|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
কালকে বিকেলে ঘর থেকে বাহিরে বের হতেই দেখি আমার পাশের বাসার ১১ বছর বয়স সেম আমার মেয়ের বয়সী 
মেয়েটা মন মরা চোখ বেয়ে পানি পড়বে পড়বে অবস্থা,এ অবস্থা দেখে ওর নাম ধরে ডাক দিলাম,কাছে আসলো জিজ্ঞাসা
করলাম কি হয়েছে আম্মু মন খারাপ কেন ? এক পর্যায় মেয়ে আমার কথার উত্তর দেয়ার আগেই কেঁদে দিল।পরে ওই
মেয়েটির বাবা বললো আজ কদিন ধরেই মেয়ের স্কুলে মেয়ের কাছে তার বাবার ছবি চেয়ে আসছে,কিন্ত সময়ের অভাবে
কাজের চাপে ছবি ওঠানো হয়ে উঠছে না, তাই ছবি না দেয়াতে মেয়ের স্কুল টিচার মেয়েকে চারটি ষ্টিলে স্কেল এক 
সাথে কস্টিপ দিয়ে জোরা দিয়ে সেটা দিয়ে মেয়ের হাতে কয়েকটি বাড়ি দিয়েছে,এখন মেয়ে আমার জরে গা পুরে যাচ্ছে।
পরে আমি মেয়েটির কপালে হাত রেখে দেখি সত্যিই মেয়েটির হাতে ষ্টিলের সেই স্কেল দিয়ে পেটানোর কারনে,সেই ব্যাথার
যন্ত্রণায় মেয়েটির জরে  পুরে যাচ্ছে ।আচ্ছা ওইটুকো ক্লাশ সিক্সে পড়া মেয়ে কিইবা বুঝে তাকে কি এভাবে পেটানো ঠিক 
হয়েছে স্কুল টিচারদের । 
 
এই স্কুলটি বাড্ডা শাহাজাদপুর খিলবাড়িটেক ইসলামিয়া উঁচ্চবিদ্যালয় নামে পরিচিত । সেই শিক্ষকের নাম সগির স্যার।
মোটামুটি ভাবে আমি যতটুকো তথ্য পেয়েছি তাতে জেনেছি ওই স্কুলের প্রতিটি শিক্ষকই নাকি এরকম অমানুষ ।পান
থেকে চূণ খঁচতেই ছোট ছোট কচি কাচা ১০ বা ১১ এবং এর থেকে নিচের বয়সেরও অনেক ছেলে মেয়ে আছে যাদের
ধরে তারা পিটায়।আশা করি বাড্ডা নতুনবাজার ভাটারা যারা বসবাস করেন তারা এই স্কুলটা চিনেন। বিশেষ করে
পিতামাতাদের বলছি এভাবে নির্যাতিত হয়ে কিন্ত আপনার সন্তান কখনই মানুষে পরিনত হবে না।বরং আস্তে আস্তে
নির্যাতনের যন্ত্রণায় সকল শিক্ষকদের ভুলতো বুঝবেই পাশাপাশি সে লেখা ফড়াও করতে চাইবে না।তাই সময় থাকতেই
আপনার সন্তানকে শিক্ষকের নির্যাতনের হাত থেকে বাঁচান। 
  
