নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

ইফতারে ভিন্ন স্বাদের তিন পানীয় – ০২

২২ শে জুন, ২০১৭ রাত ১:০১

১) স্ট্রবেরি স্মুদি



উপকরণ – তাজা স্ট্রবেরি কুঁচি ১ কাপ ( তাজা স্ট্রবেরি না পেলে স্ট্রবেরি জুস অথবা জেলি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ২ কাপ জুস এবং জেলির ক্ষেত্রে ১ টেবিল চামচ জেলি ব্যবহার করতে হবে), দুধ আধা কাপ, দই আধা কাপ, চিনি ১ টেবিল চামচ, বরফ।

প্রণালি: সকল উপকরণ এক সাথে ব্লেন্ডারে ব্লেনড করে পরিবেশন করুন স্ট্রবেরি স্মুদি।

২) চকলেট মিল্ক শেক



উপকরণ – দুধ ১ কাপ, চকলেট ফ্লেভারড আইসক্রিম ১ কাপ, কোকো পাউডার ১ টেবিল চামচ, চকলেট সিরাপ ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, বরফকুচি

প্রণালি: সকল উপকরণ এক সাথে ব্লেন্ডারে ব্লেনড করে পরিবেশন করুন মজাদার চকলেট মিল্ক শেক।

৩) ম্যাঙ্গো লাচ্ছি



উপকরণ – দই ২ কাপ, পাকা আম কুঁচি ২ কাপ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি, বরফ।

প্রণালি: সকল উপকরণ এক সাথে ব্লেন্ডারে ব্লেনড করলেই হয়ে যাবে ভিন্ন স্বাদের মজাদার মাঙ্গো লাচ্ছি।

আগের পর্বগুলো -
ইফতারে ভিন্ন স্বাদের তিন পানীয় - ০১
ইফতারে ভিন্ন স্বাদের নিরীক্ষাধর্মী তিন রেসিপি - ০১
ইফতারে ভিন্ন স্বাদের নিরীক্ষাধর্মী তিন রেসিপি - ০২
ইফতারে ভিন্ন স্বাদের নিরীক্ষাধর্মী তিন রেসিপি - ০৩

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৭ রাত ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: প্ররাণডা ভরে গেলে !!!

২২ শে জুন, ২০১৭ রাত ১:১৯

আলভী রহমান শোভন বলেছেন: উরি বাবা ! ;)

২| ২২ শে জুন, ২০১৭ রাত ১:১০

গেম চেঞ্জার বলেছেন: ঠান্ডা!! সুখ! লাইফ!! আহাঃ আহাঃ :)

২২ শে জুন, ২০১৭ রাত ১:২০

আলভী রহমান শোভন বলেছেন: প্রতিটা শব্দের সাথে হ্যাশ ট্যাগ হপে ! ;)

৩| ২২ শে জুন, ২০১৭ রাত ২:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: আম আর স্ট্রবেরিরটা করা হয় প্রায়ই।

২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৫

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ ! :)

৪| ২২ শে জুন, ২০১৭ রাত ৩:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: বুঝলে ভাইয়ু, আমার ভাবী যেই হোক না কেন অনেক লাকি হবে। এমন রান্না জানা হাসব্যান্ড কোন মেয়ে না চায়? তার খাটনি কত কমে যাবে! ;) :D

সুন্দর সব রান্না বিষয়ক পোস্ট শেয়ারে তোমাকে আন্তরিক ধন্যবাদ।
ভালো থেকো।

২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৭

আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা ! তা একটু লাকি হবে। ;) আমরা বউ জামাই মিলে এক সাথে রান্নাবান্না করবো। বাচ্চাদের ভিন্ন ভিন্ন ধরণের রান্না করে খাওয়াবো। মজা হবে। আর তুমি দেশে আসলে তোমাকেও দাওয়াত দিয়ে খাওয়াবো।

তোমাকেও ধন্যবাদ আমার পোস্টে ঘুরে যাবার জন্য। অনেক অনেক ভালো থেকো তুমিও, আপুনি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.