|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ওখানে নারিদে খুব খারাপ ভাষয় গালি দেয়া হয় এমনকি গায়ে হাতও দেয় অতি দুঃখের বিষয় কোনও নারী প্রতিবাদ
করার সাহস পায় না আর ভুলভালে করলেও সেই নারীর চাকরি কেড়ে নেয়া হয়,আপনি কি জানেন বাংলাদেশের
সেই কর্ম সংস্থাটির নাম কি ?
সেটা আর কোথাও নয় সেটা আমাদের দেশেরই পোশাক তৈরি কারখানাগুলো যাকে আমরা অনেকেই গার্মেন্টস বলে থাকি
আমরা হয়ত অনেকেই জানিনা তৈরি পোশাক কারখানায় ৮০ শতাংশের বেশি নারী শ্রমিক গালিগালাজ ও হুমকি এবং ধমকসহ বিভিন্ন ধরণের মানসিক নিপীড়নের শিকার হন।এমনকি অনেক সময় কারখানা পুরুষেরা নারীদের শাররীক নির্যাতন, টর্চারও করে 
থাকেন।
আর এত কিছুর পরেও এসব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয় নারী শ্রমিকদের।সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের শিক্ষক ড: জাকির হোসেন তার একজন সহকর্মীকে নিয়ে এই গবেষণাটি করেছেন।তিনি বলছেন ঢাকা এবং গাজীপুরে নারী শ্রমিকের ওপর চালানো গবেষণায় দেখা গেছে প্রায় ৮০ শতাংশের বেশি নারী শ্রমিক কর্মক্ষেত্রে কোনো না কোনো হেনস্থা এবং নির্যাতনের শিকার হচ্ছেন। তার মধ্যে সব থেকে বড় অংশটি হল মৌখিক নির্যাতনের শিকার। 
 
বিশেষ করে ঢাকার পল্টন এবং তেজগাঁও এলাকার বেশির ভাগ পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিকরা এ বিষয়টি নিয়ে কথা বলতে চাননা।তবে ড: জাকির হোসেন বলেছেন ওই সব এলাকার বেশ কিছু শ্রমিদের সাথে কিছুক্ষণ কথাবার্তার পর একজন রাজি হয়েছে নিজে এবং তার কয়েকজন বন্ধু-সহকর্মীর সঙ্গে কথা বলিয়ে দিতে। শর্ত একটাই তাদের নাম এবং কারখানার নাম গোপন রাখতে হবে। তাদের কাছে জানতে চাইলে তাদের রোজকার অভিজ্ঞতার কথা।তারা বলেন লাইন চিফ ও সুপারভাইজার বাবা-মা তুলে বকা দেয়,অনেক খারাপ ধরণের বকা।বেশি বেশি কাজ চাপায় দেয়, না পারলে গালিগালাজ করে, গায়ে হাত দেয় এমন কি হাজিরাও কেটে নয়। অথচ বাংলাদেশের শ্রম আইনে এই নিয়ে কি বলা আছে ? জানতে চাওয়া হয় শ্রমিক অধিকার নিয়ে গবেষণা প্রতিষ্ঠান বিলসের সুলতান উদ্দিন আহমেদের কাছে।আইনে বলা আছে, পদমর্যাদা যাই হোক, কোন নারীর মর্যাদা হানি হয়, এমন কথা কর্মক্ষেত্রে তাকে কেউই বলতে পারেনা। কিন্তু নালিশ করলে পরে তারা প্রতিকার পান না, এটি একটি বড় সমস্যা।পোশাক কারখানায় শ্রমিকদের ওপর শারীরিক এবং মানসিক নিপীড়ন বন্ধের জন্য উদ্যোগ নেবার কথা অনেকদিন ধরে বলে আসছে মানবাধিকার সংগঠনগুলো।কিন্তু আজও এর সঠিক কোনও ব্যবস্থা নেয়া হয়নি।তবে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ শ্রমিকদের অভিযোগ শোনার জন্য একটি হটলাইন চালু করেছে, তবে তার কথা জানেনা শ্রমিকেরা।বেশিরভাগ কারখানাতেই অভিযোগ জানানোর কোন ব্যবস্থা নেই।  
 
