নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না গোলাপ গ্রামে। অবশেষে ঘুরে এলাম প্রতীক্ষিত গোলাপ গ্রাম থেকে।
মিরপুর ১০ থেকে গেলাম দিয়াবাড়ি বটতলা ঘাট। সেখান থেকে শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় করে পৌঁছে গেলাম সাদুল্লাপুর । সাদুল্লাপুরেই রয়েছে গোলাপ গ্রাম।
ক্ষেত থেকে তোলা গোলাপ
রাশি রাশি গোলাপের মেলা
শুধু গোলাপ নয়, আছে আরো হরেক রকম ফুল
লান্টানা ফুল
কচি মিষ্টি কুমড়া ও পাকা পেঁপে
সাধের লাউ
গাছে ঝুলছে কাঁচকলা
পাতা ঝরা দিন
গাছের আবডালে সূর্য উঁকি দেয়
মেঠো পথে
শিমফুল ও শিম
লাউশাক
ধনে গাছ
সবুজের মেলা
বাঁধাকপি
বনজুঁই অথবা ভাটফুল
শূন্যতা
সরিষা ফুল
হলুদিয়া ফুল
রাম ছাগলের বাচ্চা
কাঁঠালের মুচি
ফটো তুলি
হেঁটে চলি মেঠো পথ ধরে
কিনে নিলাম এক গুচ্ছ গোলাপ
যাবার বেলায়
১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৮
মিরোরডডল বলেছেন: ছবি ব্লগ - আমার সব সময় প্রিয়
খুব সুন্দর
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৫
আলভী রহমান শোভন বলেছেন: অনেক গুলা ধন্যবাদ।
৩| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৯
সোহানী বলেছেন: ভালো লাগলো +++++++
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৭
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু।
৪| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদিন হেরে সঙ্গে লইয়া যাওন লাগবো।
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: আইচ্ছা !
৫| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৮
মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর !
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৪
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু।
৬| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮
আরাফআহনাফ বলেছেন: খুব সুন্দর ছবি সব!
গ্রামের ঘ্রাণ যেন পেলাম ছবিগুলোতে।
শূন্যতা ছবিটা অসাধারন হয়েছে।
ছবিতে ছবিতে গোলাপ গ্রামটি ঘুরে দেখানোরে জন্য ধন্যবাদ।
২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২
আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য।
৭| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৫৬
মলাসইলমুইনা বলেছেন: ফুলের ফটোগুলো সুন্দর কিন্তু বেশি ভালো লাগলো ঝুলে থাকা লাউ আর গাছের ফটোটা, মিষ্টি কুমড়া,পেঁপে, সিম ফুল, আর কলার কাদিসহ কলাগাছের ছবিটা | সুন্দর ফটো ব্লগ !
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৪
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আমার ছবি ব্লুগ থেকে ঘুরে যাবার জন্য
৮| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই।
৯| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৭
তাশমিন নূর বলেছেন: ভালো লাগল!
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৪
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু।
১০| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার চমৎকার ছবি। ভালো থাকুন। ভালো কাটুক প্রতিটা সময়, প্রতিটা মূহুর্ত।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৯
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
১১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫১
মনিরুল ইসলাম বাবু বলেছেন: দারুণ সব ছবি
২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৮
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:১৩
আদ্রিজা বলেছেন: ছবিগুলো দেখে এখনি ঘুরে আসতে ইচ্ছা করছে।
অসাধারন।।
৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৮
আলভী রহমান শোভন বলেছেন: সময় করে ঘুরে আসুন তবে।
মন্তব্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাল লাগল।