই তিনটা দেখা , বাকি গুলি দেখতে হবে .।।।

ধন্যবাদ

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৯

আলভী রহমান শোভন বলেছেন: :)

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

বিমূর্ত নীল বলেছেন: মায়া B-))

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

আলভী রহমান শোভন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.