|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
 আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত লড়াইয়ের সূচনার কাল। প্রতিবছর মহান স্বাধীনতা দিবস জাতির জীবনে প্রেরণায় উজ্জীবিত হওয়ার নতুন বার্তা নিয়ে আসে। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ।
ধন্যবাদ গুগল অ্যাডমিনদের যে তারাও স্বরণ রেখেছেন আজ আমাদের জাতীয় দিবস।বাংলাদেশের সকলের পক্ষ থেকে
গুগল অপরাটিং সকল কারিগরি ইঞ্জিনিয়ার এবং সকল গুগল অ্যাডমিনদের মহান স্বাধীনতা দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা।
একই সাথে আমাদের সকলের প্রিয় ব্লগ সামহোয়্যার ইন বাংলা ব্লগ পরিবারের সদস্য সকল ব্লগারদের পক্ষ হতে দেশের সকল 
মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারবর্গদের জানাই মহান স্বাধীনতা দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা।যারা স্বাধীনতা অক্লান্ত ভূমিকা
রেখেছেন এবং নিজের জীবনের চেয়েও দেশকে বেশি ভালোবেসে দেশের তরে জীবনকে উৎসর্গ করে শহীদ হয়েছেন,সেই সকল 
শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি ।এবং তাদের পরিবারবর্গের কছে গভীর শোক ও কৃতজ্ঞতা এবং সমবেদনা জানাই।
সকল ব্লগার ভাই,বোন ও বন্ধুদের এবং  সামহোয়্যার ইন ব্লগের অ্যাডমিন সহ কৃতপক্ষের সকলকে অভিনন্দন এবং মহান স্বাধীনতা
দিবসের শুভেচ্ছা জানাই।
 ১০ টি
    	১০ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৬ শে মার্চ, ২০১৮  রাত ১:৪০
২৬ শে মার্চ, ২০১৮  রাত ১:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ অর্ক ভাই।ঠিক করে দিয়েছি। আপনাকেও শুভেচ্ছা জানাই।
২|  ২৬ শে মার্চ, ২০১৮  রাত ২:৩৮
২৬ শে মার্চ, ২০১৮  রাত ২:৩৮
মলাসইলমুইনা বলেছেন: এটাকি আজকের গুগুল ডুডুল? আমি কোনো কারণে  দেখতে পারছি না | জেনে ভালো লাগলো |
ধন্যবাদ |
  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০১
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নাইমুল ভাই । এটা সম্ভবত গুগল বিডিতে দেখা যায়।
৩|  ২৬ শে মার্চ, ২০১৮  ভোর ৬:৪০
২৬ শে মার্চ, ২০১৮  ভোর ৬:৪০
অক্পটে বলেছেন: আমিও কোন কারণে ডুডলটি দেখতে পাচ্ছিনা।
খুব খুশি হলাম মামা আপনার পোস্ট পড়ে। সেই সাথে বিনম্র শ্রদ্ধা বীর শহীদের প্রতি। জীবিত আসল মুক্তি যোদ্ধাদের প্রাণঢালা অভিনন্দন। যে স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন সেই স্বপ্ন পূরণ হোক।
  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০২
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই । এটা সম্ভবত গুগল বিডিতে দেখা যায়।
৪|  ২৬ শে মার্চ, ২০১৮  সকাল ৭:১৬
২৬ শে মার্চ, ২০১৮  সকাল ৭:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল,  হাসু মামা।
লাল সবুজের ডুডলটা দেখলাম। বেশ ভাল লাগল। 
সবাইকে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০৩
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই । শুভ বিকেল।
৫|  ২৬ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৫৪
২৬ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ গুগল  
 
মনটা ভরে গেল  
 
++++++++++
  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০২
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। 
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৮  রাত ১:৩৬
২৬ শে মার্চ, ২০১৮  রাত ১:৩৬
অর্ক বলেছেন: খুব ভালো পোস্ট হাসু মামা। অভিনন্দণ নয় অভিনন্দন বলুন।
আপনার জন্যেও শুভেচ্ছা।
"স্বাধীনতা চিরজীবী হোক।"