নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ – রবি ঠাকুরের কুঠিবাড়িতে একদিন (পর্ব -০২)

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৮



আগের পর্ব ছবি ব্লগ – রবি ঠাকুরের কুঠিবাড়িতে একদিন (পর্ব -০১) ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির স্থাপত্য, আসবাবপত্র ইত্যাদি নিয়ে। আজকের পর্বে থাকছে রবি ঠাকুর এবং তাঁর পরিবারের বিভিন্ন সময়কার ছবি, কবির হস্তলিপি, চিঠি এবং চিত্রাংকন।

কবির বিভিন্ন বয়সের ছবি



কবিপত্নী মৃনালিনী দেবী



জ্যেষ্ঠ কন্যা মাধুরীলতা এবং জ্যেষ্ঠ পুত্র রথিন্দ্রনাথের সাথে ১৮৮৯ সালে তোলা ছবি



বাল্মিকি প্রতিভা গীতনাট্যে বাল্মিকি চরিত্রে কবি, পরের ছবিতে সাথে ইন্দিরা দেবী





কুঠিবাড়িতে রবি ঠাকুরের মধ্যাহ্নভোজ



কবিপত্নী মৃনালিনী দেবীর সাথে কন্যা মাধুরীলতা, রেনুকা এবং মীরা



শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর



প্রজাদের সাথে জমিদার রবীন্দ্রনাথ



ধ্যানরত রবি



ময়মনসিংহের বিদ্যাময়ী স্কুলে ১৯২৬ সালে কবি



দার্জিলিং এ রবি



১৯২০ সালে গুজরাটে ৬ষ্ঠ সাহিত্য সম্মেলনে মহাত্মা গান্ধীর সাথে কবি



রবি ঠাকুরের নোবেল প্রাপ্তির প্রশংসাপত্র এবং পদকের আলোকচিত্র



স্মৃতিবিজড়িত পদ্মাবোট



২৫ জুলাই ১৯৪১ এ তোলা এই ছবিটি কবির সর্বশেষ ছবি। কলকাতায় অপারেশনে যাবার পূর্বে তোলা হয় ছবিটি



কবির লেখা একটি ইংরেজি চিঠি



গীতাঞ্জলির মূল পাণ্ডুলিপির প্রতিলিপি



কবির বাংলা হস্তলিপি







কাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে কবিগুরুর একটি পত্র



লেখার মাঝেই ভুল সংশোধন করতে কাটাকুটি করতেন কবি। কাটাকুটি চলত যতক্ষণ না সেখানে কোন রূপ প্রকাশ পেত







কবিগুরুর চিত্র প্রতিভা







কবির আত্মপ্রতিকৃতি





১৯১২ সালে রদেন স্তেইনের আঁকা কবির পোর্টেট



পরের পোস্টে হাজির হব কুষ্টিয়ার আরও দুটি দর্শনীয় স্থান লালন শাহের মাজার এবং সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মভিটা নিয়ে।

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০২

মোস্তফা সোহেল বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকব।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৭

আলভী রহমান শোভন বলেছেন: খুব শীঘ্রই পরের পর্ব পোস্ট করবো। ধন্যবাদ। :)

২| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৮

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৩| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৪

জাহিদ হাসান বলেছেন: ভাল লাগল। চালিয়ে যান।

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৪| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিগুরুর প্রতি রইল অজস্র শ্রদ্ধা আর ভালোবাসা !!

ছবি ব্লগ খুব সুন্দর হয়েছে ++


০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৫| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর পোষ্ট ভাই। কৃতজ্ঞতা রাখছি কবিগুরুর ঐতিহাসিক ছবিগুলো দেখার সুযোগ করে দেয়ায়।

লালন সাহ্'র অপেক্ষায় রইলাম ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: খুব শীঘ্রই পরবর্তী পোস্ট নিয়ে হাজির হব।

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাই। :)

৬| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৪

জীবন সাগর বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা কবিগুরুর ছবি গুলো দেখার সুযোগ করে দেয়ায়। +++++

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। :)

৭| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৩

আখেনাটেন বলেছেন: ভালো লাগল++++++

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৮| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৪১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট +++

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:০০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৯| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৬

শাহাদাত হোসাইন সুজন বলেছেন: চমতকার লাগলো, ধন্যবাদ এমন সুন্দর পোষ্টের জন্য!

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:০১

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। :)

১০| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০

জসীম অসীম বলেছেন: ভালো লাগলো। তবে গীতাঞ্জলীর মূল পাণ্ডুলিপির প্রতিলিপি::: ক্যাপশনে বানান ভুল। শুদ্ধ বানান গীতাঞ্জলি। ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১২

আলভী রহমান শোভন বলেছেন: ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। শুধরে নিয়েছি। ভালো থাকবেন।

১১| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১২

জসীম অসীম বলেছেন:
ধন্যবাদ আলভী রহমান শোভন। ছবি ব্লগ ভালো লাগলো। রবীন্দ্রনাথের কুষ্টিয়ার শিলাইদহের স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে তার অনেক সাহিত্যই রচিত হয়। তাঁর যৌবনকালের একটি স্বর্ণালি সময় তিনি এখানে কাটিয়েছিলেন। শিলাইদহ কুঠিবাড়ির পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী। শিলাইদহের অবস্থান পদ্মা নদীর কোল ঘেঁষেই। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পেয়েছিলেন। ১৮৮৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি ১৯০১ সাল পর্যন্ত জমিদারী পরিচালনা করেন। এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালী, ইত্যাদি রচনা। এখানে তিনি `গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদ কাজও শুরু করেছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে তার `সোনার তরী’ কাব্যগ্রন্থ পাঠ করতে গিয়ে আমার এই এলাকার চিত্র বারবার চোখে ভেসে আসতো।

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

আলভী রহমান শোভন বলেছেন: :)

১২| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

ইউনা আফরোজ বলেছেন: কবির হস্তলিপি টা দেখে বেশি ভালো লাগলো ,গ্যালারী বন্ধি করলাম!
যাইহোক আপনাকে ধন্যবাদ,আপনার কারণে অদেখা অনেক কিছু দেখা হয়ে গেল !

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩১

আলভী রহমান শোভন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। :)

১৩| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ ও বিরল সব ছবি দেখলাম।


ধন্যবাদ ভাই আলভী রহমান শোভন।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। :)

১৪| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৩

জুন বলেছেন: আমার দেখা ছবিগুলো আবার আপনার চোখে দেখা হলো আলভী রহমান শোভন ।
অনেক ভালোলাগা রইলো ।
+

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। ভালো থাকবেন। :)

১৫| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

আমি চির-দুরন্ত বলেছেন: দেখে ফেললাম ছবি গুলা আপনার চোখে। তয় রবি ঠাকুরের মনে হয় বানান ভুলের অভ্যাস ছিল :-P =p~

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৩

আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা ! এইটা কি কহিলেন ভ্রাতা? ;)

১৬| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪

আমি ইহতিব বলেছেন: একজন মানুষের কত দিকে প্রতিভা থাকতে পারে!!!

হাতের লেখা দেখে মুগ্ধ হয়ে গেলাম।

শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। :)

১৭| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



ভাল লাগল এই ছবি ব্লগ!

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪২

আলভী রহমান শোভন বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য। শুভেচ্ছা। :)

১৮| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু। শুভ কামনা। :)

১৯| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৯

আধাপাগল বলেছেন: দারুন !

১০ ই জুলাই, ২০১৭ রাত ১:০৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.