নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সীমানায় অসীম

সহজ সরল সমান

এমাজ আরেফিন

আমার রঙিন পৃথিবীর রঙগুলো সবার সাথে মিলেমিশে একাকার করার জন্যই ব্লগে আসা।

এমাজ আরেফিন › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েল এবং আপনি যা করতে পারেন (প্লিজ করুন)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৩

মাথার চুল গুলো কেমন জানি আঠা আঠা হয়ে গেছে, চাচ্ছিলাম শ্যাম্পু দিব, বাসার সামনের দোকানে শ্যাম্পু ছিলও, আমার প্রিয় শ্যাম্পু DOVE, কিন্তু দিতে ইচ্ছা করছিল না। ফিলিস্তিনে মর্টারের আঘাতে দ্বিখণ্ডিত বাচ্চা আর মানুষ গুলোর ছবি ভেসে উঠছিল আর সংখ্যাটা বেড়েই যাচ্ছে দিনে দিনে। আমার প্রিয় এ শ্যাম্পুর দাম তিন টাকা এর পঞ্চাশ পয়সা লাভ যদি হয় কোম্পানির অবশ্যই দশ পয়সা ভ্যাট নিবে ইসরায়েল সরকার আর এর পাচ পয়সা দিবে ইসরায়েল সেনাবাহিনীকে ফিলিস্তিনে মর্টার মারার জন্য,এরকম কোটিটা পাচ পয়সায় হাজারটা মর্টার হবে,ফিলিস্তিনে কাকে মারছে সেটা বড় কথা নয় বড় কথা হল নির্বিচারে মানুষ মারছে। এই ইহুদীদের কাছ থেকে পণ্য কেনা মানে হল তাদের হাতে মর্টার তুলে দেয়া,সাধারণ মানুষ হিসাবে আমি কখনোই একটা ইহুদীর হাতে মর্টার তুলে দিবো না আরেকটা সাধারণ মানুষকে মারার জন্য। আর মোসলমান হিসাবে এটা ঈমানী দায়িত্ব যে আরেক মোসলমান ভাইকে বাচতে সহযোগিতা করা, তাকে মারতে নয়। আমি ইনশাআল্লাহ অবশ্যই আর কখনোই ইসরায়েলি কোন পণ্য ব্যবহার করব না। মহাত্তা গান্ধীর আন্দোলনের মুল ভিত্তি ছিল কিন্ত দেশীও পণ্য ব্যবহার করা, এখনই সময় আমাদেরকে ইহুদীদের এই পণ্যের জাল থেকে বেরিয়ে এসে নিজেদের দেশীও পণ্য ব্যবহার করার।

আমারা যদি দেশীও পণ্য ব্যবহার করি আমার নিজের দেশ যেমন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে তেমনি ইহুদীদের অত্যাচারও কমবে। সবচেয়ে বর কথা হল আমাদের অবস্থান থেকে আমরা মনে হয় এটাই করতে পারি যেটা সরাসরি এই ঘৃণ্য ইহুদীদেরকে প্রভাব ফেলতে পারে। ইন্টারনেট থেকে পাওয়া কিছু ইসরায়েলি পণ্যের তালিকা দিলাম খুজে খুজে আপনার পছন্দ মত দেশীও পণ্য বের করে নিবেন, যদি খুজে বের করতে না পারেন তবে কমেন্ট দিয়েন আমি ওইটার বিকল্প হিসাবে যা ব্যবহার করি বলে দিব ইনশাআল্লাহ।

১।ইসরাইলের শ্যাম্পু - Clear / Sunsilk /Dove

২। ইসরাইলের ওয়াশিং পাউডার -Surf excel/ Wheel / Rin.

৩। ইসরাইলের ক্রিম/ বডি লোশন -Vaseline/ Dove/ Pond's/ Fair & Lovely.

৪। ইসরাইলের বেবি লোশন - Johnson.

৫। ইসরাইলের নুডলস- Meggi.

৬। ইসরাইলের কোল্ড ড্রিংকস - CocaCola / Pepsi/ Sprite / Fanta / 7up / Atom / Acquafina.

৭। ইসরাইলের টয়লেট্রিজ- L'Oreal/Boss/Garnier.

৮। ইসরাইলের চা - Taaza.

৯। ইসরাইলের সাবান - Lux/ Dove /Lifebuoy.

১০। ইসরাইলের বডি স্প্রে - Axe.

১১। ইসরাইলের এন্টি পারসপিরেন্ট - Rexona.

১২। ইসরাইলের পাউডার - Pond's.

