নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতগুলো প্রেম দিবো,
সবগুলো টুকরো টুকরো করে
পকেটে যত্নে রেখে দিয়ো।
যদি পকেট ভরে উপচে পড়ে,
তবে বুকের গহীনে আগলে রেখো।
ভয় পেয়ো না,
তোমার হৃদয় উপচে পড়ে যাবে না
আমার গচ্ছিত প্রেম ।
সেখানে শুধু জমতেই থাকবে প্রেম!
আমিও চাই জমতেই থাকুক অনাবিল প্রেম।
জমিয়ে রাখা প্রেম দিয়ে বিদ্রোহ করবো।
বাস করবো সেই জমানো অথৈ প্রেমের মাঝে।
০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৮
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।