|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তুমি এক জীবন্ত অভাগিনী
কিন্তু তুমি নও চিরকালের,
লাঞ্চনা,বঞ্জনা,আর ভোগনী!
তুমিতো কোমল হৃদয়নী
তুমিতো সত্যের পরঘাণী।
তুমিতো কল্যানময়ী,
তুমিতো মধুর মৌনি
তুমি নও চিরকাল দাসিনী
তুমিতো নও চিরকাল বন্দিনী
তুমি গর্জে উঠবে হবে বাঘিনী 
শুনবো মোরা তোমার মুখের সে মধুর বাণী ।
তুমিতো হৃদয় পোড়া রক্ত ক্ষয়ী
তুমিতো জীবন যুদ্ধে বড় জয়ী।
তুমি শুধু সময়ের পালাবদলে বিপথগামী !
তোমায় দেখে মুগ্ধ দেশ,
তোমায় দেখে মুগ্ধ জাতি,
তোমায় মুগ্ধ আমি
তুমি যে হিরার তুলনায় তার চেয়েও দামী
তোমার জন্য লেখে রাখলাম অগ্নিঝরা এ কবিতা আমি !
হোক তোমার জীবন কল্যাণময়
কর তুমি অর্জন একটি চিরন্তনী উজ্জল নক্ষত্র বিজয়।
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ২৮ শে এপ্রিল, ২০১৮  রাত ৩:১৭
২৮ শে এপ্রিল, ২০১৮  রাত ৩:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাঝে মাঝে নিজের সাথে অনশন ডাকি ।আর তখনই কত রঙবেরঙের কথা মনের ভিতর আনাগোনা করে।
২|  ২৬ শে এপ্রিল, ২০১৮  ভোর ৬:৫৭
২৬ শে এপ্রিল, ২০১৮  ভোর ৬:৫৭
সৈয়দ তাজুল বলেছেন: মম হৃদয়- যৌবন, মম...
আপনার কবিতা দেখে গানটা কেন যে মনে পড়লো!...
কবিতা ভাল হয়েছে।
  ২৮ শে এপ্রিল, ২০১৮  রাত ৩:২১
২৮ শে এপ্রিল, ২০১৮  রাত ৩:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ তাইজুল ভায়া।
৩|  ২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ৮:৪৮
২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ৮:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!  সুন্দর ভাবনা।আমরা সবাই যদি এমন ভাবতাম,তাহলে সমাজটা আরো মধুর হত। 
 অনন্ত শুভ কামনা ভাগ্না।
৪|  ২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ৯:২১
২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ৯:২১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার হয়েছে।
৫|  ২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ৯:৩৬
২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: গরম ধোঁয়া উঠা একডিশ পোলাও। পোলাও তেল চিপচিপে না কিন্ত একেবারে ঝরঝরে আর সুগন্ধী। উপরে ঘন করে বেরেশতা দেয়া। বেরেশতার রঙ লালচে সোনালী। ফাঁকে ফাঁকে তেল চকচকে একটা দুটা সবুজ লাল কাঁচামরিচের উঁকিঝুকি।
৬|  ২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ৯:৫০
২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ৯:৫০
ইমরান আল হাদী বলেছেন: বাস্তবিক অগ্নিঝরা কবিতা।
৭|  ২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ১০:৩৭
২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ১০:৩৭
কামরুননাহার কলি বলেছেন: সে যদি সবি হয় তাহলে আপনি কি ভাইয়া।  দুষ্টামি করলাম
কবিতা খুব সুন্দর।
  ২৮ শে এপ্রিল, ২০১৮  রাত ৩:১৫
২৮ শে এপ্রিল, ২০১৮  রাত ৩:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি আমার কলি আপুদের ভাই ।
৮|  ২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ১১:০৭
২৬ শে এপ্রিল, ২০১৮  সকাল ১১:০৭
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।
৯|  ২৬ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৪৯
২৬ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৪৯
আকিব হাসান জাভেদ বলেছেন: বিজয় হউক তার । 
বিজয় হউক যু্দ্ধা কবির। কবিতায় সুন্দর ।।।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৮  রাত ৩:০২
২৬ শে এপ্রিল, ২০১৮  রাত ৩:০২
কবি হাফেজ আহমেদ বলেছেন: এখানে, আপনার মনের বিশালত্বের প্রকাশ পেয়েছে। ভালো লাগলো।