নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক তো রান্নাবান্না হল। ভাবলাম এখন কার্ভিং ট্রাই করা দরকার। এমনিও খাবার রান্নার পর ছবি তোলার পর মনে হত গার্নিশিং এর ব্যাপারে নজর দেওয়া জরুরী। আর গার্নিশিং এর কথা আসতেই মাথায় চাপলো কার্ভিং করার ভূত। আমার টুকটাক ভুলভাল কার্ভিংগুলো সামুতে পোষ্ট করার লোভ আর সামলাতে পারলাম না।
প্রথমে ভেবেছিলাম ইঁদুর বানাবো। কিন্তু ইউটিউবে ভিডিওতে যেমন বড় আর লম্বাটে লেবু প্রয়োজন তেমন লেবু অনেক খুঁজেও পেলাম না। পরে নিজে নিজে বুদ্ধি করে ইঁদুরের জায়গায় খরগোশ বানিয়ে ফেললাম।
স্মাইলি ফেস বানাতে গিয়েছিলাম কিন্তু চেরি স্লাইস করতে একটু গরমিল হওয়ায় অ্যাংরি ফেস হয়ে গেছে।
শসার বোঁটার কাছের অংশ কেটে ফুল বানিয়েছি। যদিও একটি পাঁপড়ি অসাবধানতায় ভেঙে গেছে।
বাটারফ্লাই উইংস। ফ্রুট সালাদ অথবা কাস্টার্ডে সাজাতে ব্যবহার করা যাবে। আবার অরেঞ্জ চিকেন কিংবা অরেঞ্জ হিলশার মত আইটেম বানালে সাজানোতে ব্যবহার করা যাবে ভালোই।
লেবুর ঝুড়ি। আমি চেরি রেখেছি। তবে কেউ চাইলে এতে রাইতা অথবা চাটনির মত আইটেমও রাখতে পারেন।
স্লাইস করা মাল্টা দিয়ে ফুল।
লেবু দিয়ে ফুল। পোলাও অথবা বিরিয়ানির ডিশে সাজাতে ব্যবহার করা যাবে।
ইউটিউব ঘেঁটে করলা দিয়ে শুধু কুমির বানাবার ভিডিও পেলাম। কিন্তু আমি হালকা পাতলা আইডিয়া করে করলা দিয়ে ফ্লাওয়ার ভাস বানিয়ে ফেললাম। সাথে করলা লম্বাটে স্লাইস করে পাতা হিসেবে জুড়ে দিলাম। আর চেরি দিয়ে ফুলের কলি বলে চালিয়ে দিলাম।
টমেটো দিয়ে ফুল
মাল্টার খোসা দিয়ে ফুল
লেবু দিয়ে ফুল
খুব সুন্দর কিছু হতে পারতো এটা। কিন্তু আনাড়ি হাতে ভালো কিছু হল না। ত্রুটি ঢাকতে টুথপিকে ফ্রুটি-টুটি গেঁথে দিলাম। উপরে চেরি।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু।
২| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:২০
আমানউল্লাহ রাইহান বলেছেন: দারুণ!
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
৩| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:২১
আরণ্যক রাখাল বলেছেন: OMG!!!
কেমনে পারেন!
অসাধারণ
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
আলভী রহমান শোভন বলেছেন: ইউটিউবে টিউটোরিয়াল দেখে আর নিজের কিছু আইডিয়া করে বানিয়েছি।
৪| ০২ রা নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগছে, চেষ্টা করলে আরো ভালো কিছু হয়তো পারবেন..........শুভেচ্ছা
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
আলভী রহমান শোভন বলেছেন: হুম ! নিখুঁত করে বানাবার চেষ্টা চলছে। ধন্যবাদ।
৫| ০২ রা নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৪
এলিয়ানা সিম্পসন বলেছেন: Good job!
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
আলভী রহমান শোভন বলেছেন: Thanks.
৬| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:০০
মোস্তফা সোহেল বলেছেন: বাহ বাহ বেশ হয়েছে।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫
নিয়াজ সুমন বলেছেন:
বাহ!
বেশ সুন্দর বানিয়েছেন তো—
আপনার সৃজনশীতা দেখে ভাবীতো ভীষণ খুশি হবে।
০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
আলভী রহমান শোভন বলেছেন: হাহাহা ! বিয়ার পর জামাই বউ এক লগে কার্ভিং করুম !
মন্তব্যে ধন্যবাদ।
৮| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: বাটারফ্লাই উইংস , খরগোস , স্মাইলি এগুলি বেশি ভাল্লাগসে !
০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ মনিরাপু।
৯| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫
আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর সৃষ্টি।
০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১০| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু।
১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
ফেরদৌসা রুহী বলেছেন: সবগুলিই সুন্দর হয়েছে।
বুঝা গেল যে রাধে সে কার্ভিং ও করে।
০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
আলভী রহমান শোভন বলেছেন: হাহাহা !
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, রুহী আপু।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
জাহিদ অনিক বলেছেন:
কথা ছিল ব্যাচেলর বান্ধব কিছু রেসিপি দিবেন,
কথা রাখলেন না !
কেউ কথা রাখে না;
৩৩ বছর কেটে গেলেও কথা রাখবে না আলভী রহমান শোভন !
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১
আলভী রহমান শোভন বলেছেন: সময় করে উঠতে পারছি না যে রান্নাবান্না করবো। তবে যেহেতু কথা দিয়েছি সেহেতু অবশ্যই সময় করে রেসিপি দিবো।
মন্তব্যে কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪০
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক সুন্দর ।