নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের ছুটিতে খুলনায় আসা হয়েছে পরিবারের সাথে ঈদ করার জন্য। টুকটাক এদিক সেদিক ঘোরাঘুরি করতে গিয়ে সহব্লগার অসিত কর্মকার সুজন এবং আমি তুলে ফেলেছি অনেক ছবি। পরে ছবিগুলো দেখতে দেখতেই আবিষ্কার করলাম নিজেদের অজান্তেই ভিন্ন রূপের আকাশের ছবি অনেক তুলে ফেলেছি আমরা। সামুতে তাই ছবিগুলো পোস্ট করার লোভ সামলাতে পারলাম না।
আকাশ এত মেঘলা, যেও নাতো একলা
এই মেঘলা দিনে একলা, ঘরে থাকেনা তো মন
খরবায়ু বয় বেগে চারদিক ছায় মেঘে
সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই
ভানু সে বসিল পাটে
আধো আলো ছায়াতে
সীমানা পেরিয়ে
স্নিগ্ধসজল মেঘজ্জল দিবসে বিবশ প্রহর অচল অলস
দূর আকাশে পেজা তুলা
০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৫৫
আলভী রহমান শোভন বলেছেন: আরও ছবি ছিল, ভাইয়া। কিন্তু সেগুলো পোস্টে দেওয়ার মত ততটা মানসম্পন্ন ছিল না। তাই আর দেওয়া হয়নি।
২| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:১৭
বনসাই বলেছেন: আহ! কতদিন খুলনা যাওয়া হয় না।
ছবিগুলো ভালো হয়েছে।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৫৯
আলভী রহমান শোভন বলেছেন: আপনি খুলনার ? বাহ বাহ ! অনেক ধন্যবাদ ছবি ব্লগ থেকে ঘুরে যাবার জন্য।
৩| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৫৪
আহমেদ জী এস বলেছেন: আলভী রহমান শোভন ,
এই লভিনু সঙ্গ তব
সুন্দর হে সুন্দর...
০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:০১
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু ছবি ব্লগ থেকে ঘুরে যাবার জন্য।
৪| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৪৭
অসিত কর্মকার সুজন বলেছেন: আসলে এবারের ঈদের সময় আকাশ মনে হয় একটু বেশী রকম সুন্দর ছিলো ।- আলভী রহমান শোভন তুমি সহ ঈদ ও ঈদ পরবর্তী কদিন খুলনা শহর না ঘুরলে এতো সুন্দর আকাশ দেখা ও ছবি তোলা হতো না । আর একটু বেশী ধন্যবাদ ছবিগুলোকে সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করার জন্যে । আশা রাখি আবারো কিছু সুন্দর সুন্দর ছবি তোলা হবে অন্য কোন বিষয় নিয়ে ।
০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:০৪
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ অসিতদা হঠাৎ করে খুলনা ঘুরে যাবার জন্য। এবারের ঈদটা আপনার জন্যই বিশেষ হয়ে রইলো আমার কাছে। হুম ! আবারো এমন দ্বৈত পোস্ট হবে আমাদের অন্য কোন বিষয় নিয়ে।
৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! দারুণ ছবি ব্লগ । খুব সুন্দর !!
০২ রা জুলাই, ২০১৭ রাত ২:৪৭
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়াজী !
৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৩:১৩
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবিগুলো.....++
০২ রা জুলাই, ২০১৭ রাত ৩:৩৭
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু।
৭| ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:১০
রক বেনন বলেছেন: মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে!! অনেক সুন্দর হয়েছে ছবিগুলো!! +++++
০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ছবি ব্লগ থেকে ঘুরে যাবার জন্য।
৮| ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬
ক্লে ডল বলেছেন: ভাল লাগল। মেঘেদের ছবি।
০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:০৩
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:১৩
ডার্ক ম্যান বলেছেন: তোমাদের দুই জনের ছবি থাকলে আরও ভাল লাগত