নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

তোমার বরষা হবো

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭



তোমার প্রথম অথবা শেষ
আলিঙ্গনের কথা
কিভাবে ভুলি, বলো ?

ফাগুনের মোহনায় আমায়
ভিজিয়ে দিয়েছিলে,
ঠিক শেষ শ্রাবণের
হিম জলধারার মত।

তোমার ঐ গভীর আঁখিযুগল...
এ শুধু আঁখি নয়,
বর্ষায় দু’কূল ছাপিয়ে বয়ে যাওয়া
স্বচ্ছ জলের নদী।

জানি,
তোমারও বৃষ্টি পছন্দ।
ভালোবাসো আষাঢ়ের
জলধারায় স্নান করতে।
নতুন করে উজ্জীবিত হয়ে ওঠো তুমি।

আমি তোমার বরষা হবো,
তুমি চাইলে হয়ে যাবো
শ্রাবণধারা।

তোমায় ছুঁয়ে দিবো
আমার জলধারা দিয়ে,
ভালোবেসে আলিঙ্গন করবো
জলজ মায়ার বাহুডোরে।
তোমার শীতল ওষ্ঠে
এনে দিবো উষ্ণতা।
পুনরুজ্জীবিত করবো
আমার জন্য তোমার ভালোবাসা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর ভালোবাসা কাব্য, মুগ্ধতা রইল কথামালায়

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাইয়া :)

২| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ :)

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১০

খায়রুল আহসান বলেছেন: বেশ সুন্দর হয়েছে কবিতা। অভিপ্রায়গুলো ব্যক্ত হয়েছে বোধগম্য ভাষায়।

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি :)

৪| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৭

সৈয়দ তাজুল বলেছেন: আশাপূরণ হোক!

ভালোবাসার কবিতায় ভাল্পলাগা রেখে গেলাম

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। :)

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
সুন্দর আবগের প্রকাশ।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.