নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

যে অপেক্ষা প্রেমিক বানায়

৩০ শে মে, ২০২১ রাত ৯:২৯



প্রতিশ্রুতি দিয়েছিলে
একদিন ইকারাসের মত
ডানা লাগিয়ে উড়ে উড়ে
চলে আসবে এই আমারই কাছে।

আমার ভয় হয়,
যদি উড়তে উড়তে
ভুল ঠিকানায় চলে যাও!

তুমি অভয় দিয়ে বলো,
ভুল ঠিকানায় ভুল মানুষ থাকবে
এমন তো নাও হতে পারে!

কিছুটা শঙ্কা কাজ করে
তোমার হৃদয় গহীনেও।
ভুল ঠিকানার সংশয়ে
আমি না আবার ঠিকানা পাল্টে ফেলি !
ভয় নেই, অভয় দেই আমিও।

ধরো তোমায় খুঁজতে বের হলাম,
খুঁজতে খুঁজতে যদি সময় ফুরিয়ে যায়?
তুমি আমায় আশ্বাস দাও,
যে অপেক্ষা প্রেমিক বানায়
সেই অপেক্ষার প্রহর শেষ হতে
খুব আর দেরী নেই।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২১ রাত ৯:৪৭

মাসউদুর রহমান রাজন বলেছেন: শেষ পর্যন্ত প্রেমিক ঠিকই প্রেমিক বনে যায়। কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয় না।

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:০৩

আলভী রহমান শোভন বলেছেন: কখনো কখনো অপেক্ষার প্রহর শেষ হয়েও যায়।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ৩০ শে মে, ২০২১ রাত ৯:৪৮

জাহিদ অনিক বলেছেন: অপেক্ষা প্রেমিক বানায়, বানানোর রেসিপি তো আপনার জানাই।
কবিতা ভালো লেগেছে মিঃ শেফ।

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫২

আলভী রহমান শোভন বলেছেন: হা হা! ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য, প্রিয় কবি। অনেক দিন পর পেলাম আপনাকে সামুতে। আবারও লিখতে শুরু করুন। আপনার ফ্যানরা মিস করে আপনার কবিতা সামুতে।

৩| ৩০ শে মে, ২০২১ রাত ১০:২৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার প্রকাশ। ভীষণ ভালো লাগলো।

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০২

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই।

৪| ৩০ শে মে, ২০২১ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: ভাইয়া তোমার জন্য আমার পোস্টে কিছু টেবিল সজ্জা আছে। আমার পোস্টে আসো এখুনি!!!!!!!

আর কবিতার তার জন্য তোমার অপেক্ষা শেষ হোক।

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩২

আলভী রহমান শোভন বলেছেন: আহা! আহা! এলাহি কারবার করে ফেলেছো দেখি তোমার টেবিলে, আপু। আমার জন্য শুধু কাপ কেক রাখা হলেও সব খাবারই কিন্তু আমার চাইই চাই।

৫| ৩০ শে মে, ২০২১ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম ভরা ক্ষণ মনে হয় আসন্ন প্রায়।

সুন্দর।+

৩১ শে মে, ২০২১ রাত ৯:৩২

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় ব্লগার।

৬| ৩০ শে মে, ২০২১ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: "যে অপেক্ষা প্রেমিক বানায়" - ভাবনাটা ভাল লাগলো।
অনেক দিন পরে কোন পোস্টে জাহিদ অনিক এর মন্তব্য দেখে প্রীত হ'লাম।

৩১ শে মে, ২০২১ রাত ৯:৪৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

৭| ৩০ শে মে, ২০২১ রাত ১১:০৫

জাহিদ অনিক বলেছেন: ৬ নম্বর মন্তব্যে শ্রদ্ধেয় কবি খায়রুল আহসান বলেছেন,
অনেক দিন পরে কোন পোস্টে জাহিদ অনিক এর মন্তব্য দেখে প্রীত হ'লাম।

আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আপনার স্নেহ পাচ্ছি ব্লগে। চেষ্টা করছি একটু ফেরার।

৩১ শে মে, ২০২১ রাত ১০:৪৯

আলভী রহমান শোভন বলেছেন: আবার ফিরে আসুন নিয়মিত সামুতে। আপনার কবিতা পড়ার অপেক্ষায়......

৮| ৩১ শে মে, ২০২১ রাত ২:২০

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর হয়েছে।

৩১ শে মে, ২০২১ রাত ১১:১৪

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

৯| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৭

আমি সাজিদ বলেছেন: আমার খুব ভালো লেগেছে কবিতাটি। ছবিটিও চমৎকার।

০১ লা জুন, ২০২১ রাত ১২:৩২

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই

১০| ০১ লা জুন, ২০২১ ভোর ৪:৪৯

সোহানী বলেছেন: দারুন বলেছেন, অপেক্ষায়ই প্রেমিক বানায়। কিন্তু প্রেমিকা বানায় কিনা তা কিন্তু বলেন নাই B-))

০১ লা জুন, ২০২১ রাত ৮:৩৪

আলভী রহমান শোভন বলেছেন: হা হা ! প্রেমিকা বানায় কিনা সেটা জগতের প্রেমিকারাই ভালো বলতে পারবে বোধ হয়। মজার মন্তব্যের জন্য ধন্যবাদ, আপু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.