নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন তোমার দোলনচাঁপা হয়ে
উঠিনি ঠিক মত,
তখনি আমার ওষ্ঠ ছুঁয়ে
দেখার সাধ হল তোমার।
বলেছিলে আমার ঠোঁটের কম্পন
দেখার লোভ হয় তোমার,
যেই লোভ সামলানো দায় !
ধুর ছাই!
এমনও কি হয় নাকি?
তুমি কিছু মেঘলা স্বপ্নে
বিভোর ছিলে।
বলেছিলে, বৃষ্টির অপেক্ষায়
আছে ভেজা মেঘলা স্বপ্নগুলো।
চলো না এক সাথে বৃষ্টি ঝরাই
তোমার ভাঙা হৃদয় জমিনে !
তুমি আমার সাদার মাঝে
হলদে মায়ার কাঠগোলাপ
হয়েই থেকো।
তুমি আমায় ইচ্ছে করেই
ছুঁয়ে দিয়ো,
ঠিক সন্ধ্যা নামার ক্ষণে।
২৭ শে মে, ২০২১ দুপুর ১২:০২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৭ শে মে, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন:
ছবিঃ আমার তোলা।
২৭ শে মে, ২০২১ দুপুর ১২:৫৯
আলভী রহমান শোভন বলেছেন: কি সুন্দর মন্ত্রমুগ্ধকর!
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।