নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

কি নাম এই সম্পর্কের !

১০ ই মার্চ, ২০২১ সকাল ১১:১৯



শীতের রাতে যখন
শরীর থেকে কম্বল সরে যায়
তখন পরম মমতায় কেউ আর
কম্বল জরিয়ে দেয় না।

তার হাতে রান্না করা সবজি নুডুলস
আর বালাচাও আমার জন্য রাঁধা হয় না আর।
টিফিন বক্সে ভরে সেগুলো অন্য কাউকে
খাওয়ানো হয় পরম যত্নে।

শেষ কবে হাতে হাত ধরে রাস্তা পার হয়েছি
ঠিক মনে পড়ে না।
আমার বাচ্চাসুলভ আচরণ এখন সে
অন্য কারো মাঝে দেখতে পায়।

সে আমাকে ঠিক ছাড়েনি,
আবার ঠিক ধরেও রাখেনি।
আসলে কি নাম এই সম্পর্কের ?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সম্পর্ক ভাঙ্গার গল্প :(

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১০

আলভী রহমান শোভন বলেছেন: একদম ভেঙে গেলেও কথা ছিল, এটা তো ঠিক থেকেও নেই।

২| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: সম্পর্ক কি একা জোর করে ধরে রাখা যায়? সস্তা সম্পর্ক গুলো ভুলে যাওয়াই উত্তম।

১১ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪২

আলভী রহমান শোভন বলেছেন: ভুলে গিয়ে সব কিছু ছেড়ে দিতে পারার মত অবস্থা থাকলে হতোই।

৩| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ২:১২

মিরোরডডল বলেছেন:




সব সম্পর্কের নাম হয়না ।
কিছু সম্পর্ক নামহীন ।
শুধুই অনুভূতি !


১১ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩৬

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! আর এই অনুভূতি কুরে কুরে খায় মনের ভেতরটা।

৪| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৯

মেহেদি_হাসান. বলেছেন: কঠিন ডিপ্রেশন ভাই

১১ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৯

আলভী রহমান শোভন বলেছেন: হুম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.