নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ – Wonder Woman (অ্যাকশনে ভরপুর নারীকেন্দ্রিক অসাধারণ এক মুভি)

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:১০



নারী ‘সুপার ওম্যান’ কেন্দ্রিক ছবি হলিউডে খুব কম হয়। হয়তো দর্শক পুরুষ সুপার হিরো দেখতে অভ্যস্ত বলে নারী কেন্দ্রিক ছবি নির্মাণে সাহস পায় না পরিচালক। তবে সুপার ওম্যান ঘরানার ছবিও যে দর্শকপ্রিয়তা পেতে পারে তার জলজ্যান্ত প্রমাণ গত ২ জুনে মুক্তি পাওয়া Wonder Woman ছবিটি।

বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাসটার সিনেমাসে থ্রিডিতে উপভোগ করতে পারবেন ছবিটি। ১২৫ মিনিট ব্যাপ্তি ছবিটির পরিচালকও একজন নারী। প্যাটি জেঙ্কিন্স পরিচালিত ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গ্যাল গ্যাডট। এর আগে গত বছর মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ সিনেমায় দেখা গেছে তার ওয়ান্ডার উইম্যানের অল্প স্বল্প ঝলক। তবে Wonder Woman ছবিটিতে মিস গ্যাডটের চরিত্রকে পরিপূর্ণ ভাবে প্রকাশ করা হয়েছে।

ওয়ান্ডার উইম্যান ছবির কাহিনী আবর্তিত হয় থেমিস্কিরা দ্বীপে বসবাসকারী অ্যামাজন সম্প্রদায়কে নিয়ে যেখানে শুধু নারীদের বসবাস। দেবতা জিউসের আশীর্বাদে সেখানে নারীদের গর্ভে শুধুমাত্র কন্যা শিশুর জন্ম হয়। দ্বীপের প্রিন্সেস ডায়ানা। তার মা কখনো চায়নি যে তার মেয়ে যুদ্ধ করে। কিন্তু ভেতরের যোদ্ধা মন কখনো দমিয়ে রাখতে পারেনি তাকে। বড় হবার সাথে সাথে যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে সে। আর যুদ্ধবিদ্যায় পারদর্শী হবার লক্ষ্য একটাই। যুদ্ধের দেবতা এরিসকে পরাজিত করা। পুত্র এরিস পিতা জিউসের সাথে যুদ্ধে পরাজিত হয়ে আবার যুদ্ধ ঘোষণা দেয়। এরিসকে পরাজিত করার উদ্দেশ্যে জিউস অ্যামাজন সম্প্রদায়কে প্রতিষ্ঠা করেন এবং বার্তা দিয়ে যান যে এরিসকে পরাজিত করবে একজন অ্যামাজনিয়ান। সেই অ্যামাজনিয়ান আর কেউ নন, স্বয়ং ডায়ানা। পৃথিবীর সকল মানুষ থেকে দূরে সেই বিচ্ছিন্ন দ্বীপে একদিন ঢুকে পড়ে মানুষ। আর তার থেকেই ডায়ানা শুনতে পায় পৃথিবীর যুদ্ধ বিগ্রহ আর নিষ্পাপ মানুষের মৃত্যুর খবর। পৃথিবীর মানুষগুলোকে রক্ষা করতেই থেমিস্কিরা দ্বীপ থেকে বেরিয়ে পড়ে ডায়ানা। কিন্তু মানুষকে রক্ষা করতে গিয়ে যে কি চমক অপেক্ষা করে তার জন্য তা হয়তো ডায়ানা নিজেও আঁচ করতে পারেনি।

ছবিতে অভিনয়ের কথা বললে বলতে হয় সবাই মন প্রাণ ঢেলে অভিনয় করেছেন। ডায়ানা চরিত্রে অভিনয় করা গ্যাল গ্যাডটের অভিনয় ছিল নজরকারার মত। অবশ্য চরিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। ২০০৪ সালে মিস ইসরায়েল হয়ে মিস ইউনিভার্সে অংশগ্রহণকারী গ্যাডটকে নিয়ে অনেকে সন্দিহান ছিল চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন কিনা। কিন্তু ২০ বছর বয়সেই সামরিক বাহিনীতে যোগ দেওয়া এই অভিনেত্রী প্রতিটি দৃশ্যে নিজের মুনশিয়ানা যথাযথ ভাবে ফুটিয়ে তুলেছেন। ছবিতে স্টিভ ট্রেভরের চরিত্রে অভিনয় করা ক্রিস পাইন সহ রবিন রাইট, ড্যানি হাস্টন প্রমুখ সকলের অভিনয় ছিল মনে গেঁথে থাকার মত।