  
এ ধরনের টিচাররা ছেলেমেয়ে মানুষ করার পরিবর্তে যাতে ছেলেমেয়ে লেখাপড়া না করে অমানুষ হয় মুরখ্য থেকে যায় তাই চায়।
কেননা এত মার খাওয়ার পরে কোনও ছেলে মেয়ে ভয়েও আর স্কুলেই যেতে চাইবে না।ছেলে মেয়েদের কাছে প্রতিটি শিক্ষকের
মানবিক চরিত্র খারাপ থেকে যাবে । ছেলে মেয়েদের মনে শিক্ষকদের প্রতি ঘৃণা জন্ম নিবে ।তাই সময় থাকতে আপনার সন্তানের
ভবিষৎ কথা ভেবে সতর্ক হন।
 ২৭ টি
    	২৭ টি    	 +১/-০
    	+১/-০  ০৭ ই মার্চ, ২০১৮  ভোর ৪:০৫
০৭ ই মার্চ, ২০১৮  ভোর ৪:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি ওই মেয়েটার বাবাকে বলে দিয়েছি ।দেখা যাক কি করে।
২|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৭:২১
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৭:২১
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ওরা আসলে শিক্ষক হতে পারে না। এদের কঠিন শাস্তি হওয়ার দরকার। কিন্তু শাস্তি কে দিবে?
  ০৭ ই মার্চ, ২০১৮  ভোর ৪:০৬
০৭ ই মার্চ, ২০১৮  ভোর ৪:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু শাস্তি কে দিবে? এটাই আসল কথা।
৩|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৭:৫৬
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৭:৫৬
মিরোরডডল  বলেছেন: যে শিক্ষক তার ছাত্রকে মারধর করে তাকে শিক্ষক হিসাবে অযোগ্য ঘোষণা করা উচিত
স্কুল কমিটির কাছে অভিযোগ করতে হবে
শিশু নির্যাতনের জন্য শাস্তি প্রয়োজন
  ০৭ ই মার্চ, ২০১৮  ভোর ৪:১৯
০৭ ই মার্চ, ২০১৮  ভোর ৪:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এ বিষয়গুলো নিয়ে প্রতিটা মা বাবাকে ভাবতে হবে।
৪|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৮:৪৫
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৮:৪৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমি শিক্ষকের মারধরকে খারাপ হিসেবে দেখিনা তবে সেটা যেন সীমা ছেড়ে না যায়।
  ০৭ ই মার্চ, ২০১৮  ভোর ৫:০৭
০৭ ই মার্চ, ২০১৮  ভোর ৫:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন শিক্ষকদের এটা একটা নেশায় পরিনত হয়ে গেছে।
৫|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৯:০১
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৯:০১
ব্লগ সার্চম্যান বলেছেন: শিশুদের উপরে এধরনের নির্যাতন বন্ধ করা উচিত।
  ০৭ ই মার্চ, ২০১৮  ভোর ৫:০৭
০৭ ই মার্চ, ২০১৮  ভোর ৫:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
৬|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৯:২০
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৯:২০
হাঙ্গামা বলেছেন: এরা সব আওয়ামিলীগ।  
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৩৫
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৭|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৪২
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৪২
মিরোরডডল  বলেছেন: মন্তব্য 4 কে বলছি  
A year six student not even a teenage
It’s a little kid only
ছয় বছরের বাচ্চাকে মারধর করা child abuse
স্কুল  ভাল জিনিস শেখার জায়গা 
যদি আপনি স্কুলে বাচ্চাকে মারেন তবে তারা শিখবে
ভবিষ্যতে তারা অন্যকে মারবে
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৩৬
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
৮|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:১৮
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:১৮
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের দেশে বেশির ভাগ শিক্ষকরা হয়তো শিক্ষিত কিন্তু কি ভাবে ছাত্র ছাত্রীদের সাথে ব্যাবহার করতে হয় সে ব্যাপারে তিনারা বেশির ভাগই অশিক্ষিত।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৩৮
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর সবার আগে তাদের সে বিষয় শিক্ষা দেয়া প্রয়োজন।
৯|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:২৯
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:২৯
নতুন বলেছেন: উনার বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া উচিত। 
চাইন্ড এবিউজ মেনে নেওয়া ঠিক না।
সরকারীও এটা নিষেধ করে নিদেশ`না দেওয়া আছে স্কুলে।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৩৯
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই আমিও সে পরামর্শই দিছিলাম ।
১০|  ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৯
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: শাসনের একটা সীমা থাকা উচিত।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪১
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাদের কাছে সীমা বলে কোনও কথা নাই মনে হয় পেটানো তাদের নেশা নয়ত পেশা হয়ে দাড়িয়েছে।
১১|  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৫২
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৫২
বিলিয়ার রহমান বলেছেন: অতিরিক্ত কোন কিছুই ভালা না!
১২|  ০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৬
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৬
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:  
 
এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে জান্নাতে পাঠানো হোক। শিক্ষক নামের কলঙ্ক এরা।
১৩|  ০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:২৬
০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু শিক্ষক নামধারী শুয়োর মনে করে মাইরের উপর ওষুধ নাই।
১৪|  ০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:৩৩
০৬ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: শিশুদের শিক্ষা কিভাবে দিতে হবে- তা রবীন্দ্রনাথ সুন্দর করে বলে গেছেন।
রবীন্দ্রনাথের পথেই আমাদের হাঁটতে হবে।
১৫|  ০৭ ই মার্চ, ২০১৮  রাত ১:৪৬
০৭ ই মার্চ, ২০১৮  রাত ১:৪৬
শৈবাল আহম্মেদ বলেছেন: আমাদের সমাজ আজ এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে,গুরুত্বপূর্ণ ও গুরুত্বহীন বিষয় বুঝতে পারছেনা। ফলে সামান্য ছবি ফর্মালিটির জন্য বকছে-মারছে এবং শিক্ষা ও জ্ঞান দানের ক্ষেত্রে ব্যবসায়ীক মনোভাব পোষন করছে। অর্থাত এমন কোন ক্ষেত্র নেই যে সেখানে বাংলার সমাজের অধিকাংশ লোক ঢুকে- কোন না কোন ভেজাল সৃষ্টি করছে না। যেমন শিক্ষা,ডাক্তারী,ব্যবসা ও চাকুরি ব্যবস্থা-উকিল,পুলিশ,সাংবাদিক,কবিরাজ ও হুজুরী ব্যবসা।
১৬|  ২১ শে মার্চ, ২০১৮  রাত ৮:৫৮
২১ শে মার্চ, ২০১৮  রাত ৮:৫৮
অ্যামাটার বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন 'কাগুজে' আইনও আছে, কিন্তু তেমন প্রয়োগ নাই।
এইটা শারীরিক ক্ষতির চেয়ে শিশু/কিশোরের বেড়ে ওঠার পথে ব্যাক্তিত্ব বিকাশের চরম অন্তরায়।
কিছু স্কুল মাস্টার আছে, স্রেফ অমানুষ। চরম স্যাডিস্ট প্রকৃতির।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৩৪
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকলের মাঝে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৭:০৬
০৬ ই মার্চ, ২০১৮  সকাল ৭:০৬
সৈয়দ ইসলাম বলেছেন:
এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।