নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ২০ জুলাই বাংলাদেশে মুক্তি পেল শাকিব খান অভিনীত ভারতীয় বাংলা ছবি ভাইজান এলো রে। অবশ্য জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি ১৫ জুন ভারতে মুক্তি পেয়েছে। ১৫৮ মিনিট ব্যপ্তি ছবিটিতে শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন শ্রাবন্তি, পায়েল, রজতভ দত্ত, দীপা খন্দকার, মুনিরা মিঠু প্রমুখ।
অ্যাকশন-কমেডি ধাঁচের ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে আজান ও উজান নামের দুই যমজ ভাইকে কেন্দ্র করে যারা জন্মের পর পর কাহিনীর আবর্তনে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা যখন ২৮ বছর বয়সে উপনীত হয় তখন ঘটতে থাকে একের পর এক ঘটনা। কাহিনী নেয় অন্য দিকে মোড়।
ছবিতে অভিনয়ের কথা যদি আসে তাহলে বলতে হয় প্রত্যেকে তাদের সেরাটা দেবার চেষ্টা করেছে। শাকিব খান ছবিতে দুটি চরিত্রে অভিনয় করেছেন এবং দুটি চরিত্রেই বিচিত্রতা ছিল। খুব সুন্দর অভিনয় শৈলী দেখিয়েছেন তিনি। শ্রাবন্তি ও পায়েল যথাযথ ভালো অভিনয় করেছেন, ভালো লেগেছে রজতভের কমেডি। দীপা খন্দকারের মমতাময়ী বোনের চরিত্র এবং মুনিরা মিঠুর কুটনি চরিত্রও ছিল বেশ শক্তিশালী।
ছবির গল্প মৌলিক ছিল না। আশির দশকে সালমান খান অভিনীত জুড়ুয়াসহ বেশ কিছু ছবির সাথে মিল খুঁজে পাওয়া গিয়েছে। তবে ছবির নির্মাণ এতটাই পরিচ্ছন্ন এবং মশলাদার ছিল যে ছবি দেখতে গিয়ে বিরক্তিকর ভাব আসেনি। ছবির দৃশ্যায়নও যথেষ্ট ভালো ছিল।
৫ কোটি বাজেটের ছবিটিতে সব মিলিয়ে চারটি গান রাখা হয়েছে। লিখেছি তোর নাম ও হাটি হাটি পায়ে পায়ে শিরোনামের গান দুটিতে যেমন মিষ্টি প্রেমের ছোঁয়া পাওয়া যায় ঠিক তার বিপরীতে হ্যালো জান ও ভাইজান ঈদে এলো শিরোনামের গানদুটি একটু ধুম ধারাক্কা ধাঁচের।
পরিশেষে বলতে হয়, ভাইজান এলো রে আসলেই পয়সা উসুল ধাঁচের মজাদার এক সিনেমা।
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫
আলভী রহমান শোভন বলেছেন: ওকে
২| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অ্যাকশন-কমেডি সিনেমাই আমার পছন্দ।
ব্যাটা খান যতদিন যাচ্ছে ততোই হিরো হয়ে যাচ্ছে। ওকে দেখলে মাঝেমধ্যে ঈর্ষা হয়। ইশ! আমি যদি হিরো হতুম....
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫
আলভী রহমান শোভন বলেছেন: হাহা ! মন্তব্যে ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: ইউটিউব এ আসলে মুভিটা দেখব।