নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

একজন খানকির উপাখ্যান

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:২৯



খানকি আমি সেদিনই হয়ে গিয়েছিলাম
যেদিন এক নিকটাত্মীয় আদরের নামে
আমার যৌনাঙ্গে হাত বুলিয়েছিল ।

খানকি আমি তখনই হলাম
যখন বাড়িওয়ালা চাচার ছেলে
মুখ চেপে ধরে আমায় ধর্ষণ করলো।

আবার আমি খানকি হলাম
যবে প্রেমিক নিশি যাপন করে
আমায় ছেড়ে চলে গেল।

আজও আমি খানকি,
যখন ঠোঁটে আমার শোভা পায়
টকটকে লাল লিপস্টিক।

ল্যাম্পপোস্টের নীচে গভীর রাতে খদ্দেরের জন্য
না দাঁড়ানো সত্ত্বেও খানকি আমি,
অফিস শেষে রাত করে বাড়ি ফিরি বলে।

লোকে আমায় খানকি বলে,
আমার একাধিক প্রেমিক ছিল
কিংবা তাদের পুরুষাঙ্গ চুষতাম বলে।

সহসা হাওয়ায় ওড়না উড়ে
যখন স্তনযুগল স্পষ্ট হয়ে ওঠে
তখন আমি খানকি হয়ে যাই।

যখন ফোনে আমায় ব্যস্ত পায়
প্রিয়জনের কাছে তখন আমি
খানকি উপাধি পাই।

যখন কোন পরিচিত পুরুষের সাথে
হলে সিনেমা দেখি তখন আমি
খানকি হই হল আঁধার থাকে বলে।

এই সমাজে আমি খানকি
কারণ ফেসবুকে আমি
চ্যাট করি অপরিচিত পুরুষের সাথে।

এভাবেই চলছে জীবন,
একজন খানকির জীবন।
সহস্র খানকির জীবন।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:



অশালীন ভাষার লোকদের মুখে থুঃথুঃ দিলেন ভায়া!

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:৪২

আলভী রহমান শোভন বলেছেন: দুর্ভাগ্য হলেও সত্যি যে সেই লোকদের দৃষ্টিভঙ্গি কিন্তু এমনই হয়। :(

২| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:



এই অশালীন ভাষার লোকদের অশালীন ভাষায় গালি দিতে ইচ্ছে করে কিন্তু নিজের বিবেকের কাছে থেমে যাই। অশালীন ভাষা ইউজ করলে তার সাথে আমাদের পার্থক্য কি?

এই নরকের পশু কখনোই বদলায় না। এদের আত্মনাশ হোক!

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:৫০

আলভী রহমান শোভন বলেছেন: সহমত। ভালো থাকবেন।

৩| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:১৫

কানিজ রিনা বলেছেন: নেশাখোরের ভাষা আরকি।

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:১৫

আলভী রহমান শোভন বলেছেন: ঠিক বলেছেন, আপু।

৪| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতাটিতে সত্য কথাগুলোই বলে গেছেন সাহস করে। এর জন্য তো কৃতজ্ঞতা জানাতেই হয়।

আসলে সমাজ এমন অবস্থানে গেছে, মেয়েদের ঘর থেকে বের হলেই কোনো কোনো উপাদি দিয়েই দেয় কিছু অশুভ মনের মানুষ। সঙ্গে কিছুটা ধর্ম লেপে দেয় শব্দগুলো জায়েজ করার জন্য! দেখা যায় তারা বেশিরভাগ পশু মনের অধিকারী, এরা সুযোগ খুঁজে নিজের বোনের থেকেও!!

সঙ্গে তিন লাইন গালি লাগিয়ে দিতেন আরো বেশি খুশি হতাম।

শুভকামনা জানবেন ভাই

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:২১

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর গোছানো মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

আমি কিন্তু আপনার কবিতারও ভক্ত।

ভালো থাকবেন।

৫| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রীত হলাম ভাই প্রতিউত্তরে। কৃতজ্ঞতা জানাতে আসতেই হল। ভালোবাসা জানবেন সবসময়।

আপনাদের আন্তরিক উৎসহই আমাকে প্রেরণা যোগায়, অনুপ্রাণিত করে ভাই।
প্রেরণা হয়ে থাকবেন।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: আরও সুন্দর সুন্দর কবিতা উপহার দিবেন সেই প্রত্যাশা করি। :)

৬| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ২:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কথা লিখেছেন ।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৯:৫১

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। :)

