নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৬ সালের ৩০শে সেপ্টেম্বর থেকে বাংলাদেশে এক ঝড় বয়ে চলেছে যা বছরের এই শেষ অব্দি বহমান ছিল। একটা চলচ্চিত্র যে বাংলাদেশে এইভাবে নাড়াচাড়া দিবে তা কল্পনাতীত। কারণ এক ‘বেদের মেয়ে জোছনা’র পর বিগত কয়েক দশকে একটি চলচ্চিত্র নিয়ে বাংলাদেশে এমন মাতামাতি দেখা যায়নি। হ্যাঁ, বলছি ‘আয়নাবাজি’ ছবিটির কথা। আর অসাধারণ এই সৃষ্টির নেপথ্যে যিনি নির্দেশনা দিয়েছেন তিনি অমিতাভ রেজা চৌধুরী।
কীর্তিমান এই মানুষটির জন্ম ১৯৭৬ সালের ১ অক্টোবর। সেই ছেলেবেলা থেকেই অগণিত চলচ্চিত্র দেখার দরুন অমিতাভ স্বপ্ন দেখতে থাকেন যে বড় হয়ে একজন চলচ্চিত্র পরিচালক হবেন। কিন্তু নিতান্ত মধ্যবিত্ত ঘরের সন্তান হওয়ায় এমন স্বপ্ন বাস্তবায়নে পরিবার থেকে উৎসাহ পাননি। এক রকম মায়ের চাপেই ভারতের পুনেতে পাড়ি জমান অর্থনীতিতে পড়ার জন্য। কিন্তু পরবর্তীতে দেশে ফিরে আসেন সাহিত্যের ডিগ্রী নিয়ে। অমিতাভের ধারণা ছিল সাহিত্য নিয়ে পড়লে তার পরিচালক হবার পথ সুগম হবে।
দেশে ফিরে অমিতাভ ১৯৯৯ সালে নির্মাণ করেন ‘হাওয়া ঘর’ নামের একটি টেলিছবি। এরপর একুশে টেলিভিশনের জন্য নির্মাণ করেন ‘বন্ধন’ নামের ধারাবাহিক নাটক যেটা সেই সময়ে ব্যাপক সাড়া পায়। হাওয়া ঘর আর বন্ধনের সাফল্যের পর বিজ্ঞাপন নির্মাণের অফার পান অমিতাভ। বাংলাদেশের বিজ্ঞাপন নির্মাণে এখন পর্যন্ত তিনি অতুলনীয়।
বোন মেহজাবিন রেজাকে নিয়ে গড়ে তুলেছেন হাফ স্টপ ডাউন নামের প্রোডাকশন হাউজ যেখান থেকে বারোটির মত টেলিছবি নির্মাণ করেছেন। তবে এ সব কিছুকে ছাপিয়ে লক্ষ্য ছিল একটাই, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। সেই লক্ষ্যে নির্মাণ করেছেন ‘আয়নাবাজি’। তথাকথিত বাণিজ্যিক ধারার ছবিকে পাশ কাটিয়ে ভিন্ন ধারার ছবিও যে সব শ্রেণীর দর্শক দেখে তার একটি বড় উদাহারন এই ‘আয়নাবাজি’। সগৌরবে এখনো হলে চলছে ছবিটি। দেশের বাইরেও মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। দায়িত্বের পাল্লাটা বেশ ভারী হয়ে গেছে পরিচালকের। সামনে আরও অসাধারণ কাজ দেখার প্রত্যাশায় দর্শক।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩২
আলভী রহমান শোভন বলেছেন: ফিল্ম মেকার হতে হলে যে ডিগ্রী থাকতে হবে এমন কোন কথা নেই, নিজের সৃজনশীলতাই আসল। এটা আমার কথা না, শ্রদ্ধেয় তারেক মাসুদ স্যারের কথা।
আর আয়নাবাজি আপনার মত অনেকেরই ভালো লাগেনি, তবে ভালো না লাগার কারণ হয়তো অধিক জনপ্রিয়তার কারণে কাহিনী ভাইরাল হওয়ায়।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০
কালীদাস বলেছেন: কেয়ামত থেকে কেয়ামত, জয়যাত্রা, ব্যাচেলর, আগুনের পরশমনি, এই মুভিগুলো নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ আয়নাবাজির চেয়ে কোন অংশে কম ছিল না, এবং তখনকার প্রেক্ষাপটে ব্যাপক ব্যাবসাসফলও ছিল।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৭
আলভী রহমান শোভন বলেছেন: ছবিগুলো অবশ্যই ব্যবসা সফল ছিল কিন্তু আয়ের দিক থেকে অবশ্যই আয়নাবাজিকে ছাড়িয়ে যেতে পারেনি। আয়ের দিক থেকে এত দিন এগিয়ে ছিল বেদের মেয়ে জোসনা এবং আমার প্রানের প্রিয়া ছবি দুটি।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৭
খেয়া ঘাট বলেছেন: একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী চাইলেই প্রহরীকে নিজে সেলে বন্দী করে রেখে বের হয়ে আসতে পারে -আসলে গাঁজাখুরির কোনো সীমা নাই
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০
আলভী রহমান শোভন বলেছেন: এটাকে যদি গাঁজাখুরি মনে হয় তবে তো দুনিয়ার ৯৫ ভাগ সিনেমাই গাঁজাখুরির তকমাধারী।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩০
মুন্সি পালোয়ান বলেছেন: টেলিছবি। আর কতো?