ছবির শিল্প নির্দেশনা, পোশাক – সাজসজ্জা, অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে একটা পারফেক্ট কম্বো।

সর্বোপরি বলতেই হয় Wonder Woman একটি মাস্ট ওয়াচ এবং পয়সা উসুল ছবি।

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:২৩

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

আসলেই দেখার মতো।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:২৪

আলভী রহমান শোভন বলেছেন: এইতো বিজন দা ! ভালো আছি। আপনার কি অবস্থা?

সময় সুযোগ করে হলে গিয়ে দেখে আসেন তাহলে। :)

২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০৪

ধ্রুবক আলো বলেছেন: এখনও দেখিনাই

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০৬

আলভী রহমান শোভন বলেছেন: সময় করে হলে গিয়ে দেখে আসুন তবে। :)

৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: দেখা হয়নি এখনো । দেখার ইচ্ছে হচ্ছে। আপনার রিভিউ ভাল লেগেছে ।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:০৩

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। সময় করে তবে দেখে আসুন ছবিটি। :)

৪| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৩২

সমাজের থেকে আলাদা বলেছেন: প্রসঙ্গের বাইরে যাওয়ার জন্য দুঃখিত।
আচ্ছা, আপনি কি জানেন Gal Gadot আসলে ইহুদী? তিনি বেশ কিছুদিন ইসরায়েল সেনাবাহিনীতে কাজও করেছেন।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:১১

আলভী রহমান শোভন বলেছেন: জী ! গ্যাল গ্যাডট ইহুদি। ২ বছর সেনাবাহিনীতে থাকার পর তিনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। প্রথম বর্ষ শেষ করার পরপরই প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ পান।

৫| ০৫ ই জুন, ২০১৭ রাত ১২:০৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: মুভিটা দেখার প্রচন্ড ইচ্ছে আছে। প্রথম কয়েকটা ট্রেলার দেখে আগ্রহ জাগেনি। কিন্তু ফাইনাল ট্রেলারে রোম দাঁড়িয়ে গেছে!

০৫ ই জুন, ২০১৭ রাত ১২:১৬

আলভী রহমান শোভন বলেছেন: সময় করে দেখে ফেলুন তবে ছবিটি। :)

৬| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৭

অপু তানভীর বলেছেন: সুপার হিরো মুভি আমি একটাও বাদ দেই না । এটাও দেখার অপেক্ষাতে রয়েছি কিন্তু এখনও কোথাওখুজে পাচ্ছি না । দেখা যাক হাতে আসলেই দেখে ফেলবো ।

রিভিউতে প্লাস !

০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

আলভী রহমান শোভন বলেছেন: নতুন ছবি, তাই হয়তো কোথাও নেই। তবে আমি সাজেশন দিবো ছবিটি হলে গিয়ে দেখতে। অনেক মজা পাবেন। :)

৭| ০৬ ই জুন, ২০১৭ ভোর ৪:২২

প্রবাসী পাঠক বলেছেন: ভালো প্রিন্টের অপেক্ষায় আছি।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! ভালো প্রিন্ট পেলে সময় করে দেখে নিয়েন। প্রবাসে আছেন বলে পিসিতে দেখতে বলছি। তা না হলে দেশে থাকলে হলে গিয়ে দেখার সাজেশন দিতাম। ভালো থাকবেন। :)

৮| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১১:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: রিভিউ ভালো লাগল ভাইয়ু! তবে দেখব কিনা জানিনা। এসব মার মার কাট কাট হলিউড মুভি কেমন যেন বোরিং লাগে। খুব মন দিয়ে না দেখলে জটিল কাহিনী বোঝা যায় না। যদি ছবি দেখতে দেখতে ১৫ মিনিটের ঝিমুনি আসে বা কোন কারণে উঠতে হয়, তবে আর ধরতে পারিনা সেখান থেকে। ধ্যাত, মুভি দেখব রিল্যাক্সড ওয়েতে। পড়া বোঝার মতো কঠিন এসব মুভি! :)

