নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ – লেক অব সিক্রেটস

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০০

আগের বই রিভিউ পোস্টগুলি-
বই রিভিউ – চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ এবং ‘রেভুলেশন ২০২০’
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ – ০২
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ – ০৩
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ- ০৪
সম্প্রতি পড়া তিনটি বইয়ের রিভিউ
মোশতাক আহমেদের তিনটি বইয়ের রিভিউ




বরাবরই রহস্য ঘরানার উপন্যাস লিখে থাকেন লায়েল লিটকে। ২০০২ সালে প্রকাশিত ‘লেক অব সিক্রেটস’ সেরকমই একটি বই। ২০৮ পৃষ্ঠা সম্বলিত বইটির কাহিনী আবর্তিত হয় ১৪ বছর বয়সী কারলিনকে ঘিরে যার জন্মের তিন বছর আগে ভাই হারিয়ে যায়। যদিও সকলের ধারণা তার ভাই মারা গেছে। কিন্তু কারলিনের মায়ের বিশ্বাস তার ছেলে বেঁচে আছে। আর সেই বিশ্বাসের জোরেই কারলিনকে নিয়ে সে হাজির হয় লেক ইসাডোরাতে যেখানে তার ভাইকে শেষ দেখা গিয়েছিল। এদিকে লেক ইসাডোরাতে আসার পর থেকে কারলিনের সাথে একের পর এক ঘটনা ঘটতে থাকে। হঠাৎ হঠাৎ ফ্ল্যাশব্যাকে চলে যায় সে এবং নিজেকে আবিষ্কার করে সে যদিও অতীতের সেই সময়গুলোতে সে কোন ভাবেই উপস্থিত ছিল না। তবে কেন ঘটে এমন? সব রহস্য জানতে পড়তে হবে বইটির শেষ অব্দি। বইটির প্রতিটি পাতায় পাতায় পাঠক মজা পাবেন বলে বিশ্বাস করি। লেখকের লেখনীতে অন্য ধরণের চমক লক্ষণীয়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২২

গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল! তবে সময় কই এইগুলা পড়ার! :||

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৫

আলভী রহমান শোভন বলেছেন: হুম! জানি, অনেক ব্যস্ত থাকো তুমি, গেমু। :(

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০৩

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

মহা সমন্বয় বলেছেন: ওকে তাহলে তো একদিন পড়তেই হয়। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৩

আলভী রহমান শোভন বলেছেন: ওকে পইড়ো, ভাইয়ু।

তুমি হারায় যাও কই হঠাৎ হঠাৎ ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.