![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় প্রাক্তন,
বোধ হয় ভালো আছো তোমার
নতুন প্রিয়তমাকে নিয়ে।
ভালো থাকবারই কথা,
তাই নয় কি?
শুনলাম আবার নাকি
সিগারেট ধরেছ?
কবে ছাড়বে এই সব ছাই পাস
বল তো?
আচ্ছা, তুমি কি তোমার প্রিয়তমার
মুখে খাবার তুলে দাও,
যেমনটা আমায় দিতে রেস্টুরেন্টে?
গোধূলির মায়ায় যখন হালকা
বাতাস খেলে
তুমি কি তখন তোমার নতুন প্রিয়তমার
কপালের উপর ঝুলে পড়া চুলে হাত বোলাও?
যেমনটা আমায় বোলাতে?
সত্যি করে বল তো !
তুমি কি তোমার নতুন প্রিয়তমাকে
রানী করে রেখেছ?
যেমনটা আমায় রেখেছিলে ?
শত অভিযোগ ছিল
তোমায় ঘিরে!
এখনো ঘৃণা করি তোমায়।
কিন্তু তবুও বুকের কোণে
কোথায় যেন তবুও ভালোবাসা
জিয়িয়ে রয়েছে।
বিশ্বাস করো,
আমি একদম চাইনি এভাবে জিয়িয়ে রাখতে।
চেয়েছিলাম সব কিছু শেষ করতে।
কিন্তু শেষ আর হল কই ?
তুমি ভালো থেকো,
সুখে থেকো,
তোমার নতুন প্রিয়তমাকে নিয়ে।
২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৫
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বেশ রোম্যান্টিক হয়েছে।