তবে তোমার সরল ভাষায় লেখা রিভিউতে ফেমাস মুভিগুলোর অনেককিছু বুঝতে পারি। এজন্যে থ্যান্কস।
আমার সকল শুভকামনা, দোয়া রইল।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৯

আলভী রহমান শোভন বলেছেন: আরেহ আপুনি ! তুমি তো দেখছি আমার ধাঁচের। আমারও অ্যাকশন টাইপ মুভি খুব বেশী ভালো লাগে না। এই মুভিটা বন্ধুদের সাথে হঠাৎ করেই হলে গিয়ে দেখা হয়ে গেছে। তবে মুভিটা ভালো লেগেছে অনেক। তাই তো রিভিউ দিলাম।

সময় করে দেখে ফেলো। ভালো লাগবে আশা করি।

তোমার জন্যও শুভকামনা। ভালো থেকো। :)

৯| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১:১৭

আষাঢ়ের কাব্য বলেছেন: don't see that movie or support her,she supports Israeli military's killing over the innocent of palestains. The boycott should be about her supporting and having served an army which kills thousands of innocent people including children. This alone should be reason enough not to watch this movie.

১০| ০৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৮

মুরাদ সরকার বলেছেন: এরকম আরও মুভি সাজেস্ট করেন ভাই।

১১| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২৮

জুন বলেছেন: গত রাতে দেখলাম সিনেপ্লেক্সে। প্রথম দিকে একটু বোর লাগলেও পরবর্তীতে তা পুষিয়ে গেছে নায়িকার একশনে ।
ভালোলেগেছে আলভী রহমান শোভন ।
আপনার রিভিউ যথাযথ হয়েছে ।
+

০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি আমার ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। :)

১২| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬

রক বেনন বলেছেন: এই সব মুভি দেখে মজা থ্রিডি তে। কিন্তু দুঃখের বিষয়, ঢাকা ছাড়া আর কোথাও থ্রিডি মুভি থিয়েটার নেই।

একটা প্রশ্ন, এই নায়িকা কি X-Men Apocalypse এ ছিল??

০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৯

আলভী রহমান শোভন বলেছেন: না ভাইয়া X-Men Apocalypse মুভিতে এই নায়িকা ছিল না।

১৩| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৫

গেম চেঞ্জার বলেছেন: কিছুদিন সময় আছে! মুভি টুভি দেখছি! তোমার এটাও দেখব। :)

০৯ ই জুন, ২০১৭ রাত ১:০৩

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! সময় করে দেখে ফেলো। ভালো লাগবে। :)

১৪| ১০ ই জুন, ২০১৭ রাত ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: অতীব গুরুত্বপূর্ণ পোস্ট। ইহা আরও সপ্তাহখানেক ঝুলিয়ে রাখা উচিৎ । :P

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: আমি কিছু জানি না, সব মডুর দোষ। ;)

১৫| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৮

সাহেদ সালমান বলেছেন: হিন্দী ডাবের অপেক্ষায় আছি......কারো কাছে লিংক থাকলে দিবেন[email protected]

১৬| ১৫ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৪৫

বজ্রকুমার বলেছেন: মুভিটি দেখবো কি না দেখবো দোটানায় ছিলাম তবে আপনার রিভিউ পড়ে মুভিটি দেখেই ফেললাম। সত্যিই অসাধারণ লেগেছে মুভিটি আশা করা যায় নারী কেন্দ্রিক এই মুভিটির সবার কাছেই ভালো লাগবে।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫০

আলভী রহমান শোভন বলেছেন: বাহ !

মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

১৭| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০২

রিফাত হোসেন বলেছেন: সাহেদ সালমান বলেছেন: হিন্দী ডাবের অপেক্ষায় আছি......কারো কাছে লিংক থাকলে দিবেন[email protected]
???

:(

১৮| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৪

রিফাত হোসেন বলেছেন: গত সপ্তাহে দেখলাম, ভালই লাগল।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:১২

আলভী রহমান শোভন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.