|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সব স্থানেই প্রচন্ত মশার আক্রমণ বেড়েছে,আর এই মশার আক্রমন থেকে বাঁচতে আমরা যে মশা নিদারন
কয়েল ব্যবহার করছি,একবারো কি ভেবে দেখেছি সে কয়েল আমাদের কত ক্ষতি করছে।দেখুন কয়েল আমাদের কি কি ক্ষতি করছেঃ
 দেখুন আমাদের হয়ত জানা নেই বদ্ধ ঘরে মশার কয়েল জ্বালানো আর প্রায় ১০০টি সিগরেট পান করা একই সমান কথা। যেভাবে 
সিগরেটের কারনে আমাদের ফুসফুসের ক্যান্সার হয় ঠিক সে একই ভাবেই মশার কয়েলর কারনে আমাদের ক্যান্সার সহ নানা ধরনের
 রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।আগে আমরা জানতাম শুধু মাত্র তামাকেই ক্যান্সার হয়,কিন্তু আসলে এখন যা দেখছি মশার কয়েলেও
ক্যান্সার হওয়ার সম্ভবনা রয়েছে।কোনও কোনও জরিপ বা বিশেষজ্ঞদের মতে,একটি মশার কয়েলের ধোঁয়ায় থাকা রাসায়নিক, ১৩৭টি সিগারেটে থাকা নিকোটিনের চেয়েও ক্ষতিকর। অনুমোদনহীন এসব কয়েলে ‘'অ্যাকটিভ ইনটিগ্রেডিয়েন্ট’' যথেচ্ছ ব্যবহারের ফলে ক্যান্সার, শ্বাসনালীতে প্রদাহসহ বিকলাঙ্গতার মতো ভয়াবহ রোগও হতে পারে।এমনকি গর্ভের শিশুও এসব ক্ষতির শিকার হতে পারে। খাদ্যে ফরমালিন এবং পানিতে আর্সেনিকের প্রভাব যেমন দীর্ঘমেয়াদি, তেমনি এসব কয়েলের বিষাক্ত উপাদান মানুষের শরীরে দীর্ঘমেয়াদি জটিল রোগের বাসা তৈরি করছে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ এবং গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেছেন এই ধরনের রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার সব বয়সী মানুষের জন্যই কিন্তু মারাক্তক ক্ষতিকর। তবে শিশুদের ওপর এটি খুব দ্রুত প্রভাব বিস্তার লাভ করে থাকে। 
শুধু তাই নয় বিশেষজ্ঞদের মতে প্রতিনিয়ত এই ধরনের রাসায়নিকের সংস্পর্শ শুধু তাৎক্ষণিকভাবেই না সুদূরপ্রসারী ক্ষতিও করে। জটিল রোগব্যাধি সৃষ্টি করে। বিশেষ করে শ্বাসতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে মারাত্মকভাবে। 
ঠিক একই ভাবে সাম্প্রতিক কালীন, তাইওয়ান এবং চিনে এই সংক্রান্ত একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে ফুসফুসের ক্যান্সারের সঙ্গে মশার  কয়েল এবং মশা তারানো ধূপের সম্পর্ক রয়েছে।অন্যদিকে চিকিৎসক সালভিও জানিয়েছেন বদ্ধঘরে একটি মশার ধূপ জ্বালানো প্রায় ১০০টি সিগরেট খাওয়ার সমান।গবেষণায় জানা গেছে, এই ধূপকাঠিগুলি টক্সিক, কারণ এতে সিসে, লোহা এবং ম্যাঙ্গানিজ থাকে। তিনি বলেন, মশার ধূপে ‘পাইরেথ্রিন’ নামে একটি কীটনাশক থাকে, যা ফুসফুসের পক্ষে ক্ষতিকর। তবে ধোঁয়া-বিহীন মশার ধূপের ওই উপাদানগুলো কম থাকলেও, সেগুলো থেকে বিশাল পরিমাণে কার্বন মনোক্সাইড নির্গত হয়। এটিও ফুসফুসের পক্ষে ক্ষতিকর।
যদিও প্রশ্ন উঠতেই পারে, মশা রিপেলেন্ট ম্যাট এবং লিকুইডেটরগুলো কি নিরাপদ? যদিও এই দুইয়ের ওপর এখনো গবেষণা হয়নি, তা-ও সালভি জানিয়েছেন, এই গ্যাসিয়াস পলিউশন ফুসফুসে তীব্র জ্বালা সৃষ্টি করতে পারে। 
 
তাই মশার উপদ্রব বা আক্রমণ থেকে নিজেদের বাঁচতে প্রথমত আমাদের ঘরের দরজা এবং জানালায় মশার-নেট লাগানো উচিত এবং   দিনে বা রাতে যখনই আমরা ঘুমাতে বিছানায় যাইনা কেন তখনই আমাদের মশারি টানিয়ে ঘুমনো উচিত।
 ১৭ টি
    	১৭ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৪৬
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল ওস্তাদ,
সত্য বেশি দিন লুকিয়ে থাকেনা।
২|  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:১৪
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:১৪
অর্ক বলেছেন: আরে হাসু মামা ভাই একটু মানিয়ে চলেন তো। এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে এখানে। এখন তো গড় আয়ু বরং বেড়েছে। কয়েল ব্যবসার সাথে জড়িত অসংখ্য মানুষের পেটে লাথি মারবেন না দয়া করে। সব BSTI অনুমোদিত পন্য। আপনি আগের মতো হট হট ছবি দিয়ে হিট হিট পোস্ট দেন। কয়েল বিড়ি নিয়ে লেখার লোকের অভাব নেই এই এক নাম্বার ব্লগে।
ধন্যবাদ
  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:৩১
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা এই কানে ধরলাম আমি আর নাকে খর দিলাম আর এরকম হটপট পোস্ট দিয়া কারো পেটে লাথিদিমু না  
৩|  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৪৫
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৪৫
ঠ্যঠা মফিজ বলেছেন: বিশাল সতর্কমূলক পোস্ট । আমি আপনার হয়ে আমার পক্ষ থেকে ব্লগের অ্যাডমীনদের অনুরোধ করছি যাতে আপনার এই পোস্টটা
স্টিকি মেরে রাখেন   
   
  
  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৪২
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৪|  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৪৫
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কি সর্বনাশ ! 
