নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

|| সুখ ||

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭



তুমি বলেছিলে,
নিজের সুখ নিজের মাঝে খুঁজে নিতে।
আমি পারিনি,
আমি সত্যি পারিনি।
সুখের খোঁজে হৃদয়ের অলিগলি
চষে বেরিয়েছি
কিন্তু
কানাগলি থেকে একই প্রতিউত্তর।
হয়তো আমার সুখ পাখি তোমার কাছেই বন্দি।

তুমি বলেছিলে,
হৃদয় জুড়ে তোমার তীব্র কষ্ট-বেদনা-অস্থিরতা,
যার ভাগীদার করতে চাওনা কাউকেই।
তাই যদি হবে
তবে কেন আমায় ক্ষণিকের জন্য
আপন করে নিয়েছিলে
কোন এক পৌষের বেলায়?
কেন কাছে এসেছিলে ফাগুনের মোহনায়?

তোমাকেই চাই আমার,
হ্যাঁ তোমাকেই।
চলো না তুমি আমি মিলে একটি সত্তা হয়ে যাই।
যেখানে তোমার আমার দুঃখগুলো
আমাদের দুঃখ হবে,
তোমার আমার সুখগুলো হবে
আমাদের সুখ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন লিখেছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাই। :)

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা। কিন্তু ছবি পছন্দ হয়নি

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ, আপু। :)

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

জাহিদ অনিক বলেছেন: বাহ ! চমৎকার কবিতা।তোমার আমার যা কিছু আছে সব কিছু মিলে যেন একাকার -- আমি তুমি এক আত্তায়-- গহীনে এক সত্তা।
কবিতার ভাবের সাথে ছবিটার বেশ মিল আছে।
শুভেচ্ছা মিঃ শেফ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ কবি। তবে আপনার মত সুন্দর লেখার হাত এখনো আসেনি আমার। :)

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

নজসু বলেছেন: সুখ!
সেতো ঐ দূর আকাশের পাখি!!
কিভাবে নাগাল পাবো আমরা?
ভালো থাকবেন কবি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

আলভী রহমান শোভন বলেছেন: সুখ দুঃখের মিশেলেই তো জীবন।


মন্তব্যে ধন্যবাদ। :)

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই :)

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতাটি ভাল লেগেছে ৷ +++

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই :)

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

রাকু হাসান বলেছেন: বাহ বাহ ,দারুণ লিখেছেন । +্

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.