নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দরকারি কিছু কাজে চট্টগ্রামে গিয়েছিলাম। সেখানে এক দুপুরে বিশিষ্ট লেখক ও রন্ধনশিল্পী রোকেয়া হক আন্টির বাসায় দাওয়াত ছিল। দুপুরের খাওয়া দাওয়ার পর আন্টির সুন্দর ছাদ বাগান থেকে ঘুরে এলাম। সেই সাথে মোবাইলে তুলে নিলাম ছবি।
নীল শাপলা
এই ফুল দুইটার নাম জানি না কিন্তু খুব সুন্দর দেখতে
বাঁধাকপি - ফুলকপি
আমড়া
পাথরকুঁচি ফুল
আমড়া ফুল
বেগুন
ডালিম
বাগানবিলাস
কলাবতী
গাজর গাছ
আরো কিছু বিচ্ছিন্ন ছবি
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৬
আলভী রহমান শোভন বলেছেন: কই খুঁজলেন, আপু?
২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৮
ওমেরা বলেছেন: আপনার পোষ্টেই তো খুঁজলাম ।নীল শাপলা যেটা পেলাম সেটা তো নীল না তবে সুন্দর ।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩০
আলভী রহমান শোভন বলেছেন: আপু, ওইটা নীলই। রোদ পড়ায় আর ক্যামেরার কারণে বেগুনি হয়ে গেল ফুলটা।
৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:২১
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ!! দারুণ ছবি ব্লগ!!
শুভ কামনা রইল ভাইয়া।।
২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৩
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার আন্টির বাগান প্রীতি দেখে ভাল লাগল।
আচ্ছা, ঐ হাঁড়িটা কি পাখীর বাসা????
৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৩
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ঐ হাড়িতে আন্টি পাখির জন্য খাবার রেখে দেন, পাখিরা এসে খেয়ে যায়।
৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:০৭
নূর-ই-হাফসা বলেছেন: আন্টি খুব সৌখিন বুঝাই যাচ্ছে, সব গুলো ফুল এ সুন্দর । ছবিগুলো ও দারুন । শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আপনার গুরের চা ট্রাই করেছিলাম বলা হয়নি , ঐ চা খেয়ে মাথা ধরে যায় । আর নারিকেল কেনা হয়নি হলে ইনশাআল্লাহ ট্রাই করবো ।
৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৩
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু।
গুড়ের চা খেয়ে মাথা ধরল কেন? গুড়ের পরিমাণ মনে হয় বেশি হয়ে গিয়েছিল, আপু।
আচ্ছা, নারকেল দুধের চা ট্রাই করে জানিয়েন।
৬| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩১
মলাসইলমুইনা বলেছেন: খুব সুন্দর গাছ আর ফুলের ফটোগুলো ....ভেজিটেবলের ফটোগুলোও সুন্দর |ফুলকপি আর বাঁধাকপি দুটোতো খুব ভালোই হয়েছে মনে হচ্ছে |
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২১
ঢাবিয়ান বলেছেন: আগে যখন ছোট ছিলাম তখন বেশিরভাগ মানুষ বাড়ীর সামনে চোখজুরানো ফুল ও ফলের বাগান করতেন। এখন বাড়ির সামনের জমি গেছে ডেভেলোপারদের দখলে।বড় বড় বিল্ডিং উঠছে সেখানে। বাগানবিলাশি মানুষ এখন বাড়ির ছাদকে বেছে নিয়েছে বাগান করার জন্য। বড় ভাল লাগে দেখতে।
আপনার আন্টির বাগান খুবই সুন্দর।চোখ ও মন জুরিয়ে গেল।
৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য।
৮| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭
ক্স বলেছেন: এই বাগানে একটা বিকেল কাটাতে পারি? কিচ্ছু খাওয়াতে হবেনা - প্রয়োজনে চা-বিস্কুট সাথে করে নিয়ে যাবো। ঐ বাগানে একটা বিকেল কাটানোর জন্য আমি ওনাকে ২০০০ টাকা সমপরিমাণ উপহার দিতে রাজী আছি। উনি যদি চান তবে ওনার রান্না করা যেকোন খাবার রেস্টুরেন্টের দামে কিনতে রাজী আছি।
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
আলভী রহমান শোভন বলেছেন: হা হা ! এসব কিছুই লাগবে না। আন্টি খুবই অতিথি পরায়ণ। আপনাকে এমনিতেই খাওয়াবেন এবং ঘুরিয়ে দেখাবেন।
৯| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৫
হাসান রাজু বলেছেন: সুন্দর পোস্ট, সুন্দর ছবি । পুরো বাগানটা না জানি কত সুন্দর ।
!!! একটা মন্তব্য খুব কটু ঠেকছে !!! কিছু বলার নেই ।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৭
আলভী রহমান শোভন বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ভাই
১০| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২২
জাহিদ অনিক বলেছেন:
বাহ !!!!!!!!! সুন্দর
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ কবি
১১| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: বাঁধাকপি - ফুলকপির উপরেরটা
ফুলের নাম - মরিচা ফুল
বৈজ্ঞানিক নাম - Asclepias curassavica
অন্যান্য নাম - কাকটুরী, বনকার্পাস, Blood flower, Mexican Butterfly Weed
আর যেটাকে ""আমড়া ফুল"" বলছেন সেটা আসলে "কারিপাতার ফুল"
১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: ওকে। মন্তব্যে ধন্যবাদ
১২| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার একটা দালান থাকলে আমিও ছাদে বাগান করতাম। আমার খুব শখ। কিন্তু আমার কিছুই নেই।
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭
আলভী রহমান শোভন বলেছেন: আহারে !
১৩| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫
আরজু পনি বলেছেন: ছাদে বাগান করা ধৈর্যের ব্যাপার!
দারুণ!!
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৬
আলভী রহমান শোভন বলেছেন: ব্লগপোস্ট থেকে ঘুরে যাবার জন্য ধন্যবাদ আপু।
১৪| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লাগল।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৮
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই
১৫| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ
১৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: ছবির মান খুব ভালো নয়। তবে আপনার চেষ্টার জন্য আপনি ধন্যবাদ পেতেই পারেন।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯
আলভী রহমান শোভন বলেছেন: ভাই, আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই, ডিএসএলআরেও ছবি তুলি না। ৫ এমপির সাধারণ একটা ফোন দিয়ে তুলি। ধন্যবাদ।
১৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৩
এলিয়ানা সিম্পসন বলেছেন: নাইস।
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ
১৮| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর।
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪০
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৬
ওমেরা বলেছেন: খুঁজে তো নীল শাপলা পেলাম না ।