১৩। ইসরাইলের টুথপেষ্ট - Pepsodent/Close up.

১৪। ইসরাইলের গাড়ি - Ford.

১৫।ইসরাইলেরজুতা- Bata

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:২৯

নিয়েল হিমু বলেছেন: মোসলমান হিসাবে এটা ঈমানী দায়িত্ব যে আরেক মোসলমান ভাইকে বাচতে সহযোগিতা করা, ভাই ইরাকে আপনার মোসলমান মোসলমানকে মারতেছে, ইরাকি পোণ্যের কি একটা লিস্টি দিবেন ? বর্জন করতাম । বর্জন যখন করতেই হবে ঈমানী দায়িত্ব বৈলা কথা তাই না ? সব এক সাথেই করি ?

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

এমাজ আরেফিন বলেছেন: ইরাকে যারা মানুষ(হোক মুসলিম বা অমুসলিম) হত্যা করছে তাদের নিয়ে একটু সময় নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করুন হিমু, আর আমরা আমাদের দেশী পণ্য ব্যবহার করলেই তো আর কোন সমস্যা থাকছে না।

২| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩৩

নিয়েল হিমু বলেছেন: প্রফাইল পিক দিছেন দেখি ভই হিমু সাইজা ?!!!!!!!! তাই আপনার পিছে আরেকটু সময় দেই । একটু কষ্ট কৈরা গুগলে বাটা লেইখা সার্স মারেন মাসাল্লা , আল্লার হুকুমে বাটার জন্ম সাল থেইকা (এক হাজার বছর আগের বিশ্বাস করেন আর না করেন) এখন পর্যন্ত সব পাই ফেলবেন । এইটা কোন দেশের কি সমাচার । যাই হোক ফেসবুক থেকে ছিটকে আসা ব্যক্তির পিছে হুদাই এত সময় দিলাম পুরাই গেছি,.............

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬

এমাজ আরেফিন বলেছেন: ছিটকে আসা উল্কাটা বৃহস্পতি সাইজের হলে পৃথিবীর কিন্তু অস্তিত্তে সমস্যা হতে পারে, যাই হোক এইযে গুগল মামার সম্পত্তি এইটাতে অনেক কিছুই ছিল (গতকাল এইটা অফ ছিল) আজকে আবার প্রচুর রিনিউ করেছে, আমার সময় কম। Click This Link

৩| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫২

অন্যসময় ঢাবি বলেছেন: paid Atheist ...Mr Niel Himu...u dont deserve the name..as we all know Himu is always on behalf of humanity..the intention of the writter was completely humaniterian but u made out religon from it..Though the all information of the writter may not true but he can be credited for his humaniterian intention....we should avoid using Israeli as well as iraqi goods.
Anyway good post

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৭

এমাজ আরেফিন বলেছেন: Thanks for your support and kind inspiration, all pain will turn into success if we avoid those destructive guys only.

৪| ০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০৭

উপপাদ্য বলেছেন: শুধু ইজরেলীই নয় ইন্ডিয়ান প্রোডাক্ট গুলোও চিহ্নিত করা প্রয়োজন। কারন ইণ্ডিয়ার আচরন ইজরেলী টেরোরিস্টদের থেকে কম নয় আমাদের সাথে।

পাশাপাশি, ইজরেলী জায়োনিস্টদের মতো ইন্ডিয়ানরাও পেইড দালাল পুষে বাংলাদেশে। যাদের কথা শুনলে মনে হবে বাংলাদেশ ইন্ডয়ার কোন প্রদেশ!!

ধন্যবাদ লিস্ট টা সবার সাথে শেয়ার করার জন্য। পন্য বর্জন একটি মহৎ আন্দোলন কারন এতে করে আপনাকে ধংস্স ও হত্যাকান্ড ঘটাতে হচ্ছে না।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৮

এমাজ আরেফিন বলেছেন: উপপাদ্য ভাই "পন্য বর্জন একটি মহৎ আন্দোলন কারন এতে করে আপনাকে ধংস্স ও হত্যাকান্ড ঘটাতে হচ্ছে না।" এটাতে সহমত আপনার সাথে, ধীরে ধীরে ইন্ডিয়া সহ সব বিদেশী পণ্য বর্জন করতেই হবে, আমাদের বিদেশী জুতা দরকার নেই এরচেয়ে জুতা ছাড়া থাকব।