কিন্তু যেসব কারখানায় অভিযোগ জানাতে পারেন শ্রমিকেরা তার প্রেক্ষাপটে ব্যবস্থা কতটা নেয়া হয়? জানতে চাওয়া হয় অকু টেক্স গ্রুপ নামে একটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহানের কাছে।তিনি বলেন প্রমাণিত হলে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করার ঘটনাও ঘটেছে তার কারখানায়।অভিযোগ জানানোর বাক্স আছে। তাতে জমা পড়া অভিযোগ ক্রসচেক করা হয়। একটি কমিটি আছে, সেই সঙ্গে শ্রমিকদেরও একটি কমিটি আছে, দুটি মিলে বসে দেখে সমস্যা কি। আসলেই যার বিরুদ্ধে অভিযোগ, সেটি প্রমানিত হলে তাকে পদচ্যুত করা হয়। আর সেটি আমি বাহবা পাবার জন্য করিনা। কারখানার জন্য ঐ ব্যক্তি ক্ষতিকর এজন্য করি।তবে, মি. সোবহান স্বীকার করেছেন বেশির ভাগ কারখানার অবস্থাই তার প্রতিষ্ঠানের মত নয়।ফলে এই মূহুর্তে বাংলাদেশে যে প্রায় ৪৪ লাখ পোশাক শ্রমিক কাজ করেন তাদের বড় অংশটি প্রতিদিন কর্মক্ষেত্রে যে পরিস্থিতির শিকার হচ্ছে তা বন্ধে সরকারকে এগিয়ে আসতে হবে পাশাপাশি কারখানার মালিকদেরও এগিয়ে আসতে হবে। 
তথ্যসূত্র নিচের কিছু অংশ এবং সোবাহান সাহেবের ছবিটা বিবিসি বাংলা থেকে নেয়া হয়েছে।
 ১৬ টি
    	১৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৪
০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু খারাপ পুরুষ আছে আমাদের সমাজে এখনো ।
২|  ০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৪৭
০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: বাঙালি পুরুষের আসলে মানুষ হওয়া উচিত।
  ০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৫
০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এরা কোন দিন হয়ত মানুষ হবে তবে সময় লাগবে ।
৩|  ০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:২০
০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:২০
কানিজ রিনা বলেছেন: গার্মেন্স মালিকরা এর বিহিত করতে পারে।
কিন্তু করেনা। কারন তারা চায় লাভ যত
রকম কষ্টদিয়ে কাজ আদাই করা যায়।
শ্রমিক নির্যাতন আমাদের দেশে নতুন না।
বিশেষ করে গার্মন্স শ্রমিকের দিকে নজর
দেয়া জরুরী যাদের কারনে দেশের অর্থনৈতিক
চাকা ঘুরে। খুব ভাল বিষয় উপস্থাপন করেছেন। সরকারী চাকুরী জীবির সাথে কথা
বলছিলাম তার খুব পরিশ্রম করতে হয়
অফিসে অথচ পাঁচটা বাজে অফিস শেষ।
লোকটাকে বললাম গার্মেন্স শ্রমিক মেয়েদের
কথা চিন্তা করুন তারা ৮, ১০ টা কাজ
করে ঘরে ফিরে রান্না বান্না করে। আপনারা
পুরুষরা এত সুবিধা পেয়েও প্ররিশ্রম বেশী
বলে চিৎকার দেন। বেশ ভাল লাগল
অসংখ্য ধন্যবাদ।
  ১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১২
১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু।
৪|  ০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:৩৫
০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:৩৫
মিরোরডডল  বলেছেন: খুব দুঃখ জনক
কোথাও ন্যায়বিচার নেই
  ১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরা মানুষেরা কখনো ন্যায়বিচার পাই নাই ।
৫|  ০৮ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৪
০৮ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৪
চাঁদগাজী বলেছেন: 
আমাদের মেয়েরা দর্জি হয়েছে শেখ সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়া, ও শেখ হাসিনার নির্বুদ্ধতার কারণে
  ১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন ওস্তাদ।
৬|  ০৯ ই মার্চ, ২০১৮  ভোর ৪:৪৬
০৯ ই মার্চ, ২০১৮  ভোর ৪:৪৬
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখছেন হাসু মামা।
  ১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।কতদিন আপনার কোন লেখা পাই না। 
৭|  ০৯ ই মার্চ, ২০১৮  ভোর ৫:৪২
০৯ ই মার্চ, ২০১৮  ভোর ৫:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তারা বেশীর ভাগ জায়গাই নিগৃহীত। বাসায় যারা কাজ করে তারাও। ঠিক তেমনি কারখানায় যারা কাজ করে তারাও। বেতনের বেলায়ও কম।
  ১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১৮
১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই।
৮|  ১০ ই মার্চ, ২০১৮  ভোর ৪:২৯
১০ ই মার্চ, ২০১৮  ভোর ৪:২৯
ব্লগ মাস্টার বলেছেন: হাসু মামা আপনি এরকম একটা পোস্ট কি ভাবে লেখলেন ? পোস্টতো শুধু নির্বাচিতই না স্টিকিও হবে !  
 
খুব ভালো লেখার স্টাইল । 
  ১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১৯
১০ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুনেন এত মশকরা করার কিছু করি নাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:০৯
০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:০৯
সিফটিপিন বলেছেন: তাদেরকে কারখানার মেশিন মনে করে অনেকে।