২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪
আলভী রহমান শোভন বলেছেন: তবে কি বলতে চাচ্ছেন যে অ্যাকশন, প্রেম, পরিবার নিয়ে যে ছবিগুলো হয় সেগুলোই একমাত্র চলচ্চিত্র?
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এক রকম মায়ের চাপেই ভারতের পুনেতে পাড়ি জমান অর্থনীতিতে পড়ার জন্য। কিন্তু পরবর্তীতে দেশে ফিরে আসেন সাহিত্যের ডিগ্রী নিয়ে।
আসল আয়নাবাজি ত’ এখানেই করছেন!
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১
আলভী রহমান শোভন বলেছেন:
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০
শূণ্য পুরাণ বলেছেন: একটি ছবি দিয়ে এতবড় মূল্যায়ন যথার্থ না, তবে উনি ভবিষ্যতে অারো ভাল করবেন অাশা করি।
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১
আলভী রহমান শোভন বলেছেন:
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩
মোহাম্মদ বাসার বলেছেন: অতটা ডিটেইলস এখনও পড়িনি। সারা রাত জেগে থেকে এখন ঘুমোবো ভাবছি। কিন্তু একটা ব্যাপার ভেবে এই মন্তব্যটা করা। হলিউড বা পশ্চিমা বিশ্বে চলচিত্রকার বা লেখক বা কবিরা যদি শালীন পোষাক, চুল, দাড়ি কিংবা একটু গুছিয়ে চলতে পারেন তাহলে আমাদের দেশের লেখক বা কবি বা নাটুকে মানুষদের ওরকম চলাফেরায় বা বেশভূষায় সমস্যা কোথায়?
২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪২
আলভী রহমান শোভন বলেছেন: আমার মনে হয় এটা একজন মানুষের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমাদের বেশভূষা না দেখে মানুষের কর্ম দেখে বিচার করা উচিত বোধ করি।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
বাকরখানি বলেছেন: এইডারে দেখলেই লুইচ্চা মনে হয়।
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
আলভী রহমান শোভন বলেছেন: বাহ ! আপনি তো সেই। মানুষের মুখ দেখে বলে দিতে পারেন যে কে লুইচ্চা আর কে সাধু।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
শেয়াল বলেছেন: হের মাথায় ঘাপলা আছে । তবে মালমশলাও আছে সৈকারতে হয়
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮
আলভী রহমান শোভন বলেছেন: সব সৃজনশীল মানুষের মাথায়ই হালকা পাতলা ঘাপলা থাকে।
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০
প্রশ্নবোধক (?) বলেছেন: দাড়ি গোফের বাহারে মুখটা দেখাই ভার। তবে তার কাজ ভালই লাগে।
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬
আলভী রহমান শোভন বলেছেন:
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
টারজান০০০০৭ বলেছেন: আমিতো পরথমে চিনতেই পারি নাই ! মনে করছিলাম এইডা বুজি হায়দার বাবা ওরফে হাটা পীরের গদ্দিনশীন পীর সাব! তয় দাড়িগোফের যা বাহার ! বেশি দেরি লাগবোনা মনে হয় !
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৫
আলভী রহমান শোভন বলেছেন: কিসের মধ্যে কি মিলাইতেছেন আপনি বুঝলাম না !
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১
ডার্ক ম্যান বলেছেন: আরো তথ্যবহুল পোস্ট হওয়া উচিত ছিল । মুভি এখনো দেখা হয় নি। তবে সবখানে আয়নাবাজির আড্ডাবাজি চলছে
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩
আলভী রহমান শোভন বলেছেন: সৃজনশীল এই মানুষটি প্রচারবিমুখ হয়েই থাকতে ভালবাসেন।
সময় করে দেখে নিবেন ছবিটা, আশাহত হবেন না।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮
মুন্সি পালোয়ান বলেছেন: এগুলা সিনেমা না, নাটক প্লাস ৪/৫ টা গান। সিনেমাটিক ডায়লগ, কাহিনী এবং অভিনয় নাটক থেকে আলাদা।
২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮
আলভী রহমান শোভন বলেছেন: এই রকম মনোভাব যদি পোষণ করে থাকেন তবে আমি বলবো আপনি চলচ্চিত্রের সংজ্ঞা জানেন না।
১৪| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫০
হয়ত তোমারই জন্য বলেছেন:
হা তিনি যে কত বড় জ্ঞানি তা এই ষ্টাটাস খান দেখলেই বোঝাযায় ৷বালের ষ্টাটাসেও এত লাইক পরে আগে জানতাম না ৷
২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:০০
আলভী রহমান শোভন বলেছেন: উনি যে পেশায় নিয়োজিত সেখানে উনি যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না দেশে। টাই ক্ষোভে এই স্ট্যাটাস দিয়েছেন। আপনার এত খাউজায় ক্যান বুঝলাম না। নিজে যখন এত বড় দেশপ্রেমিক তখন নিজে উরাধুরা কিছু করে সবাইরে দেখায় দেন। মানা করছে কিডা?
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩
জাহিদ অনিক বলেছেন: আমি ভেবেছিলাম আপনি লিখবেন তিনি পুনে ফ্লিম ইনস্টিটিউটের গ্রাজুয়েট ডিগ্রী নিয়েছন !!!
আয়নাবাজির কাহিনী আমার ততটা ভাল লাগে নাই