নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) প্রতারনা
দুটি শরীরের দূরত্ব মাত্র আধা সেন্টিমিটার অথচ এক সময়ের ভালোবাসার মানুষটি বুঝতে পারছে না যে তার প্রেমিক ভালো নেই।
বার বার প্রতারিত হলে কেই বা ভালো থাকে?
২) অভ্যাস
একাকী থাকায় আর ভয় জাগে না তার মনে, কেউ কাছে আসতে চাইলে জাগে।
পাছে যদি আবার অভ্যাসে পরিণত হয়ে যায় !
৩) সুখ
সারাটা দিন ছেলেটা হাসি মুখে থাকে।
সবাইকে জানান দেয় সে খুব সুখে আছে।
৪) শেষ বিদায়
বিদায়ের আগে দু'জন দু'জনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছিল। যাবার আগে পেছন ফিরে দু'জন দু'জনের দিকে তাকিয়ে হালকা করে হেসেছিল।
কে বুঝেছিল এটাই তাদের শেষ আলিঙ্গন, শেষ বিদায় !
১২ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৯
আলভী রহমান শোভন বলেছেন: মানব হৃদয় বড়ই অদ্ভুত।
২| ১১ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৫
নেওয়াজ আলি বলেছেন: না, বোমা ফাটের মত না
১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৪
আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা, ধন্যবাদ।
৩| ১৩ ই মার্চ, ২০২১ রাত ৮:৪০
সোহানী বলেছেন: ছবিগুলো লিখার সাথে মানানসই।
১৪ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪৭
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: হৃদয় চুরমার হয়ে গেলো।