নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের বই রিভিউ পোস্টগুলো-
বই রিভিউ – চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ এবং ‘রেভুলেশন ২০২০’
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ – ০২
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ – ০৩
১) লিটিল উইমেন-
আঠারো দশকের জনপ্রিয় ঔপন্যাসিক লুইসা মে অ্যালকটের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘লিটিল উইমেন’। উপন্যাসটি বই আকারে প্রথম প্রকাশিত হয় ১৮৬৮ সালে।
গল্পের সময়কাল ১৮৬১ থেকে ১৮৬৫ সালের মধ্যে যখন আমেরিকায় সিভিল যুদ্ধ চলছিল। তবে মূলত এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক বছরের কাহিনী নিয়েই উপন্যাসের গল্প এগিয়েছে। মিস্টার মার্চ যিনি পেশায় একজন আর্মি ডাক্তার। সিভিল যুদ্ধের সময়ে কাজের দায়িত্ব পালনে ঠিক বড়দিনের আগেই শহর ছেড়ে কর্মস্থলে যেতে হয় তাকে। অর্থের টানাটানিতে মিস্টার মার্চের মেয়েদেরকে কাজে যেতে হয়। বড় মেয়ে মেগ চারটি শিশুকে পড়িয়ে আয় করে। বৃদ্ধা বড়লোক ফুফুর দেখাশোনা করে সামান্য কিছু আয় করে মেঝো মেয়ে জো। সেঝো মেয়ে বেথ ঘরের কাজে সাহায্য করে। আর পরিবারের ছোট্ট সদস্য অ্যামি স্কুলে পড়ে। পরিবারের অর্থনৈতিক টানাপোড়েন থাকা সত্ত্বেও মার্চ পরিবারের সদস্যরা মানুষকে সাহায্য করতে ভোলে না।
উপন্যাসের মাঝে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট বিষয়গুলো খুব সুচারু ভাবে তুলে ধরা হয়েছে। সেই সাথে লেখক দেখিয়েছেন খুব সামান্য জিনিসের মাঝেও কিভাবে নির্মল আনন্দ খুঁজে পেতে হয়।
অসাধারন এই উপন্যাসটি থেকে একাধিক বার চলচ্চিত্র, টিভি সিরিজ এবং মঞ্চ নাটক নির্মাণ করা হয়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে বইয়ের আবেদন কমেনি এতটুকু।
২) জেন আয়ার –
আঠারো দশকের আরেক জনপ্রিয় ঔপন্যাসিক শার্লট ব্রণটি। তার লেখা ‘জেন আয়ার’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৭ সালে।
উপন্যাসের কাহিনী আবর্তিত হয় দশ বছর বয়সী জেন আয়ারকে ঘিরে। খুব ছোটবেলায় টাইফয়েডে বাবা মাকে হারানোর পর মামা জেনের দেখাশোনার দায়িত্ব নেয়। কিন্তু মামা মারা যাবার পর ছোট্ট জেনের জীবনে আঁধার নেমে আসে। মামী আর মামাতো ভাই বোনের অত্যাচারে জেনের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এক সময় জেনের মামী তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। এরপর আর খোঁজ খবর রাখেনা তার কেউ। অনেক চড়াই উৎরাই পেরিয়ে জেন স্কুলের গণ্ডি পেরোয়। বোর্ডিং স্কুলে শিক্ষকতাও করে দুই বছর। কিন্তু জীবনকে অন্যভাবে উপভোগ করতে চায় জেন। তাই দূরে এক বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেয় জেন। পালিত সেই বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে গিয়েই তার বাবার প্রেমে পড়ে যায় জেন। ঘটনা মোড় নেয় আরেকদিকে।
এক মেয়ের জীবনের চড়াই উৎরাই এবং সংগ্রাম খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। উপন্যাসের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ২০১১ সালে চলচ্চিত্র নির্মাণ করা হয়।
©somewhere in net ltd.