![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাই খাই কর কেন, এস বস
আহারে-
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয়
যাহারে ।
যত কিছু
খাওয়া লেখে বাঙালির
ভাষাতে,
জড় করে আনি সব, -থাক সেই
আশাতে ।
ডাল ভাত তরকারি ফলমূল শস্য,
আমিষ ও নিরামিষ, চর্ব্য ও
চোষ্য,
রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল
মিষ্টি,
ময়রা ও পাচকের যত কিছু
সৃষ্টি,
আর যাহা খায়
লোকে স্বদেশে ও বিদেশে-
খুঁজে পেতে আনি খেতে- নয় বড়
সিধে সে !
জল খায়, দুধ খায়, খায় যত
পানীয়,
জ্যাঠাছেলে বিড়ি খায়, কান
ধরে টানিও ।
ফল বিনা চিঁড়ে দৈ, ফলাহার
হয় তা,
জলযোগে জল খাওয়া শুধু জল নয়
তা ।
ব্যাঙ খায়
ফরাসিরা (খেতে নয় মন্দ) ,
বার্মার
'ঙাম্পি'তে বাপরে কি গন্ধ !
মাদ্রাজী ঝাল
খেলে জ্বলে যায় কণ্ঠ,
জাপানেতে খায়
নাকি ফড়িঙের ঘণ্ট !
আরশুলা মুখে দিয়ে সুখে খায়
চীনারা,
কত কি যে খায়
লোকে নাহি তার কিনারা ।
দেখে শুনে চেয়ে খাও,
যেটা চায় রসনা ।
তা না হলে কলা খাও,
চটো কেন বস না-
সবে হল খাওয়া শুরু, শোন শোন
আরো খায়-
সুদ খায় মহাজনে, ঘুষ খায়
দারোগায় ।
বাবু যান
হাওয়া খেতে চড়ে জুড়ি-
গাড়িতে,
খাসা দেখ 'খাপ্ খায়'
চাপকানে দাড়িতে ।
তেলে জলে 'মিশ খায়', শুনেছ
তা কেও কি ?
যুদ্ধে যে গুলি খায় গুলিখোর
সেও কি ?
ডিঙি চড়ে স্রোতে প'ড়ে পাক
খায় জেলেরা,
ভয় খেয়ে খাবি খায়
পাঠশালে ছেলেরা ;
বেত খেয়ে কাঁদে কেউ, কেউ শুধু
গালি খায়,
কেউ খেয়ে থতমত- তাও
লিখি তালিকায় ।
ভিখারিটা তাড়া খায়, ভিখ্
নাহি পায় রে-
'দিন আনে দিন খায়' কত লোক
হায় রে ।
হোঁচটের চোট
খেয়ে খোকা ধরে কান্না,
মা বলেন চুমু খেয়ে,
'সেরে গেছে আর না ।'
ধমক বকুনি খেয়ে নয়
যারা বাধ্য,
কিলচড় লাথি ঘুঁষি হয় তার
খাদ্য ।
জুতো খায়, গুঁতো খায়, চাবুক
যে খায় রে,
তবু যদি নুন খায়, সেও গুণ গায়
রে ।
গরমে বাতাস খাই, শীতে খাই
হিম্সিম্,
পিছলে আছাড়
খেয়ে মাথা করে ঝিম্ঝিম্ ।
কত যে মোচড় খায় বেহালার
কানটা,
কানমলা খেলে তবে খোলে তার
গানটা ।
টোল খায় ঘটি বাটি, দোল খায়
খোকারা,
ঘাবড়িয়ে ঘোল খায়
পদে পদে বোকারা ।
আকাশেতে কাৎ হ'য়ে গোঁৎ খায়
ঘুড়িটা,
পালোয়ান খায় দেখ
ডিগবাজি কুড়িটা ।
ফুটবলে ঠেলা খাই, ভিড়ে খাই
ধাক্কা,
কাশিতে প্রসাদ খেয়ে সাধু হই
পাক্কা !
কথা শোন, মাথা খাও,
রোদ্দুরে যেও না-
আর যাহা খাও বাপু
বিষমটি খেও না ।
'ফেল্' ক'রে মুখ
খেয়ে কেঁদেছিলে সেবারে,
আদা-নুন খেয়ে লাগো, পাশ কর
এবারে ।
ভ্যাবাচ্যাকা খেও না ।
- সুকুমার রায় ।
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
পাগলমন২০১১ বলেছেন:
যদিও হাস্যকর আসলেই বাস্তব।
+++++
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
maya111 বলেছেন: ভাল লাগা ।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
আশিক মাসুম বলেছেন: - সুকুমার রায় ।
হাহাহাহা
আমি ভাবলাম আপনি লিখেছেন ।