কয়েলে যাতে ক্ষতি না হয় সে রকম উপাদান ব্যবহারের নীতি মালা তৈরী করা প্রয়োজন।
সুন্দর বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।
৫|  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:০৫
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: অবাক হলেও সত্য কথা, আমার বাসায় মশা নেই। 
৬|  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:১৪
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:১৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: নিউটনের একটা কথা মনে পড়ে গেল, "প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া।" এজন্য কয়েল মশা নিধন করলেও তার রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া। যেটা আমাদের জন্য ক্ষতি কর।
৭|  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:৫০
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:৫০
কামরুননাহার কলি বলেছেন: খুবই উপকারি পোস্ট, ধন্যবাদ আপনাকে ভাইয়া।
৮|  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ১১:০৫
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ১১:০৫
কানিজ রিনা বলেছেন: বৃটিশ আমলে শহর গ্রাম মশা নিধন সরকারী
ভাবে কার্জকর ছিল। যা পাকিস্তানী আমলেও
ছিল এখন কেন নাই? কিছু কিছু সোসাইটিতে
নিজেদের উদ্যোগে এড়িয়ায় মশার ঔষধ
ছিটায়। তথাপি বেশীর ভাগ এলাকা মশার
উপদ্রোপ কোনও পদক্ষেপ নাই। গ্রাম অঞ্চলে
মাছির মত বড় বড় মশা। ধন্যবাদ সচেতন
পোষ্টের জন্য।
৯|  ১৬ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:২৬
১৬ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
এভাবে লোম বাছতে গেলে কম্বল খুঁজে পাওয়া দায় হবে।
যেমনঃ
মোবাইল ফোনের রেডিয়েশনে স্বাস্থ্য ঝুঁকি 
ফরমালিনে .স্বাস্থ্য ঝুঁকি 
ওষুেধের পাশ্ব প্রতিক্রিয়া
সিনথেটিক পোষাকে স্বাস্থ্য ঝুঁকি
ইত্যাদি ইত্যাদি
১০|  ১৬ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৪
১৬ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৪
মেমননীয় বলেছেন: কয়েল জ্বালাই না।
মশারী টানাই।
মশারীর গুনাগুনের একটা পোষ্ট প্রয়োজন!
১১|  ১৬ ই এপ্রিল, ২০১৮  দুপুর ২:০৮
১৬ ই এপ্রিল, ২০১৮  দুপুর ২:০৮
লাল পাথর বলেছেন: আমার কয়েলে ব্যাপক সমস্যা। তাই কয়েল জ্বালাইলে ১০০ হস্ত দূরে থাকি
১২|  ১৬ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৫৩
১৬ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৫৩
ব্লগ মাস্টার বলেছেন: এতদিনে একখান কাম করছেন।বেশ গুরুত্বপূর্ণ এবং সচেতণ মূলক পোস্টটা দিয়ে ।শুভকামনা থাকল।
১৩|  ১৬ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:২৮
১৬ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: 
@নূর মোহাম্মদ নূরু ভাই
সহমত।
।
১৪|  ১৬ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:৪৯
১৬ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: সচেতনতা মূলক পোষ্ট। অনেক ধন্যবাদ।তবে আমরা জেনেও তাৎক্ষনিক সুবিধা পেতে কয়েল ব্যবহার করি।এর ফল যে এত ভয়াবহ তা জানতামনা।  
বৈশাখী শুভেচ্ছা নিয়েন,ভাগ্মা।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৪১
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, ইতিমধ্যে বাংলাদেশের হাজার হাজার লোকের ক্যান্সার হয়েছে; তারা হয়তো কারণ জানেনি।