নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ – রবি ঠাকুরের কুঠিবাড়িতে একদিন (পর্ব -০১)

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:০০



বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে থাকা হয়েছে। কুষ্টিয়াতেও ছিলাম প্রায় ছয় বছরের মত। শৈশবের অনেকটা সময় কেটেছে এই শহরে। প্রায় বারো বছর পর আবার ঘুরতে গেলাম স্মৃতির শহরে। মোটামুটি সব দর্শনীয় স্থানেই ঘুরেছি তবে আজকের পোস্ট শুধুমাত্র রবি ঠাকুরের কুঠিবাড়ি নিয়ে।



কুষ্টিয়া শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরেশদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি অবস্হিত ।



রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পান। পরবর্তিতে ১৮৮৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি ১৯০১ সাল পর্যন্ত জমিদারী পরিচালনা করেন। তাঁর অবস্থানকালে নানা উপলক্ষে এখানে এসেছেন স্যার জগদীশচন্দ্র বসু (আচার্য), দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, মোহিতলাল মজুমদার, লোকেন্দ্রনাথ পালিত প্রমুখ তৎকালীন বঙ্গের খ্যাতনামা বিজ্ঞানী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী। এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালী, কথা ও কাহিনী, ক্ষণিকা, নৈবেদ্য, ইত্যাদি । এখানে বসেই কবি ১৯১২ সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন, যা তাঁকে ১৯১৩ সালে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়।



১৯৫৮ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্হাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত আছে । ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুঠিবাড়িটি গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয় ।

জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকেট কাউন্টার যেখানে জনপ্রতি টিকিটের দাম বিশ টাকা করে ।তবে পাঁচ বছরের কম কোন বাচ্চার জন্যে টিকিটের দরকার পড়েনা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীর জন্যে টিকেট মূল্য পঞ্চাশ টাকা এবং অন্যান্য বিদেশী দর্শকদের জন্য টিকেটের মূল্য একশত টাকা করে।

গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত আধ ঘণ্টার জন্যে বন্ধ থাকে। আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। আর সব সময়ের জন্যেই শুক্রবারে জুম্মার নামাযের জন্যে সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা ২.০০ থেকে খোলা থাকে। এছাড়াও সরকারী কোন বিশেষ দিবসে জাদুঘর থাকে ।

পুরো ভবনটি এখন জাদুঘর হিসেবে দর্শকদের জন্যে উম্মুক্ত । জাদুঘরের নীচ ও দ্বিতীয় তলায় রয়েছে নানা বয়সের বিচিত্র ভঙ্গির রবীন্দ্রনাথের ছবি । বাল্যকাল থেকে মৃতু্শয্যার ছবি পর্যন্ত সংরক্ষিত আছে এখানে। তাছাড়াও রয়েছে শিল্পকর্ম এবং তাঁর ব্যবহার্য আসবাবপত্র।

রবি ঠাকুরের ব্যবহার করা আলমারি





ষোল বেহারার পালকি



আট বেহারার পালকি



হাত পালকি



আটকোণা বিশিষ্ট টেবিল



পানি বিশুদ্ধ করার যন্ত্র



পানি বিশুদ্ধ করার যন্ত্র রাখার স্ট্যান্ড



ঘাস কাটার যন্ত্র



সিন্দুক



মাটি মসৃণ করার যন্ত্র



খাজনা আদায়ের চেয়ার টেবিল



সোফা



টেবিল



দুই হাতল বিশিষ্ট দুটি বেঞ্চ





রবি ঠাকুরের পদ্মা বোটের প্রতীকী



হয়তো এই জানালার ধারে বসেই সাহিত্য চর্চা করতেন কবি







বারান্দায়



সিঁড়িঘর







ইঞ্জিন চালিত স্পীডবোট চপলা





পনটুনের সিঁড়ি





এখানেই থাকতো কুঠিবাড়ীর পাহারাদারেরা



রবির ব্যবহার করা চৌবাচ্চা এবং পাতকুয়া





কুঠিবাড়ির রান্নাবান্না এই হেঁশেলেই হত





পাঠশালা; রবি ঠাকুর বাচ্চাদের এখানে পড়াতেন





কবির রোপণ করা বকুল গাছ



স্মৃতি বিজড়িত পদ্মা বোট



আজ এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব কুঠিবাড়িতে রক্ষিত রবি ঠাকুরের এবং তাঁর পরিবারের ছবি, পাণ্ডুলিপি এবং চিত্রাঙ্কন নিয়ে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:৫৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: সুন্দর তবে আরেকটু পয়সা খরচ করা দরকার যাতে আরো আকর্ষনীয় জাদুঘরে পরিনত হয়। ফুলের বাগান, চৌবাচ্চা এসব দরকার।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫

আলভী রহমান শোভন বলেছেন: কুঠিবাড়ির অবস্থা আগেকার চেয়ে এখন অনেক ভালো। আর সুন্দর ফুলের বাগান সেখানে রয়েছে। সংগত কারণেই সেগুলোর ছবি পোস্টে দেওয়ার প্রয়োজন বোধ করিনি।

২| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:১৫

লেখা পাগলা বলেছেন: ভালো লাগলো দেখে । পোস্টের জন্য ধন্যবাদ ।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২২

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকেও ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। :)

৩| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ পোস্ট। এগুলো অনেকেরই দেখার সুযোগ হয়নি আপনার এই পোস্টের সুবাদে সকলেই দেখতে পারে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪০

