নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হাতের স্পর্শ আমায় মোহিত করে তোলে,
উদ্বেলিত করে যখন অঙ্গুলি বোলাও আমার ওষ্ঠে,
তোমার ঘন হয়ে আসা উত্তপ্ত প্রশ্বাস আরও কাছে টানে আমায়
ঠিক চুম্বকের মত ।
আলিঙ্গনে এক খণ্ড স্বর্গ পাই আমি
হৃদয়ের স্পন্দন যেন সঙ্গীতের সুরের ন্যায় বেজে ওঠে
শুধু আমারই জন্যে ।
তোমার চুম্বনের প্রতিটি স্তরে স্তরে খুঁজে পাই জীবনের অর্থ
তোমার শরীরের মনহরন করা গন্ধে ডুবে যাই আমি ,
তুমি হয়ে ওঠো এক বুনো বেড়াল ।
হেমন্ত সকালের এক রাশ কুয়াশার মত
তোমার আগমন এবং প্রস্থান ,
ক্ষণস্থায়ী এই কেন্দ্রবিন্দুর মাঝেই আপন করে নিয়েছি ।
হিসাবের খাতায় টুকে নিয়েছি তোমায় ।
২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১
আলভী রহমান শোভন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, আপু।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২
অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার লিখেছেন।
২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫৮
ফাহমিদা বারী বলেছেন: কবিতার ভাষা এবং ছবি দুটোই একটু অন্যরকম।