নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ – গহীন বালুচর

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫



২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলা চলচ্চিত্র ছিল ‘গহীন বালুচর’। জনপ্রিয় নাট্য পরিচালক বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন ও নীলাঞ্জনা নীলা। জ্যেষ্ঠ অভিনেতাদের মধ্যে ছিলেন সুবর্ণা মোস্তফা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, জিতু আহসান, রুনা খান প্রমুখ।

গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবির কাহিনী আবর্তিত হয় নদীতে নতুন করে জেগে ওঠা কালার চর নিয়ে। প্রায় এক যুগ আগে এই চর দখল নিয়েই দুই পারের মানুষের মাঝে সৃষ্টি হয়েছিল দাঙ্গা। প্রাণ হারাতে হয়েছিল গ্রামের অনেক পুরুষকে। ডুবে যাওয়া সেই চর আবার জেগে ওঠায় তা দখল নিয়ে আবার শুরু হয় হাঙ্গামা।

ছবির কাহিনি ছিল সাসপেন্সে ভরপুর। ছিল থ্রিলার। মুখ্য উপজীব্য না হলেও সেখানে ছিল ত্রিভুজ প্রেম। তবে বাংলা সিনেমার চিরচায়িত ত্রিভুজ প্রেমের মত নয়।



ছবিতে প্রতিটি চরিত্রের সুনিপুণ অভিনয় চোখে লেগে থাকার মত। প্রথমত ছবির তিন নবাগত অভিনেতার কথা বলতেই হয়। ইতোমধ্যে ছোট পর্দায় বা বিজ্ঞাপনে অভিনয় করলেও প্রথম সিনেমাতে তাদের অভিনয়ের মুনশিয়ানা অসাধারণ। ছবিতে সুবর্ণা মোস্তফার চরিত্রটি বেশ শক্তিশালী লেগেছে। হাঁটাচলায় অক্ষম এই চরিত্রটি বসে বসেই নিজের অভিনয়ের নৈপুণ্য বেশ পোক্ত ভাবেই ফুটিয়ে তুলেছেন। এছাড়াও ফজলুর রহমান বাবুর দ্বৈতচারী, জিতু আহসানের খলনায়কগিরি অথবা রুনা খানের চিরচায়িত মমতাময়ী বধূর চরিত্রসহ প্রতিটি ছোট ছোট চরিত্রের অভিনয়ই অসাধারণ লেগেছে।

ছবির দৃশ্যায়নের কথা না বললেই নয়। প্রতিটি ফ্রেমেই খুজে পাওয়া গিয়েছে আবহমান বাংলার চিরচেনা ছবি। কোথাও একটুও বাহুলতা ছিলনা। ছিলনা কোন ধরণের কৃত্তিমতা।

ছবির পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জাও যথাযথ মনে হয়েছে। এ ব্যাপারে পরিচালক বেশ সচেতন ছিলেন তা দেখেই বোঝা যায়।



এবার আসি গানের ব্যাপারে। ছবিতে সব মিলিয়ে পাঁচটি গান রাখা হয়েছে। সবগুলো গানেই গ্রামীণ সারল্য ফুটিয়ে তোলা হয়েছে। ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’ গানে যেমন প্রেমিকযুগলের আরো কাছে আসার আকুলতা ফুটিয়ে তোলা হয়েছে ঠিক তেমনি অপর দিকে ‘তারে দেখি আমি রোদ্দুরে’ গানে ফুটে উঠেছে নতুন প্রেমে পড়ার আবেশ। ‘কাঞ্চা বরণ’ গানে আবার ফিরে পাই চিরচেনা গ্রামীণ বিয়ের আবহ।

সব মিলিয়ে বলতে হয় ‘গহীন বালুচর’ বেশ গতিশীল আর শেষ অবধি দর্শকের আগ্রহ ধরে রাখার মত একটি সিনেমা। ভালোবাসা আর কলহের শেষ পরিণতি দর্শক মনকে এতটুকু হলেও স্পর্শ করবেই।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০১

কাওসার চৌধুরী বলেছেন: ছবিটা দেখিনি। আপনার লেখায় অনুপ্রাণিত হলাম। দেখবো ভাবছি। সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯

আলভী রহমান শোভন বলেছেন: হলে বোধ হয় আর দেখায় না। নেটেও পাবেন না। টিভিতে পরবর্তীতে অনএয়ার হলে দেখে নিবেন। ধন্যবাদ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:১১

পাগলা বস বলেছেন: আগ্রহ জাগল, সুন্দর রিভিউয়ের জন্য ধইন্যা B-)

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: আমার ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য আপনাকেও ধন্যবাদ :)

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: ছবিটা ইউটেব এ খুঁজে পাই না।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৮

আলভী রহমান শোভন বলেছেন: নতুন ছবি। ইউটিউবে কিভাবে পাবেন? টিভিতে অনএয়ার হওয়ার আগ পর্যন্ত পাবেন না ইউটিউবে। সুযোগ পেলে হলে গিয়ে বাংলা ছবি দেখুন। ভালো মানের বাংলা ছবি হলে বসে দেখার মজাই আলাদা।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: ছবিটি দেখার ইচ্ছে থাকলেও দেখা হয়নি।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: আহারে ! :(

৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৬

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: আপনার ধারা বর্ণনার ধরন দেখে সিনেমা না দেখে আর কেউ পারবে না, সুন্দর।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

আলভী রহমান শোভন বলেছেন: সময় করে দেখে ফেলুন তবে। আমার ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য আপনাকে ধন্যবাদ। :)

৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭

সিন্ড্রেলা বলেছেন: গান গুলো ভাল... নায়িকাও দেখতে ভাল... শুধু নায়ক টা দেখতেই কেমন কেমন যেন!!!
সময় করে দেখতে হবে!!!

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: ওকে, সময় করে দেখুন ছবিটি। ধন্যবাদ। :)

৭| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: ছবিটার ট্রেইলার দেখেই ভীষন শখ হয়েছিল দেখার। রিভিউ পড়ে আরো বেশি বেড়ে গেল ইচ্ছেটা। সুন্দর মুভির সুন্দর রিভিউয়ের জন্যে থ্যাংকস।

ভালো থেকো।

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:০৮

আলভী রহমান শোভন বলেছেন: তোমাকেও ধন্যবাদ আপু আমার ব্লগ পোস্ট থেকে ঘুরে জাবার জন্য :)

৮| ০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:২২

রাকু হাসান বলেছেন: এখনও দেখা হয়নি ...........সময় হয়ে উঠে নি । মুভি দেখা দরকার ,ইদানিং দেখা েহয়ে উঠছে না

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৯

আলভী রহমান শোভন বলেছেন: আহারে ! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.