নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ – চেতন ভগতের দ্য গার্ল ইন রুম 105

১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪



ভারতীয় লেখক চেতন ভগতের দ্য গার্ল ইন রুম 105 বইটি প্রকাশিত হয় ২০১৮ সালের অক্টোবরে। লেখকের পূর্বের উপন্যাসগুলোতে সামাজিক ইস্যু এবং রোমান্স উঠে আসলেও দ্য গার্ল ইন রুম 105 বইটিতে লেখক এনেছেন মিস্ট্রি, থ্রিলার আর রোমান্সের মিশেল।

রূপা পাবলিকেশন থেকে প্রকাশিত ৩০৪ পৃষ্ঠার বইটির কাহিনী আবর্তিত হয় কট্টরপন্থী হিন্দু পরিবারের ছেলে কেশভকে ঘিরে যার সম্পর্ক ছিল সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে জারা লোণের সাথে। ধর্মীয় মতাদর্শের সংঘর্ষের কারণে তাদের তিন বছরের সম্পর্ক ভেঙ্গে যায়। ব্রেকাপের পর নিজেরা নিজেদের মত করে গুছিয়ে নিলেও সমস্যা বাঁধে ঠিক চার বছর পর জারার জন্মদিনে জারা কেশভকে তার হোস্টেলের ১০৫ নম্বর রুমে যেতে বলে এবং কেশভ তার বন্ধু সৌরভকে নিয়ে হোস্টেলে গেলে সেখানে জারাকে মৃত হিসেবে আবিষ্কার করে। ঘটনা মোড় নেয় অন্য দিকে।

বইয়ের কাহিনী কেশভ এবং জারাকে ঘিরে হলেও কেশভের বন্ধু সৌরভের উপস্থিতিও চোখে পড়ার মত। সেই সাথে জারার বাবা সফদর লোন, ক্যাপ্টেন ফয়েজ এবং ইন্সপেক্টর রানার প্রভাবও লক্ষণীয় পুরো কাহিনীতে। যদিও কাহিনীর মাঝখানেই আন্দাজ করা যাচ্ছিলো জারা লোণের খুনি কে? তবুও লেখকের সাবলীল বর্ণনা জীবিত করে রেখেছে পুরো কাহিনীকে।

ব্যাক্তিগত ভাবে ভালোই লেগেছে বইটি। অবসর কাটাতে পড়তে পারেন বইটি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: ভালো একটি বইয়ের সন্ধান দিলেন।
লিস্টে নাম তুলে রাখলাম।

১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১০

আলভী রহমান শোভন বলেছেন: পড়ে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। :)

২| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো লাগলো।
নীলক্ষেতে পেলে কিনে নিবো।

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

আলভী রহমান শোভন বলেছেন: নীলক্ষেতে পাবেন। ধন্যবাদ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

রাশিয়া বলেছেন: হিন্দু ছেলে - মুসলিম মেয়ের প্রেম কাহিনী ইন্ডিয়ানরা খায় ভালো। আমাদের কাছে এগুলো সুখপাঠ্য না। ইন্ডিয়া খায় বলেই গাদার, বোম্বে আর বাজিরাও মাস্তানি টাইপ ছবিগুলো হিট হয়।

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.