নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাবার বেলায় তোমার শরীরের
গন্ধ জমিয়ে রেখে দিবো।
তোমাকে কাছে পাওয়ার
তীব্র আকাঙ্ক্ষায় যখন অস্থির
হয়ে উঠবো,
ঠিক তখনি তোমার গায়ের গন্ধ মেখে
শীত সকালে রোদ পোহাবো।
তোমার সাথে অথৈ জলের
সমুদ্রে হারিয়ে যাবো।
জমে থাকা জলে
পা ছোঁয়ানোর অভ্যেস
চুকিয়ে দিয়েছি অনেক আগেই,
তুমি আমায় আগলে রাখবে বলে।
তোমার ঐ মায়া মাখানো চোখে
ক্ষণে ক্ষণে হারিয়ে যাই শুধু।
এখনো নতুনই আছো তুমি,
সেই পুরনো তুমির মতই।
এখনো প্রেমে পড়ি,
এই নতুন তুমির
পুরনো তুমিতে ।
তুমি আমার একান্ত সমুদ্রবিলাস।
১১ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪৬
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আপু।
২| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: হপ্রেম ভালোবাসার কবিতা বাদ দিয়ে জ্বালাময়ি কবিতা লিখুন।
১১ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪৭
আলভী রহমান শোভন বলেছেন: কবিতা তো ভেতর থেকে আসতে হয়, ভাই। আমার ভেতর থেকে জ্বালাময়ী কবিতা আসেই না। কি করবো বলেন।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালো লাগলো