৭| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ২:৪৮

শৈবাল আহম্মেদ বলেছেন: খানকি হলে অসুভিদা কোথায় ! কথাটা খারাপ ভাবে না নিয়ে ভালভাবে নিলেতো কোন অসুভিদা দেখছিনা। কেউ যদি সত্যিই খানকি হয়ে অর্থ আয় করে তাহলে তার স্বাধীনতায় বাধা দেওয়ার কি আছে। সেতো কাউকে ধোকা দিয়ে মাল বিক্রি করছেনা বা কেউ কাউকে ধর্ষন করছেনা। সে তার শরীরকে স্পষ্টভাবে দেখিয়ে বেচাকেনা করছে। এজন্য সে নিজেও উপকৃত হল অন্য দুপাচ জনকেও উপকৃত করল। বহু নারী পুরুশ গোপনে মেলামেসা করে আসছে তাহলে শুধু নারীকেই খানকি উপাধী দিয়ে ছোট করাটা যুক্তিহীন হবে।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৯:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: আপনি কবিতাটি ঠিক ভাবে পড়েননি এবং এর মর্মার্থ উপলব্ধি করতে পারেন নি যেটা অন্যান্য সহব্লগাররা করেছেন এবং সেই অনুযায়ী মন্তব্য করেছেন।

কবিতায় আমি বেশ্যাবৃত্তির সম্পর্কে বলিনি, বরং বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারীদের প্রতি মানুষের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সেটাই তুলে ধরেছি।

৮| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: কবিতাটিতে কবি পুরুষের দৃষ্টিভঙ্গি নিয়ে যেটা বোঝাতে চেয়েছেন, তার সাথে আমি একমত।

কিন্তু কবিতার উপরের দুটি ঘটনা ব্যাতিত অন্যান্য ঘটনার জন্য কি মেয়েরা দায়ী নয়?

শুধু দৃষ্টিভঙ্গি কে দোষ দিয়ে তো আমরা পার পেয়ে যেতে পারি না।

কবিতার জন্য ধন্যবাদ

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৫৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য।

উপরের দুটি কারণ ছাড়া বাকিগুলোর জন্য মেয়েরা দায়ী এটা মানতে পারলাম না, ভাই। যেমন ধরুন, মেয়েটি অফিসের মিটিং শেষ করে রাস্তার জ্যামের জন্য রাত করে বাড়ি ফিরল কিন্তু পাশের ফ্ল্যাটের সদস্যরা কিন্তু কিছু না জেনেই তাকে দুশ্চরিত্রার ট্যাগ লাগিয়ে দিল।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

আজিজুর রহমান দুলাল বলেছেন: সমাজের চিত্র বোঝাতে চেয়েছেন ভালো কথা, কিন্তু ভাষা আরো সংযত হতে পারতো।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৩১

আলভী রহমান শোভন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভবিষ্যতে বিষয়টি খেয়াল রাখবো। :)

১০| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ ভাষাটা আরেকটু শালীন হওয়া উচিত ছিল ভাইয়া :(

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:০০

আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা আপু। পরবর্তীতে খেয়াল রাখবো বিষয়টা।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

পরিব্রাজক২০১৫ বলেছেন: খানকি কি বাংলা শব্দ ? খান কি শব্দের মানে কি? বারবনিতা কথাটা ব্যবহার করলে কবিতা সাহিত্য পাওয়া যেতো। খান কি?
আপনি কিরান ?? এমন বুঝায় মনে হচ্ছে ।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৩০

আলভী রহমান শোভন বলেছেন: সচারচর কিন্তু মেয়েদের চরিত্র নিয়ে বলতে গেলে অনেকেই শব্দটি ব্যবহার করে। তবে খানকি শব্দ ব্যবহারে যে কবিতা সাহিত্যে ব্যাঘাত ঘটে তা আমি মনে করি না। কবি নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক কিংবা শামসুর রাহমানের কবিতাগুলো পড়ে দেখবেন। তারা খানকি, বেশ্যা, ছিনাল, মাগী এই শব্দগুলো কবিতার বিষয় এবং তাৎপর্যের স্বার্থে ব্যবহার করেছেন। তাতে কি তাদের কবিতার গুণে ভাটা পড়েছে?

১২| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেম মনে, কাম গোপনে
দর্শনে শিহরন,ধর্ষনে সুখ
না পাওয়ায় বেদনায়
হস্তমৈথুন নিঃস্বর্গীয় সুখ
আর পারি না গুরু সেই শৈশব
থেকে শুরু .........
;)
হা, হা, হা, এমন ভাষায় না লিখলেও পারতেন !

