নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হাসি আদুরে হয়,
কিছু হয় চোরাবালির মত।
ভয় হয় আমার,
যদি ডুবে যাই আবার!
তুমি আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে বলো আমায়,
কিছু কিছু ডুবে যাওয়া
ভয়ংকর সুন্দর হয়!
তোমার দুনিয়াকে রীতিমত
অনিয়মের আখড়া বানিয়ে রেখেছো!
বললাম,
পারবে এভাবে আজীবন থাকতে স্বর্ণলতার মত বাঁচাতে?
তোমার মাঝে আমায়
নিমজ্জিত করে রাখতে?
তোমাতে আমাতে মিলেমিশে
একাকার করে গড়তে?
প্রতিউত্তরে বললে,
পৃথিবীর দোসর কোথায়?
২৭ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫০
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: পৃথিবীর দোসর কোথায়? সত্যিই তো এ এক কঠিন প্রশ্ন।এ দোসর কি চিরদিন অচেনাই রয়ে যাবে? কবি মনের এই জিজ্ঞাসার অবসান ঘটুক। হারানো প্রেম খুঁজে পাক তার ঠিকানা।
কবিতা ভালো লেগেছে।
শুভেচ্ছা আপনাকে।