নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

বৈশাখী স্থাপত্য ভালোবাসা

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৯



সেই এক পৌষের সময়,
তোমায় পেয়েছিলাম নীল পর্দার আড়ালে,
দেয়ালের ওপার থেকেই আপন করে নিয়েছিলাম।

এত এত মানুষের ভীড়ে শুধু তোমার নামের পাশে
পিটপিট করে জ্বলে ওঠা সবুজ বাতি
হৃদস্পন্দন বাড়িয়ে দেয় আমার ।

অতঃপর ভাগ্যের লিখনেই
দুইশত বাষট্টি কিলোমিটার পাড়ি
দিয়ে দেখলাম তোমায়,
মন ভরে দেখলাম।

তোমার ঐ গভীর কালো চোখে
ক্ষণে ক্ষণে হারিয়ে যাচ্ছিলাম,
তোমার দুষ্টুমি মাখা খুনসুটিতে
পেয়েছিলাম ভালোবাসার আবেশ।

তুমি বলেছিলে,
মন নাকি আমার দখিনা বাতাসের মত চঞ্চল ।
তবে কখনো কি আমার পাঁজর ভেদ করে
অন্তরের গহ্বরে প্রবেশ করেছো কখনো ?
অন্তত একটি বারের জন্য হলেও এসো,
ঘুরে যাও আমার অন্তর বাগান থেকে।
অতি আদরে সযতনে লালন করে চলছি
আমার ভালোবাসা,
তোমার জন্য ভালোবাসা।

ঐ যে...
নতুন প্রাণ সঞ্চার করে
বেজে উঠলো বুঝি বৈশাখী ঢাক,
রঙিন এই বৈশাখের রঙে আমিও
রঙিন হয়ে উঠতে চাই।
তোমার ঐ তুলির ছোঁয়ায় আমাকে রাঙিয়ে দাও।
তোমার সাদার ওপর হলদে স্কিনপ্রিন্ট পোশাকের মত নয়,
রাঙিয়ে দাও আমায় তোমার প্রিয় লেবু রঙের আবরণে।

তোমাকে নিয়েই তোমার মাঝে বেঁচে থাকতে চাই,
তোমার স্থাপত্যবিদ্যার সরঞ্জামগুলোর মাঝে বেঁচে থাকতে চাই,
শুধু তোমার এক ছটাক ভালোবাসা চাই।
দেবে তো?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১

হাফিজ বিন শামসী বলেছেন:

বৈশাখ আবার দরজায় কড়া নাড়ছে। না জানি আবার কতজনের অন্তর পুড়িয়ে যায়।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: কেন ভাই, আপনার অন্তর কি পুড়েছিল কোন এক বৈশাখের দাবানলে? ;)

২| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: পড়লাম।
ভালো হয়েছে। তবে আমি মনে করি আর একটু গুছিয়ে লিখলে ভালো হতো।

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩২

আলভী রহমান শোভন বলেছেন: আমি কবি নই, একটু আধটু চেষ্টা করি আর কি ! মন্তব্যে ধন্যবাদ ভাই। :)

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

নীলপরি বলেছেন: ছবি ও কবিতা দুটোই ভালো লাগলো ।

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আপু :)

৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২

জাহিদ অনিক বলেছেন:

কবিতাটা সুন্দর।
ভালোবাসার আহ্বান

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

আলভী রহমান শোভন বলেছেন: হা হা, কবিতা লেখার ব্যর্থ চেষ্টা আর কি !

তবে আপনার লেখনীর ধারে কাছেও যায় নি।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.