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৫২

আলভী রহমান শোভন বলেছেন: ওকে :)

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২০

টারজান০০০০৭ বলেছেন: কায়কাউসের পোলা -৩

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৯

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর ক্রিয়েটিভ মন্তব্য। এইভাবে কিছু কিছু ব্লগার অন্যকে নিচু করতে গিয়ে তাদের নিজেদের বংশের পরিচয় দেয়।

১৪| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

টারজান০০০০৭ বলেছেন: প্রত্যেক লেখনী , লেখকের মনন কে প্রকাশ করে ! বিষয় যাহাই থাকুক , আপনার ভাষাই আপনার বংশ পরিচয় নির্দেশ করিতেছে ! যাহা হউক , আপনাকে অভিনন্দন ! প্রথম আলু পুরস্কার আপনার নিশ্চিত !

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

আলভী রহমান শোভন বলেছেন: ঠিক আছে ভাই ! আমার বংশ খারাপ। সেই সাথে নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক কিংবা শামসুর রাহমানের মত কবিদের বংশও খারাপ। কারণ তাঁরাও কবিতায় খানকি, বেশ্যা, ছিনাল, মাগীর মত শব্দগুলো অহরহ ব্যবহার করতো।

১৫| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

কানিজ রিনা বলেছেন: তাই বলে এমন ভাষা দিয়ে আপনি কখনও
নির্মলেন্দু গুন হতে পারবেননা। ভাষা মানুষের
বংশ পরিচয়। তবে আগে যে সব কবিদের
নাম উচ্চারন করেছেন তাদের মত আগে উচ্চ
মার্গের কবি হতে হবে। আর সেই কবিতা বা
লেখা গুল বইএর পাতায় আব্রু থাকে।
সেটা এই জন প্লাটফর্মে নয়।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

আলভী রহমান শোভন বলেছেন: নাহ ! নির্মলেন্দু গুণ হবার স্বপ্ন দেখার কথা তো আমি বলি নি একবারও। এবার একটা কাহিনী বলি আপনাকে। কবি শামসুর রাহমান তখন তরুণ। তেমন নামডাক হয়নি তাঁর তখন। তাঁর 'রুপালী স্নান' কবিতাটিতে আপত্তিকর অনেক শব্দ থাকার কারণে তৎকালীন দৈনিক সংবাদ পত্রিকা তা ছাপায়নি, প্রত্যাখ্যান করে। পরবর্তীতে কবিতাটি কবি বুদ্ধদেব বসুর সম্পাদিত 'কবিতা' পত্রিকায় তা ছাপা হয়। এখন আপনি বলুন ঐ নামডাক ছাড়া সময়ে কবি শামসুর রাহমানের বংশ পরিচয় কি ছিল?

১৬| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০২

অসিত কর্মকার সুজন বলেছেন: তথাকথিত সমাজের কিছু ছোট ছোট শোষিত কর্মকে কবিতায় তুলে আনার বিষয়টি ব্যাপক প্রশংসনীয় । তবে কবিতার শেষের দিকের কথাগুলো তে তোমার কাল্পনিক নির্যাযিতা / নির্যাতিত ( শৈশবের এসব ঘটনা গুলো ছেলে-মেয়ে উভয়ের সাথেই ঘটে) মানুষটিকে হয়তো প্রিয় কেও খুব ভালোবাসে । আর সেই প্রিয় মানুষটির ভালোবাসা তার চোখে খারাপ ভাবেই লেগছে । কারণ , অবশ্য তার অতীত ঘটনাগুলো তাঁকে মাঝে মাঝে নাড়া দেয় । তাই বলে এতোটাও খারাপ ভাবা ঠিক না ।

আমার জানা মতে তোমার অনেক কবিতার মধ্যে এই কবিতার ভিউ সবচেয়ে বেশী । আর আলোচনা ও সমালোচনা না থাকলে লিখায় মজা নাই । কবিতাটি প্রিয় তে নিলাম :)

শুভকামনা রইলো । :)

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৭

আলভী রহমান শোভন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অসিতদা। :)

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এ শতাব্দির শ্রেষ্ঠ "কবি-এ-কবি সাইয়্যেদ জামিল" এমানের কিছু লিখেই "প্রথমালু পুরস্কার" পাইছিলো ভাই

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

আলভী রহমান শোভন বলেছেন: আপনার দূরদীক্ষনশীল ভাব দেখে প্রীত হইলাম।

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭

মেটাফেজ বলেছেন: টারজান আর মেঘনা পাড়ের ছেলে আমার মন্তব্যটা ভাগ কৈরা বৈলা দিসে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.