৫| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৫

মাঘের নীল আকাশ বলেছেন: এই লিস্ট কোথায় পেলেন ভাই? ইউনিলিভার কবে থেকে ইসরাইলি কোম্পানি হল?
যদি বর্জন করতে হয় তবে আরব পণ্য আগে বর্জন করুন। কেননা, তারা মুসলমান হয়েও ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে কেবল ইসরাইল-আমেরিকার শিশ্ন লেহনেই অধিকতর তৃপ্ত।

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯

এমাজ আরেফিন বলেছেন: ভাই আমার কফ মিশ্রিত থুতু ইসরায়েলকে দেয়ার আগে ওই সমস্ত আরব দেশের রাজা আর দেশপ্রধানকে দেব যারা গদির লোভে কিছুই বলছে না।

৬| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৬

বেকার সব ০০৭ বলেছেন: মাঘের নীল আকাশ বলেছেন: এই লিস্ট কোথায় পেলেন ভাই? ইউনিলিভার কবে থেকে ইসরাইলি কোম্পানি হল?
যদি বর্জন করতে হয় তবে আরব পণ্য আগে বর্জন করুন। কেননা, তারা মুসলমান হয়েও ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে কেবল ইসরাইল-আমেরিকার শিশ্ন লেহনেই অধিকতর তৃপ্ত।

৭| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: আমিও তাই বলি, আরব পণ্য মানে পেট্রোল, ডিজেল আগে বর্জন করা উচিত। আমি সৌদি খেজুর আর খাবনা বলে মনস্থির করেছি। আপনারাও শুরু করুন

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪

এমাজ আরেফিন বলেছেন: সৌদি কম্বলও বাদ তাইলে

৮| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪

এমাজ আরেফিন বলেছেন:

৯| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩০

নিয়েল হিমু বলেছেন: এই কমেন্টের ঠিক উপেরর ছবির কমেন্টটা দেখতে চাচ্ছি না তাই একটা রিপোর্ট করেছি মডারেটর সরিয়ে দেবে আশা করি ।
যাই হোক উইকি থেকে যে লিংক দিলেন সেটার আগা পাছা কিছুই বুঝিনাই । ডিক্সোনারিও আমারে হেল্প করতে পারে নাই ।

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

এমাজ আরেফিন বলেছেন: দেখা যাক কি হয়, মডুরা সরিয়ে দেন কিনা? আমি কোন কিছুই/ কাউকেই রিপোর্ট করব না। আরও সময় নিয়ে ওই লিঙ্ক টাতে সবুজ কালির এভেইলেবল লিঙ্ক গুলতে গিয়ে দেখার অনুরোধ রইল।

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

এমাজ আরেফিন বলেছেন: সত্য যত তিক্তই হোক একে এড়িয়ে যাওয়ার কোন উপায় আমাদের নেই, আমদের এর মুখোমুখি হতে হবেই হবে।

১০| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৪

নিয়েল হিমু বলেছেন: আমরা আমাদের দেশী পণ্য ব্যবহার করলেই তো আর কোন সমস্যা থাকছে না। আপনে তো পোষ্টে দেশী মাল ব্যবহারের কথা কন্নাই ইজরাইলি বর্জণ করতে কৈছেন ।

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪২

এমাজ আরেফিন বলেছেন: আপনি তো ভাই প্রথম কমেন্টে ইরাকী পণ্য বর্জন করতে চাইলেন, আরেকজন আরবী, আরেকজন ইন্ডিয়ান পণ্য বর্জন করতে চাইল, তাইলে সবচেয়ে ভালো বিকল্প কি দেশজ পণ্য ব্যবহার নয়????? প্রশ্ন থাকল,

আরে ভাই মানতে চাইলে দুই কথাই যথেষ্ট নইলে সারাদিন চিল্লায়াও লাভ নাই, ভাল থাকবেন।

১১| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমি ভাই ঝগড়া পছন্দ করিনা কিন্তু কথা না বলেও পারছিনা, নিয়েল হিমু আপনি তো পুরো পোষ্ট না পড়েই প্যচাল শুরু করছেন আগে পোষ্ট টা ভালো করে পড়ে দেখুন লেখক দেশীয় পন্য ব্যবহারের কথা বলছে কিনা!
কিছু লোক আছে এরা সব কিছুতেই খুঁত ধরার চেষ্টা করে আর সব ব্যপারে ই বিতর্ক করতে পছন্দ করে।

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৭

এমাজ আরেফিন বলেছেন: ভাই চরম সত্যি কথা কইছেন, "কিছু লোক আছে এরা সব কিছুতেই খুঁত ধরার চেষ্টা করে আর সব ব্যপারে ই বিতর্ক করতে পছন্দ করে"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.