নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

প্রিয় প্রাক্তন তোমার কৃষ্ণকলি বলছি

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:০৩



প্রিয় প্রাক্তন,
বোধ হয় ভালো আছো তোমার
নতুন প্রিয়তমাকে নিয়ে।
ভালো থাকবারই কথা,
তাই নয় কি?

শুনলাম আবার নাকি
সিগারেট ধরেছ?
কবে ছাড়বে এই সব ছাই পাস
বল তো?

আচ্ছা, তুমি কি তোমার প্রিয়তমার
মুখে খাবার তুলে দাও,
যেমনটা আমায় দিতে রেস্টুরেন্টে?

গোধূলির মায়ায় যখন হালকা
বাতাস খেলে
তুমি কি তখন তোমার নতুন প্রিয়তমার
কপালের উপর ঝুলে পড়া চুলে হাত বোলাও?
যেমনটা আমায় বোলাতে?

সত্যি করে বল তো !
তুমি কি তোমার নতুন প্রিয়তমাকে
রানী করে রেখেছ?
যেমনটা আমায় রেখেছিলে ?

শত অভিযোগ ছিল
তোমায় ঘিরে!
এখনো ঘৃণা করি তোমায়।
কিন্তু তবুও বুকের কোণে
কোথায় যেন তবুও ভালোবাসা
জিয়িয়ে রয়েছে।
বিশ্বাস করো,
আমি একদম চাইনি এভাবে জিয়িয়ে রাখতে।
চেয়েছিলাম সব কিছু শেষ করতে।
কিন্তু শেষ আর হল কই ?

তুমি ভালো থেকো,
সুখে থেকো,
তোমার নতুন প্রিয়তমাকে নিয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: বেশ রোম্যান্টিক হয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.