|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
হে আমার ঈর্ষা, হে ঈর্ষা, সতর্ক;
এটা হরিণ নেত্রবিশিষ্ট দানব, যা উপহাস হয়"
উইলিয়াম শেক্সপিয়ার, ওথেলো  
আপনি ওথেলো, আপনি একজন সম্মানিত খুনী, আপনি নিজেকে কি মনে করেন ? দেখুন আপনি আধুনিক ব্যাখ্যা দেখাচ্ছেন। তাছাড়াও ওথেলো খুনি হতে পারে না,সে দেসডেমোনাকে হত্যা করতে পারে না, কারণ সে খুবই স্মার্ট।সন্দেহভাজন করেই একজনকে দোষী বলা ঠিক নয়,একমাত্র ঈশ্বরই জানেন কি সত্য আর কি মিথ্যে।আপনি যেটাকে হত্যা বলছেন,হতে পারে সেটা একটা শুধু হত্যা নয়,হত্যার আগে
আরো একটা বাক্য যোগ করুন আত্ম,(আত্ম+হত্যা) হতে পারে এটা একটা আত্মহত্যা।তাছাড়া আপনি জানেন দেসডেমোনকের লাশ
যেখানে পাওয়া যায় সেটা একটা মদের বাড়,তাই হতে পারে না সে নিজেই মরে যাওয়ার জন্য বেশি ড্রিং করেছে।যাই হোক সব ভুলে
এবং আমাকে না ভুল বুঝে আসুন জীবনটাকে নতুন করে উপভোগ করি। সুন্দর এরকম একটা রাত এরকম মনোরম পরিবেশ কোন
ভাবেই মিস করবেন না প্লীজ।
 ১৪ টি
    	১৪ টি    	 +২/-০
    	+২/-০  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৬
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হবে হবে একটু ধৈ্য ধরুন।কৃতপক্ষ হয়ত কাজ করছেন।
২|  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৬
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৬
কামরুননাহার কলি বলেছেন: কেমন কেমন জানি একটু লাগলো। তবে প্রথম দিয়ে ভালোই লাগছিলো।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০৪
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপু আমি নতুন নতুন অনুবাদক তাই হয়ত........... তেমন ফুঁটিয়ে তুলতে পারিনি।ধন্যবাদ কামরুননাহার কলি আপু।
৩|  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৭
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: সত্যি একটা কথা বলি- এযুগে রবীন্দ্রনাথ, সেক্সপিয়ার একেবারেই অচল।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০৪
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাতো বটেই।
৪|  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১:৩৭
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১:৩৭
তারেক ফাহিম বলেছেন: ওথেলো বইটি কেনার পর বুক সেলফে পড়ে আছে, এখনও পড়া হয়নি।
প্রজন্ম মনে হয় অন্য কিছু পড়তে চায়   
  
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০৬
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটু পড়ে দেখুন ভালো লাগবে হয়ত। 
৫|  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১:৫৭
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১:৫৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমাদের প্রজন্ম এসব জানে নাহ।এমনকি আমিও নাহ।আপনাদের লেখায় সেসব লেখায় হারাতে মন চায়। :-)
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০৮
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাঝে মাঝে ওসব পড়বেন মন ভালো থাকবে।ফয়েজ ভাই অনেকদিন পর দেখলাম মনে হয়।
৬|  ২১ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:২৮
২১ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:২৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল অনুবাদ কথাগুলো।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০৮
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভাই।
৭|  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৫৪
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতার শিরোনামে কেবলই 'কুমারী রাত' চোখে ভাসছে   
  
ভাবনায় ভিন্নতা দারুন অনুবাদ
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১১
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃণ্ড ভাই।সেরকমই কিছু একটা দিতে চাইছিলাম পরে ভাবলাম না ব্লগের আপু ব্লগার রা আবার যদি ক্ষেপে যান 
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৪৭
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অফটপিকঃ হাসু মামা?
১৭ই মার্চ গেল, ২৬শে মার্চ আসছে। অথচ সামুর ব্যানারের একি হাল!!!
সামুর হোম ব্যানার পরিবর্তন করা দরকার। কী করা যায়, বলুন।