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ পোস্টে ঘুরে যাবার জন্য, ভাইয়া।

শুভ কামনা। :)

৪| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫০

ঢাকাবাসী বলেছেন: আপনার এই অসাধারণ উপকারী পোস্টটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই পোস্টের সুবাদে যারা দেখেননি তারাও কিছুটা দোখার আনন্দ পেতে পারেন।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪

আলভী রহমান শোভন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন। :)

৫| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫০

মোস্তফা সোহেল বলেছেন: বাড়ি যশোর তবুও যাওয়া হয়নি। একবার যাওয়ার ইচ্ছে আছে। শেয়ারের জন্য ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ ! আপনি যশোরের? আপনি তো আমার প্রতিবেশী। আমি খুলনার চিজ। যাই হোক, সময় করে ঘুরে আসবেন একদিন কুষ্টিয়া থেকে। :)

৬| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইজান। :)

৭| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: আলভী রহমান শোভন ,





হয়তো ঐ জানালার ধারে বসেই ক্ষনিকের তরে হারিয়ে যেতেন কবি , চপলা মন ভেসে যেতো পদ্মায় ..................

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৮

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ ! অসাধারন কথামালা, ভাইয়ামনি। :)

৮| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৩

বারিধারা বলেছেন: যাওয়ার সবচেয়ে সহজ রাস্তাঃ ঢাকা থেকে শ্যামলী বাসে চার ঘন্টায় পাবনা। পাবনা থেকে রিকশা/টেম্পুতে ১০-২০ মিনিটে শিলাইদহ ঘাট, সেখান থেকে ১০ মিনিটে ট্রলার ঘাট, সেখান থেকে ১০ মিনিট হাটলে কুঠিবাড়ির গেট। কিন্তু আপনি যদি কুষ্টিয়া কুমারখালি হয়ে আসতে চান, মিনিমাম ৮/৯ ঘন্টার মামলা।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৯

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! তথ্য শেয়ারের জন্য ধন্যবাদ। তবে আমি খুলনা থেকে গিয়েছিলাম। তাই কুষ্টিয়া হয়ে আসতে হল।

৯| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২২

রাতু০১ বলেছেন: অসাধারণ পোস্ট।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই। :)

১০| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

জুন বলেছেন: তবে যেই বকুল গাছটার নীচে বসে 'যখন পড়বে না মোর পায়ের চিনহ' গানটি লিখেছিলেন তা আমরা ঘুরে আসার কয়েক মাস পরেই ঝড়ে ভেংগে পরেছিল শোভন । আবার আপনার চোখে দেখে নিলাম অনেক পরিচিত কুঠিবাড়ীটি ।
ধন্যবাদ শেয়ারের জন্য ।
+

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

আলভী রহমান শোভন বলেছেন: ওহ ! :(

ধন্যবাদ আপু আপনাকে ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। :)

১১| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

শায়মা বলেছেন: এই কুঁঠিবাড়িতে আমিও গেছি।

জানালা দেখে আমার মনে হলো সেই গানটি ----

আমি জ্বালবো না মোর বাতায়নে
প্রদীপ আনি.....
আমি শুনবো বসে আঁধার ভরা
গভীর বাণি!!! :)

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৮

আলভী রহমান শোভন বলেছেন: বাহ ! তুমি তো রবি ঠাকুরের গান করো, শায়মাপু। তোমার জন্য তো যাওয়া ফরজই ছিল। :)

১২| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

শোভন শামস বলেছেন: ভালো লাগলো দেখে । পোস্টের জন্য ধন্যবাদ ।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩১

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। :)

১৩| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

অসিত কর্মকার সুজন বলেছেন: ছবি ও লিখা দুইই খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছো । আমার কাছে জানালার ছবিগুলো ও পেঁচানো সিড়ি বেশী ভালোলেগেছে । রবি ঠাকুরের পাঠশালা জায়গাটা দেখে কবি নজরুলের গান মনে পড়ে গেলো " মোর মন যেতে চায় না পাঠশালাতে প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে। তুমি হাইয়ায় নেচে নেচে যাও আর তোমার মত মোরে আনন্দ দাও " । :)

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অসিতদা। :)

১৪| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

+

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই। :)

১৫| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

এস প্রামানিক বলেছেন: মনেহচ্ছে কুটিবাড়ি ঘুড়ে এলাম !

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

আলভী রহমান শোভন বলেছেন: :)

১৬| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৯

মেহবুবা বলেছেন: ভাল লাগল প্রিয় কবির স্মৃতি চিহ্ণ দেখে ।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। :)

১৭| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

মেহবুবা বলেছেন: Click This Link

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

আলভী রহমান শোভন বলেছেন: পড়লাম পোস্টটি। ভালো লেগেছে। পোস্টে লাইক। ভালো থাকবেন। :)

১৮| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৯

আমি ইহতিব বলেছেন: বারান্দা, সিঁড়িঘর আর পাঠশালা বেশী ভালো লাগলো। শীর্ষেন্দুর রানু ও ভানু পড়ার পর থেকে খুব ইচ্ছে হচ্ছিলো শান্তি নিকেতনে যাওয়ার। এখন আপনার পোস্ট দেখে কুঠিবাড়ি যাওয়ার ইচ্ছে হচ্ছে। অবশ্য আপনার সৌজন্যে অনেক কিছু দেখা হয়ে গেলো।

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

আলভী রহমান শোভন বলেছেন: সময় করে ঘুরে আসুন। শুভ কামনা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.