![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রার্থী
হে সূর্য ! শীতের সূর্য !
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার
প্রতীক্ষায়
আমরা থাকি,
যেমন
প্রতীক্ষা ক'রে থাকে কৃষকদের
চঞ্চল চোখ,
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির
জন্যে ।
হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব !
সারারাত খ্ড়কুটো জ্বালিয়ে,
এক-টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই !
সকালের এক-টুকরো রোদ্দুর -
এক-টুকরো সোনার চেয়েও মনে হয়
দামী ।
ঘর ছেড়ে আমরা এদিক-ওদিক যাই
-
এক-টুকরো রোদ্দুরের তৃষ্ণায় ।
হে সূর্য !
তুমি আমাদের
স্যাঁতসেঁতে ভিজে ঘরে
উত্তাপ আর আলো দিও,
আর উত্তাপ দিও,
রাস্তার ধারের ঐ উলঙ্গ
ছেলেটাকে ।
হে সূর্য !
তুমি আমাদের উত্তাপ দিও -
শুনেছি, তুমি এক জ্বলন্ত
অগ্নপিণ্ড,
তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে
একদিন হয়তো আমরা প্রত্যেকেই
এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে
পরিণত হব !
তারপর সেই উত্তাপে যখন
পুড়বে আমাদের জড়তা,
তখন হয়তো গরম
কাপড়ে ঢেকে দিতে পারবো
রাস্তার ধারের ঐ উলঙ্গ
ছেলেটাকে ।
আজ কিন্তু আমরা তোমার আকৃপণ
উত্তাপের প্রার্থী ॥
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
দিকদর্শন বলেছেন: ধন্যবাদ! আমার প্রিয় কবিতা পোষ্ট করার জন্য। শুধু শীতের কুয়াশার মাঝেই এর আবেদন নয়, সুকান্তের আবেদন ছিল নীপিড়ীত জনতার কাতারে আজন্ম লড়াইয়ের। যেখানে জনতা অপেক্ষমান মুক্তির দূতের................///
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
তিতাস একটি নদীর নাম বলেছেন: কবিতাটার নাম কি প্রার্থী নাকি? ভুলে গেছি আমি।
অনেক ধন্যবাদ কবিটা শেয়ার দেওয়ার জন্য।
৩/৪ আগে আমি আলাপ করতেছিলাম কবিতাটার কথা আমার পরিবারের সাথে।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর সুকান্ত শেয়ার ।